এ প্রজন্মের অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী তাসনুভা তিশা। আগামী রোজার ঈদে প্রচারের জন্য এরইমধ্যে একটি নাটকে কাজ করেছেন তারা। নাটকের নাম ‘এভাবেও পাশে থাকা যায়’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন পথিক সাধন। এরইমধ্যে নাটকটির শুটিং-এর কাজ সম্পন্ন হয়েছে।
প্রায় তিন বছর পর তারা দুজন ‘এভাবেও পাশে থাকা যায়’ নাটকে অভিনয় করলেন। নাটকটি প্রসঙ্গে পথিক সাধন জানান, সাম্প্রতিক সময়ে দেখা যায় যে ছেলে মেয়ের মধ্যে রিলেশন ব্রেকআপ হওয়ার পরে কেউ কারো সঙ্গে দেখা করেনা, কথা বলেনা। দুজনের উপলদ্ধি এমন হয় যে তারা নিজেদের জীবন নষ্ট করেছে। কিন্তু এমনটা হওয়া উচিত নয়।
এমনই একটি গল্প নিয়ে এগিয়ে গেছে ‘এভাবেও পাশে থাকা যায়’ নাটকটি। আগামী ঈদে জি-সিরিজে প্রচারের জন্য নাটকটি নির্মিত হয়েছে, জানালেন তিশা। ইয়াশ রোহান বলেন,‘ জানিনা এটা দর্শক কীভাবে নেবেন, কারণ এটা গতানুগতিক লাভ স্টোরির নাটক নয়। কিন্তু আমি আশাবাদী নাটকটি নিয়ে।’ তাসনুভা তিশা বলেন,‘ এই নাটকের গল্পটা আসলে মন থেকে উপলদ্ধি করার একটা গল্প।
একজন অভিনেত্রী হিসেবে আমি বহু নাটকে অভিনয় করেছি। কিন্তু এভাবেও পাশে থাকা যায় একেবারে মনের গভীর থেকে অনুভব করে তারপর ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করতে হয়েছে। আমি আমার চরিত্রটির প্রতি ভীষণ মনোযোগী ছিলাম। কাজটি অনেক ভালো হয়েছে। আশা করছি দর্শকের ভীষণ ভালোলাগবে এই নাটকটি।’
এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে তিশা অভিনীত সকাল আহমেদ পরিচালিত ‘বিন্দাস’, তৌহিদ হক পরিচালিত ‘তোমারি জন্য’ নাটক দুটি। ইউটিউবে ইয়াশের সর্বশেষ প্রকাশিত নাটক ইমরাউল রাফাতের ‘হৃদয়ের রঙ’।
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
এ প্রজন্মের অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী তাসনুভা তিশা। আগামী রোজার ঈদে প্রচারের জন্য এরইমধ্যে একটি নাটকে কাজ করেছেন তারা। নাটকের নাম ‘এভাবেও পাশে থাকা যায়’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন পথিক সাধন। এরইমধ্যে নাটকটির শুটিং-এর কাজ সম্পন্ন হয়েছে।
প্রায় তিন বছর পর তারা দুজন ‘এভাবেও পাশে থাকা যায়’ নাটকে অভিনয় করলেন। নাটকটি প্রসঙ্গে পথিক সাধন জানান, সাম্প্রতিক সময়ে দেখা যায় যে ছেলে মেয়ের মধ্যে রিলেশন ব্রেকআপ হওয়ার পরে কেউ কারো সঙ্গে দেখা করেনা, কথা বলেনা। দুজনের উপলদ্ধি এমন হয় যে তারা নিজেদের জীবন নষ্ট করেছে। কিন্তু এমনটা হওয়া উচিত নয়।
এমনই একটি গল্প নিয়ে এগিয়ে গেছে ‘এভাবেও পাশে থাকা যায়’ নাটকটি। আগামী ঈদে জি-সিরিজে প্রচারের জন্য নাটকটি নির্মিত হয়েছে, জানালেন তিশা। ইয়াশ রোহান বলেন,‘ জানিনা এটা দর্শক কীভাবে নেবেন, কারণ এটা গতানুগতিক লাভ স্টোরির নাটক নয়। কিন্তু আমি আশাবাদী নাটকটি নিয়ে।’ তাসনুভা তিশা বলেন,‘ এই নাটকের গল্পটা আসলে মন থেকে উপলদ্ধি করার একটা গল্প।
একজন অভিনেত্রী হিসেবে আমি বহু নাটকে অভিনয় করেছি। কিন্তু এভাবেও পাশে থাকা যায় একেবারে মনের গভীর থেকে অনুভব করে তারপর ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করতে হয়েছে। আমি আমার চরিত্রটির প্রতি ভীষণ মনোযোগী ছিলাম। কাজটি অনেক ভালো হয়েছে। আশা করছি দর্শকের ভীষণ ভালোলাগবে এই নাটকটি।’
এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে তিশা অভিনীত সকাল আহমেদ পরিচালিত ‘বিন্দাস’, তৌহিদ হক পরিচালিত ‘তোমারি জন্য’ নাটক দুটি। ইউটিউবে ইয়াশের সর্বশেষ প্রকাশিত নাটক ইমরাউল রাফাতের ‘হৃদয়ের রঙ’।