এবার মেহজাবীনের সঙ্গে ওয়েব ফিল্মে অভিনয় করছেন ফররুখ আহমেদ রেহান। ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় ‘নীল সুখ’ ওয়েব ফিল্মে প্রথমবার মেহজাবীনের সঙ্গে কাজ করছেন রেহান। আগামী ভালোবাসা দিবসে প্রচারে আসবে ‘নীল সুখ’। এতে অভিনয় প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘নীল সুখ কাজটি করতে গিয়ে ভীষণ উপভোগ করেছি। ভালোবাসা দিবসে প্রচারে এলেও এই কাজটি রোমান্টিক গল্পের হলেও এতে ভিন্নতা আছে। এটা একটা অন্যরকম ভালোবাসার গল্প। যারা একটু ভিন্ন ধাঁচের গল্প দেখতে আগ্রহী এই গল্পটা তাদের জন্য। সত্যি বলতে কি ওটিটিতে গল্প বলার স্বাধীনতাটা থাকে। যে কারণে ওটিটিতে কাজ করতেও স্বাচ্ছন্দ্যবোধ করে সবাই। আর রেহান ভাইয়া চেষ্টা করেছেন ভালো অভিনয় করার। অভিনয়ে তিনি নতুন এখনও, শিখছেন অভিনয়।’ রেহান বলেন, ‘ভীষণ উচ্ছ্বাস আর আনন্দের মাঝে আছি। কারণ এবারই প্রথম কোনো ওয়েব ফিল্মে কাজ করার সুযোগ পেলাম, প্রিয় অভিনেত্রী মেহজাবীন আপুর সঙ্গে। ভিকি জাহেদ ভাইকে ধন্যবাদ, কারণ তিনি আমাকে প্রথম নেগেটিভ চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছিলেন। আর এখন গল্পের কেন্দ্রীয় দুটি চরিত্রের একটিতে। অধীর অপেক্ষায় আছি নীল সুখের প্রচারের।’ ‘নীল সুখ’ ভালোবাসা দিবসে ‘বিঞ্জ’-এ প্রচার হবে।
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫
এবার মেহজাবীনের সঙ্গে ওয়েব ফিল্মে অভিনয় করছেন ফররুখ আহমেদ রেহান। ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় ‘নীল সুখ’ ওয়েব ফিল্মে প্রথমবার মেহজাবীনের সঙ্গে কাজ করছেন রেহান। আগামী ভালোবাসা দিবসে প্রচারে আসবে ‘নীল সুখ’। এতে অভিনয় প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘নীল সুখ কাজটি করতে গিয়ে ভীষণ উপভোগ করেছি। ভালোবাসা দিবসে প্রচারে এলেও এই কাজটি রোমান্টিক গল্পের হলেও এতে ভিন্নতা আছে। এটা একটা অন্যরকম ভালোবাসার গল্প। যারা একটু ভিন্ন ধাঁচের গল্প দেখতে আগ্রহী এই গল্পটা তাদের জন্য। সত্যি বলতে কি ওটিটিতে গল্প বলার স্বাধীনতাটা থাকে। যে কারণে ওটিটিতে কাজ করতেও স্বাচ্ছন্দ্যবোধ করে সবাই। আর রেহান ভাইয়া চেষ্টা করেছেন ভালো অভিনয় করার। অভিনয়ে তিনি নতুন এখনও, শিখছেন অভিনয়।’ রেহান বলেন, ‘ভীষণ উচ্ছ্বাস আর আনন্দের মাঝে আছি। কারণ এবারই প্রথম কোনো ওয়েব ফিল্মে কাজ করার সুযোগ পেলাম, প্রিয় অভিনেত্রী মেহজাবীন আপুর সঙ্গে। ভিকি জাহেদ ভাইকে ধন্যবাদ, কারণ তিনি আমাকে প্রথম নেগেটিভ চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছিলেন। আর এখন গল্পের কেন্দ্রীয় দুটি চরিত্রের একটিতে। অধীর অপেক্ষায় আছি নীল সুখের প্রচারের।’ ‘নীল সুখ’ ভালোবাসা দিবসে ‘বিঞ্জ’-এ প্রচার হবে।