এই প্রজন্মের উপস্থাপিকা শান্তা জাহানের। উপস্থাপনার কারণেই বিশ্বের বহু দেশে যাওয়ার সুযোগ হয়েছে তার। এটাকে ভীষণ সৌভাগ্যের বলেও বিবেচনা করেন তিনি। আগামী ঈদের দিন প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে কাতারে। ঈদের দিনের এই বর্ণাঢ্য শোটি উপস্থাপনার করার সুযোগ পেলেন শান্তা জাহান। এবারই প্রথম শান্তা জাহান কাতারের কোনো শোয়ের উপস্থাপনা করতে যাচ্ছেন বলে জানান তিনি। শান্তা জাহান বলেন, ‘আমার পেশাগত কাজ উপস্থাপনার কারণে বিশ্বের বহু দেশে দিয়েছি। সবই ছিল মূলত প্রবাসী বাংলাদেশি ভাইবোনদের উদ্যোগে আয়োজিত নানা ধরনের অনুষ্ঠান। তাদের আন্তরিক আহ্বানে উপস্থাপনা করার সুযোগ পেয়েছি বিশে^র বহু দেশে। এটা এক ধরনের সৌভাগ্যই বলা চলে। কারণ পেশাগত কাজের কারণে দেশের বাইরে দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ কজনেরই বা হয়। আমার সেই সুযোগ হয়েছে বহুবার। তবে কাতারে এবারই প্রথম আমি কোনো শোতে উপস্থাপনা করতে যাচ্ছি। বিষয়টা আমার জন্য খুব আনন্দের। এই শোতে বেশ কয়েকজন সংগীতশিল্পী সংগীত পরিবেশন করবেন। তবে যেহেতু ঈদের দিন শো, তাই এই বছর আমি বিগত বছরগুলোর মতো টিভি লাইভ শোগুলো করতে পারছি না। কারণ কাতারেই কেটে যাবে সবমিলিয়ে তিন দিন। ফিরে এসে সরাসরি অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করার সুযোগ থাকবে না। তাই এবারের ঈদ পরবর্তী সময়টা পরিবারের সঙ্গে খুব ভালোভাবে কাটানোর সুযোগ পাব।’ এদিকে রোজায় দুটি টিভিতে তার উপস্থাপনায় দুটি অনুষ্ঠান প্রচার হচ্ছে। একটি এশিয়ান টিভির ‘এশিয়ান কিচেন’ ও অন্যটি চ্যানেল নাইনের ‘ডিজিটাল কিচেন’। শান্তা জাহানের উপস্থাপনায় বিভিন্ন ধরনের টক শো, ম্যাগাজিন অনুষ্ঠান নিয়মিত প্রচার হয় চ্যানেল নাইন, জিটিভি, এসএটিভি, মাইটিভি, বাংলাভিশন, চ্যানেল টোয়েন্টিফোর, বাংলা টিভিতে।
সোমবার, ১০ মার্চ ২০২৫
এই প্রজন্মের উপস্থাপিকা শান্তা জাহানের। উপস্থাপনার কারণেই বিশ্বের বহু দেশে যাওয়ার সুযোগ হয়েছে তার। এটাকে ভীষণ সৌভাগ্যের বলেও বিবেচনা করেন তিনি। আগামী ঈদের দিন প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে কাতারে। ঈদের দিনের এই বর্ণাঢ্য শোটি উপস্থাপনার করার সুযোগ পেলেন শান্তা জাহান। এবারই প্রথম শান্তা জাহান কাতারের কোনো শোয়ের উপস্থাপনা করতে যাচ্ছেন বলে জানান তিনি। শান্তা জাহান বলেন, ‘আমার পেশাগত কাজ উপস্থাপনার কারণে বিশ্বের বহু দেশে দিয়েছি। সবই ছিল মূলত প্রবাসী বাংলাদেশি ভাইবোনদের উদ্যোগে আয়োজিত নানা ধরনের অনুষ্ঠান। তাদের আন্তরিক আহ্বানে উপস্থাপনা করার সুযোগ পেয়েছি বিশে^র বহু দেশে। এটা এক ধরনের সৌভাগ্যই বলা চলে। কারণ পেশাগত কাজের কারণে দেশের বাইরে দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ কজনেরই বা হয়। আমার সেই সুযোগ হয়েছে বহুবার। তবে কাতারে এবারই প্রথম আমি কোনো শোতে উপস্থাপনা করতে যাচ্ছি। বিষয়টা আমার জন্য খুব আনন্দের। এই শোতে বেশ কয়েকজন সংগীতশিল্পী সংগীত পরিবেশন করবেন। তবে যেহেতু ঈদের দিন শো, তাই এই বছর আমি বিগত বছরগুলোর মতো টিভি লাইভ শোগুলো করতে পারছি না। কারণ কাতারেই কেটে যাবে সবমিলিয়ে তিন দিন। ফিরে এসে সরাসরি অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করার সুযোগ থাকবে না। তাই এবারের ঈদ পরবর্তী সময়টা পরিবারের সঙ্গে খুব ভালোভাবে কাটানোর সুযোগ পাব।’ এদিকে রোজায় দুটি টিভিতে তার উপস্থাপনায় দুটি অনুষ্ঠান প্রচার হচ্ছে। একটি এশিয়ান টিভির ‘এশিয়ান কিচেন’ ও অন্যটি চ্যানেল নাইনের ‘ডিজিটাল কিচেন’। শান্তা জাহানের উপস্থাপনায় বিভিন্ন ধরনের টক শো, ম্যাগাজিন অনুষ্ঠান নিয়মিত প্রচার হয় চ্যানেল নাইন, জিটিভি, এসএটিভি, মাইটিভি, বাংলাভিশন, চ্যানেল টোয়েন্টিফোর, বাংলা টিভিতে।