সংগীতশিল্পী রুনা লায়লা আবারো ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান বিটিভির ‘আনন্দ মেলা’য় সংগীত পরিবেশন করেছেন। গত বছর তার সঙ্গে ‘আনন্দ মেলা’য় গেয়েছিলেন এই প্রজন্মের চারজন সংগীতশিল্পী। তারা হলেন কণা, সাব্বির, ইমরান ও ঝিলিক। তবে এবার তিনি ‘আনন্দ মেলা’য় একাই গান গেয়েছেন। রুনা লায়লার কণ্ঠে বাংলা যতো আধুনিক জনপ্রিয় গান রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় গান হচ্ছে ‘শিল্পী আমি তোমাদেরই গান শুনাব’ গানটি। এই গানটিই তিনি আবারও ‘আনন্দ মেলা’য় গাইলেন। গত ২০ মার্চ রুনা লায়লা লন্ডন থেকে দেশে ফিরেন। দেশে ফেরার পর বিশ্রামে থেকে গত ২৪ মার্চ বিকেল ৩টায় তিনি বিটিভিতে যান। বিকেল ৪টায় রুনা লায়লা বিটিভির মূল মিলনায়তনে গানটি রেকর্ডিংয়ের জন্য স্টেজ-এ উঠেন। এই সময় তাকে নির্দেশনায় দিচ্ছিলেন আনন্দ মেলার তিনজন প্রযোজকের একজন মাহবুবা ফেরদৌস। এবারের আনন্দ মেলার আরও দুজন প্রযোজক হলেন মো. মনিরুল হাসান ও মো. হাসান রিয়াদ। রুনা লায়লা বলেন, ‘শিল্পী গানটি আমার সংগীত জীবনের একটি সিগনেচার সং। এই গান কিন্তু বিটিভিতে প্রচারের জন্যই করা হয়েছিল। বিটিভিতে প্রচারিত উপহার অনুষ্ঠানে অনেক আগে আমার একেবারেই নতুন কয়েকটি মৌলিক গান প্রচার হয়েছিল। শ্রোতা দর্শকের ভালোবাসার মাঝেই একজন শিল্পী আজীবন বেঁচে থাকেন। ধন্যবাদ বিটিভি কর্তৃপক্ষকে আবারও আমাকে আনন্দ মেলায় আমন্ত্রণ জানানোর জন্য।’ প্রযোজক মাহবুবা ফেরদৌস জানান আগামী ঈদে বিটিভিতে রাত ১০টায় আনন্দ মেলা প্রচার হবে। ‘শিল্পী’ গানটি মাসুদ করিমের লেখা ও সুবল দাসের সুর সংগীত। চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ সিনেমায় নাম ভূকিায় অভিনয় করেছিলেন রুনা লায়লা। এই সিনেমায় ‘শিল্পী’ গানটি ব্যবহৃত হয়েছিল।
বুধবার, ২৬ মার্চ ২০২৫
সংগীতশিল্পী রুনা লায়লা আবারো ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান বিটিভির ‘আনন্দ মেলা’য় সংগীত পরিবেশন করেছেন। গত বছর তার সঙ্গে ‘আনন্দ মেলা’য় গেয়েছিলেন এই প্রজন্মের চারজন সংগীতশিল্পী। তারা হলেন কণা, সাব্বির, ইমরান ও ঝিলিক। তবে এবার তিনি ‘আনন্দ মেলা’য় একাই গান গেয়েছেন। রুনা লায়লার কণ্ঠে বাংলা যতো আধুনিক জনপ্রিয় গান রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় গান হচ্ছে ‘শিল্পী আমি তোমাদেরই গান শুনাব’ গানটি। এই গানটিই তিনি আবারও ‘আনন্দ মেলা’য় গাইলেন। গত ২০ মার্চ রুনা লায়লা লন্ডন থেকে দেশে ফিরেন। দেশে ফেরার পর বিশ্রামে থেকে গত ২৪ মার্চ বিকেল ৩টায় তিনি বিটিভিতে যান। বিকেল ৪টায় রুনা লায়লা বিটিভির মূল মিলনায়তনে গানটি রেকর্ডিংয়ের জন্য স্টেজ-এ উঠেন। এই সময় তাকে নির্দেশনায় দিচ্ছিলেন আনন্দ মেলার তিনজন প্রযোজকের একজন মাহবুবা ফেরদৌস। এবারের আনন্দ মেলার আরও দুজন প্রযোজক হলেন মো. মনিরুল হাসান ও মো. হাসান রিয়াদ। রুনা লায়লা বলেন, ‘শিল্পী গানটি আমার সংগীত জীবনের একটি সিগনেচার সং। এই গান কিন্তু বিটিভিতে প্রচারের জন্যই করা হয়েছিল। বিটিভিতে প্রচারিত উপহার অনুষ্ঠানে অনেক আগে আমার একেবারেই নতুন কয়েকটি মৌলিক গান প্রচার হয়েছিল। শ্রোতা দর্শকের ভালোবাসার মাঝেই একজন শিল্পী আজীবন বেঁচে থাকেন। ধন্যবাদ বিটিভি কর্তৃপক্ষকে আবারও আমাকে আনন্দ মেলায় আমন্ত্রণ জানানোর জন্য।’ প্রযোজক মাহবুবা ফেরদৌস জানান আগামী ঈদে বিটিভিতে রাত ১০টায় আনন্দ মেলা প্রচার হবে। ‘শিল্পী’ গানটি মাসুদ করিমের লেখা ও সুবল দাসের সুর সংগীত। চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ সিনেমায় নাম ভূকিায় অভিনয় করেছিলেন রুনা লায়লা। এই সিনেমায় ‘শিল্পী’ গানটি ব্যবহৃত হয়েছিল।