নির্মাতা মহিন খান রচনা করেছেন পারিবারিক কলহের গল্প নিয়ে নাটক ‘জুলুম’। তার রচিত এই গল্পে সিনিয়র শিল্পীদের উপস্থিতি রেখেছেন। যে কারণে ‘জুলুম’ নাটকে অভিনয় করতে দেখা যাবেক মাসুম বাশার, সাবেরী আলম, হায়দার আলী, রেশমী আহমেদ ও হারুন রশীদ বান্টিকে। তাদের সঙ্গে গল্পের প্রয়োজনে দেখা যাবে নবাগত দুই অভিনয়শিল্পী সাগর আহমেদ ও রাবিনা রাফিন’কে।
মহিন খান জানান এরইমধ্যে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মাসুম বাশার বলেন,‘ অনেকেই বলেন নাটক শুধুই বিনোদনের বিষয়। কিন্তু আমি মনেকরি একটি ভালো গল্পের শিক্ষনীয় নাটক সমাজে ও সমাজের মানুষের উপর প্রভাব পরে।’ সাবেরী আলম বলেন,‘ মহিনের প্রত্যেকটি নাটকেই কোনো না কোনো বার্তা থাকে। শেকড়ের গল্প নিয়েই কাজ করে মুহিন। জুলুম ঠিক তেমনি একটি কাজ। আর মহিন অনেক অনেক কষ্ট করে এবং তিনি এতো চমৎকার কিউ দেন যা অনেক সময় অনেক আর্টিস্টও পারেন না। ’
হায়দার আলী বলেন,‘ আমার চোখের সামনেই মহিনের মিডিয়ায় উদয় হয়েছে, এখনো তার সাথে আছি আমি। সে অনেক দূর যাবে, জুলুম গল্প যেন তারই প্রমাণ বহন করে।’ রেশমী আহমেদ বলেণ,‘ মহিন হচ্ছে গল্পের ফেরীওয়ালা। তার নাটকের গল্পটাই প্রাণ। কাস্টিং-এ মহিন কোনোই কম্পোইজ করেনা।’ হারুন রশীদ বলেন,‘ মহিন একজন গুনী নির্মাতা , তার কাজ করতে ভীষণ ভালোলাগে আমার।’
নির্মাতা মহিন খান বলেন,‘ সিনিয়র শিল্পীদের নিয়ে আগে কাজ করতে গেলে অনেক চ্যালেঞ্জিং মনে হতো। কিন্তু এখন সবাই আমাকে শতভাগ সহযোগিতা করে। মহিন জানান, নাটকটি শিগিগরিই একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
নির্মাতা মহিন খান রচনা করেছেন পারিবারিক কলহের গল্প নিয়ে নাটক ‘জুলুম’। তার রচিত এই গল্পে সিনিয়র শিল্পীদের উপস্থিতি রেখেছেন। যে কারণে ‘জুলুম’ নাটকে অভিনয় করতে দেখা যাবেক মাসুম বাশার, সাবেরী আলম, হায়দার আলী, রেশমী আহমেদ ও হারুন রশীদ বান্টিকে। তাদের সঙ্গে গল্পের প্রয়োজনে দেখা যাবে নবাগত দুই অভিনয়শিল্পী সাগর আহমেদ ও রাবিনা রাফিন’কে।
মহিন খান জানান এরইমধ্যে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মাসুম বাশার বলেন,‘ অনেকেই বলেন নাটক শুধুই বিনোদনের বিষয়। কিন্তু আমি মনেকরি একটি ভালো গল্পের শিক্ষনীয় নাটক সমাজে ও সমাজের মানুষের উপর প্রভাব পরে।’ সাবেরী আলম বলেন,‘ মহিনের প্রত্যেকটি নাটকেই কোনো না কোনো বার্তা থাকে। শেকড়ের গল্প নিয়েই কাজ করে মুহিন। জুলুম ঠিক তেমনি একটি কাজ। আর মহিন অনেক অনেক কষ্ট করে এবং তিনি এতো চমৎকার কিউ দেন যা অনেক সময় অনেক আর্টিস্টও পারেন না। ’
হায়দার আলী বলেন,‘ আমার চোখের সামনেই মহিনের মিডিয়ায় উদয় হয়েছে, এখনো তার সাথে আছি আমি। সে অনেক দূর যাবে, জুলুম গল্প যেন তারই প্রমাণ বহন করে।’ রেশমী আহমেদ বলেণ,‘ মহিন হচ্ছে গল্পের ফেরীওয়ালা। তার নাটকের গল্পটাই প্রাণ। কাস্টিং-এ মহিন কোনোই কম্পোইজ করেনা।’ হারুন রশীদ বলেন,‘ মহিন একজন গুনী নির্মাতা , তার কাজ করতে ভীষণ ভালোলাগে আমার।’
নির্মাতা মহিন খান বলেন,‘ সিনিয়র শিল্পীদের নিয়ে আগে কাজ করতে গেলে অনেক চ্যালেঞ্জিং মনে হতো। কিন্তু এখন সবাই আমাকে শতভাগ সহযোগিতা করে। মহিন জানান, নাটকটি শিগিগরিই একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।