গত ১০ ফেব্রুয়ারী থেকে ১২ ফেব্রুয়ারী পর্যন্ত একটানা ৩ দিন হয়ে গেলো নির্দেশক রানা মাসুদ এর বিজ্ঞাপন এর শুটিং।কক্সবাজার এর বিভিন্ন লোকেশন এ চিত্রায়িত হল পূর্বাচল
ভ্যালি ল্যান্ড প্রজেক্ট এর বিজ্ঞাপন, বিজ্ঞাপন টি তে একক ভাবে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু, আগামি রমজান এর শুরুতেই দেশের সকল টিভি চ্যানেল এবং শোসাল মিডিয়ায় বিজ্ঞাপন টি দেখা যাবে।
বিজ্ঞাপন টি নির্দেশক ছাড়া আরো ছিলেন, ক্যামেরায় : রিংকন খান, ইফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অভ্র মাহমুদ, মেকআপ জাহাঙ্গীর ,কস্টিউম দিবা মিউজিক : রিপন খান,
রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
গত ১০ ফেব্রুয়ারী থেকে ১২ ফেব্রুয়ারী পর্যন্ত একটানা ৩ দিন হয়ে গেলো নির্দেশক রানা মাসুদ এর বিজ্ঞাপন এর শুটিং।কক্সবাজার এর বিভিন্ন লোকেশন এ চিত্রায়িত হল পূর্বাচল
ভ্যালি ল্যান্ড প্রজেক্ট এর বিজ্ঞাপন, বিজ্ঞাপন টি তে একক ভাবে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু, আগামি রমজান এর শুরুতেই দেশের সকল টিভি চ্যানেল এবং শোসাল মিডিয়ায় বিজ্ঞাপন টি দেখা যাবে।
বিজ্ঞাপন টি নির্দেশক ছাড়া আরো ছিলেন, ক্যামেরায় : রিংকন খান, ইফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অভ্র মাহমুদ, মেকআপ জাহাঙ্গীর ,কস্টিউম দিবা মিউজিক : রিপন খান,