সোশ্যাল হ্যান্ডেল হয়ে নানামাত্রিক সংবাদমাধ্যমে বিশ্বজুড়ে চলছে গুজব কিংবা মিথ্যা সংবাদের চর্চা। এ থেকে পরিত্রাণের জন্য কিংবা সঠিক তথ্য ও খবর প্রকাশের লক্ষ্যে পাশাপাশি চলছে ফ্যাক্ট চেক নামের নানাবিধ উদ্যোগ। তারই ধারাবাহিকতায় প্রথমবার দেশের কোনও টিভি চ্যানেলে শুরু হলো এই বিষয়ক একটি বিশেষ অনুসন্ধানী অনুষ্ঠান। নাম একই, ‘ফ্যাক্ট চেক’।
২১ জানুয়ারি থেকে প্রতি মঙ্গলবার রাত ১০টায় একুশে টেলিভিশনে সরাসরি সম্প্রচার হচ্ছে অনুষ্ঠানটি। তথ্য, অপ-তথ্য, ভুল তথ্য আর গুজব নিয়েই এই আয়োজন। শুভ আহমেদের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক হারুন উর রশীদ। এই সাংবাদিক বলেন, ‘ভুয়া খবর আর গুজবের প্রভাব সুদূরপ্রসারী। এটা যেমন ব্যক্তির জীবনকে বিপর্যস্ত করতে পারে, তেমনি জাতীয় জীবনেও তৈরি করতে পারে সংকট।
আর এই নকলের ভিড়ে আসল হারিয়ে যায়। অপ-তথ্যের দাপটে সঠিক তথ্য কোনটি তা নিয়ে নগরিকরা পড়েন সংশয়ে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বকেই এখন ফেক নিউজের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। আর এই সময়ে ফেক নিউজ আগ্রাসনের শিকার হচ্ছে বাংলাদেশও।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেক নিউজকে জ্যামিতিকভাবে ছড়িয়ে দিচ্ছে। গুজব আর অপ-তথ্যের জবাব দিতেই একুশে টেলিভিশনের এই অনুষ্ঠানের জন্ম।’ হারুন উর রশীদ জানান, শুধু আসল আর নকল খবরই তুলে ধরবে না অনুষ্ঠানটি, এর মাধ্যমে গুজব চেনার পদ্ধতিও জানাবেন বিশ্লেষকরা। বলবেন সচেতনতার কথা।
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
সোশ্যাল হ্যান্ডেল হয়ে নানামাত্রিক সংবাদমাধ্যমে বিশ্বজুড়ে চলছে গুজব কিংবা মিথ্যা সংবাদের চর্চা। এ থেকে পরিত্রাণের জন্য কিংবা সঠিক তথ্য ও খবর প্রকাশের লক্ষ্যে পাশাপাশি চলছে ফ্যাক্ট চেক নামের নানাবিধ উদ্যোগ। তারই ধারাবাহিকতায় প্রথমবার দেশের কোনও টিভি চ্যানেলে শুরু হলো এই বিষয়ক একটি বিশেষ অনুসন্ধানী অনুষ্ঠান। নাম একই, ‘ফ্যাক্ট চেক’।
২১ জানুয়ারি থেকে প্রতি মঙ্গলবার রাত ১০টায় একুশে টেলিভিশনে সরাসরি সম্প্রচার হচ্ছে অনুষ্ঠানটি। তথ্য, অপ-তথ্য, ভুল তথ্য আর গুজব নিয়েই এই আয়োজন। শুভ আহমেদের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক হারুন উর রশীদ। এই সাংবাদিক বলেন, ‘ভুয়া খবর আর গুজবের প্রভাব সুদূরপ্রসারী। এটা যেমন ব্যক্তির জীবনকে বিপর্যস্ত করতে পারে, তেমনি জাতীয় জীবনেও তৈরি করতে পারে সংকট।
আর এই নকলের ভিড়ে আসল হারিয়ে যায়। অপ-তথ্যের দাপটে সঠিক তথ্য কোনটি তা নিয়ে নগরিকরা পড়েন সংশয়ে। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বকেই এখন ফেক নিউজের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। আর এই সময়ে ফেক নিউজ আগ্রাসনের শিকার হচ্ছে বাংলাদেশও।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেক নিউজকে জ্যামিতিকভাবে ছড়িয়ে দিচ্ছে। গুজব আর অপ-তথ্যের জবাব দিতেই একুশে টেলিভিশনের এই অনুষ্ঠানের জন্ম।’ হারুন উর রশীদ জানান, শুধু আসল আর নকল খবরই তুলে ধরবে না অনুষ্ঠানটি, এর মাধ্যমে গুজব চেনার পদ্ধতিও জানাবেন বিশ্লেষকরা। বলবেন সচেতনতার কথা।