নির্মাতা কাজল আরেফিন অমি ঈদে নতুন চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে। জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণকে নিয়ে অমি এবার নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গিয়ে মুক্তি পেতে যাচ্ছে আগামী ঈদুল ফিতরে। অপূর্ব-ফারিণ ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল। পরিচালক অমি জানান, পোস্ট প্রডাকশনে কালারের কাজ শেষ হয়নি বলে মুক্তি দেয়া সম্ভব হয়নি। এর মধ্যে আবার ভিসা জটিলতা ছিল। তিনি বলেন, হাউ সুইট ঈদে এলে আরও বেশি জমবে। কারণ, এটি রোমান্টিক এবং কমেডি গল্পে নির্মিত। আমার বিশ্বাস ঈদে দর্শকদের মন মাতাবে। এদিকে ওয়েব ফিল্মটি মুক্তিকে কেন্দ্র করে ইতোমধ্যে অনলাইনে প্রকাশ করা হয়েছে ৪৩ সেকেন্ডের একটি টিজার। নতুন
এই কাজটি নিয়ে অপূর্ব বলেন, অনেক দিন পর অমির সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। সিনেমার গল্পটা শুনে খুব উচ্ছ্বসিত হয়ে যাই কবে কাজটি শুরু করব এটি ভেবে। তাছাড়া দীর্ঘদিন হয়েছে ওটিটিতে ফারিণের সঙ্গে কোনো কাজ নেই। আমি চাচ্ছিলাম এরকম একটি কাজ দিয়ে পর্দায় আসার। সব মিলিয়ে ‘হাউ সুইট’ নিয়ে আমি খুব আশাবাদী। অমির আগের কাজগুলো দেখে দর্শক যেমন উপভোগ করেছে, এবারও তেমনটা হবে। নাচে, গানে ভরপুর খুব সুন্দর একটি সিনেমা উপহার পেতে যাচ্ছে দর্শক। ফারিণ বলেন, অপূর্ব ভাইয়ের সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছি। ওটিটিতে এটি আমাদের দ্বিতীয় কাজ। আশা করছি ‘হাউ সুইট’-এর মাধ্যমে দর্শক এ জুটিকে নতুনভাবে আবিষ্কার করবেন। প্রসঙ্গত, নাটক নির্মাণ থেকে এখন ওটিটি’র কাজে বেশি দেখা যাচ্ছে অমিতে। বঙ্গতে তিনি পরপর হোটেল রিলাক্স, অসময় কনটেন্টগুলো বানিয়ে সাড়া ফেলেছেন।
রোববার, ০৯ মার্চ ২০২৫
নির্মাতা কাজল আরেফিন অমি ঈদে নতুন চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে। জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণকে নিয়ে অমি এবার নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গিয়ে মুক্তি পেতে যাচ্ছে আগামী ঈদুল ফিতরে। অপূর্ব-ফারিণ ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল। পরিচালক অমি জানান, পোস্ট প্রডাকশনে কালারের কাজ শেষ হয়নি বলে মুক্তি দেয়া সম্ভব হয়নি। এর মধ্যে আবার ভিসা জটিলতা ছিল। তিনি বলেন, হাউ সুইট ঈদে এলে আরও বেশি জমবে। কারণ, এটি রোমান্টিক এবং কমেডি গল্পে নির্মিত। আমার বিশ্বাস ঈদে দর্শকদের মন মাতাবে। এদিকে ওয়েব ফিল্মটি মুক্তিকে কেন্দ্র করে ইতোমধ্যে অনলাইনে প্রকাশ করা হয়েছে ৪৩ সেকেন্ডের একটি টিজার। নতুন
এই কাজটি নিয়ে অপূর্ব বলেন, অনেক দিন পর অমির সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। সিনেমার গল্পটা শুনে খুব উচ্ছ্বসিত হয়ে যাই কবে কাজটি শুরু করব এটি ভেবে। তাছাড়া দীর্ঘদিন হয়েছে ওটিটিতে ফারিণের সঙ্গে কোনো কাজ নেই। আমি চাচ্ছিলাম এরকম একটি কাজ দিয়ে পর্দায় আসার। সব মিলিয়ে ‘হাউ সুইট’ নিয়ে আমি খুব আশাবাদী। অমির আগের কাজগুলো দেখে দর্শক যেমন উপভোগ করেছে, এবারও তেমনটা হবে। নাচে, গানে ভরপুর খুব সুন্দর একটি সিনেমা উপহার পেতে যাচ্ছে দর্শক। ফারিণ বলেন, অপূর্ব ভাইয়ের সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছি। ওটিটিতে এটি আমাদের দ্বিতীয় কাজ। আশা করছি ‘হাউ সুইট’-এর মাধ্যমে দর্শক এ জুটিকে নতুনভাবে আবিষ্কার করবেন। প্রসঙ্গত, নাটক নির্মাণ থেকে এখন ওটিটি’র কাজে বেশি দেখা যাচ্ছে অমিতে। বঙ্গতে তিনি পরপর হোটেল রিলাক্স, অসময় কনটেন্টগুলো বানিয়ে সাড়া ফেলেছেন।