আগুন
অনেকদিন পর সঙ্গীতশিল্পী আগুনের কন্ঠে নতুন গান প্রকাশে পেলো। গানের শিরোনাম ‘আমি তোমারে হারালে মরিবো’। গানটিতে আগুনের সঙ্গে গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সালমা। গানটি লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ। এদিকে আগুন জানান আগামী ভালোবাসা দিবসে তার কন্ঠে একক আরেকটি নতুন মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। গানের শিরোনাম ‘এক গ্লাস নীরবতা’।
গানটির কথা ও সুর আলী আকতার রুনুর। আগুন জানান এরইমধ্যে গানটি সঙ্গীতায় জমা দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে গানটি ভালোবাসা দিবসেই প্রকাশ পাবে। নতুন দু’টি গান প্রসঙ্গে আগুন বলেন,‘ সালমাতো খুব চমৎকার গায়। আমার সঙ্গে দ্বৈত গানটিতে বেশ ভালো গেয়েছে। এই গানটি আসলে বেশ মেলোডিয়াস একটি গান।
এ আর রাজ যেমন ভালো লিখেছে, তেমনি চমৎকার সুর করেছে। আমার গাইতে বেশ ভালোলেগেছে। গানটি এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে আলী আকতার রুনুর লেখা ও সুর করা গানটিও বেশ ভালো হয়েছে। এই গানটি নিয়ে আমি খুব আশাবাদী।’
আগুন
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
অনেকদিন পর সঙ্গীতশিল্পী আগুনের কন্ঠে নতুন গান প্রকাশে পেলো। গানের শিরোনাম ‘আমি তোমারে হারালে মরিবো’। গানটিতে আগুনের সঙ্গে গেয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সালমা। গানটি লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ। এদিকে আগুন জানান আগামী ভালোবাসা দিবসে তার কন্ঠে একক আরেকটি নতুন মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। গানের শিরোনাম ‘এক গ্লাস নীরবতা’।
গানটির কথা ও সুর আলী আকতার রুনুর। আগুন জানান এরইমধ্যে গানটি সঙ্গীতায় জমা দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে গানটি ভালোবাসা দিবসেই প্রকাশ পাবে। নতুন দু’টি গান প্রসঙ্গে আগুন বলেন,‘ সালমাতো খুব চমৎকার গায়। আমার সঙ্গে দ্বৈত গানটিতে বেশ ভালো গেয়েছে। এই গানটি আসলে বেশ মেলোডিয়াস একটি গান।
এ আর রাজ যেমন ভালো লিখেছে, তেমনি চমৎকার সুর করেছে। আমার গাইতে বেশ ভালোলেগেছে। গানটি এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে আলী আকতার রুনুর লেখা ও সুর করা গানটিও বেশ ভালো হয়েছে। এই গানটি নিয়ে আমি খুব আশাবাদী।’