নাট্যকার ফরিদুল ইসলাম রুবেলের রচনা এবং ফাহাদের পরিচালনায় নির্মাণ হলো ঈদের বিশেষ নাটক ‘জ্বালাও প্রেমের বাত্তি’। অভিনয়েÑ আখম হাসান, মৌসুমী হামিদ, কাজী রাজু, রেশমা আহমেদ, জামাল রাজা, জুলফিকার চঞ্চল, ফরিদ হোসাইন, ঋকি প্রমুখ ।
নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি দর্শককে নতুন কিছু না কিছু দিতে। প্রেমের বাত্তি কি আদৌতে জ্বালাতে পারবেন কিনা, সেইটা দেখতে হলে অপেক্ষা করতে হবে কবে নাগাদ ছুটি দেয় তার ওপর।’ ফাহাদ বলেন- ‘প্রেম করতে গিয়ে যদি বাধাগ্রস্থ হয়, তখন অনিচ্ছাকৃত হলেও তা ভালো লাগবে না কারই। নিজ প্রেমিকের সঙ্গে নিরিবিলি প্রেম করতে গিয়ে গ্রামের বিদ্যুত লাইনও কেটে দেয় আখম হাসান। প্রেমের জন্য জীবনে কত কিছুই না করে সে। কিন্তু সে প্রেম কয়জনের কপালেই বা টিকে।’
গল্পে দেখা যায়- বীরতুল গ্রামের বাসিন্দা শাহরুখ খান পেশায় একজন দক্ষ ইলেকট্রিশিয়ান। গ্রামের কোনো বাড়িতে বিদ্যুৎ নিয়ে কোনো সমস্যা হলে সর্ব প্রথম শাহরুখ খানের ডাক আসে। শাহরুখ খান ভালোবাসে গ্রামের মেয়ে কাজলকে। সারাদিন কাজে থাকার কারণে রাত হলেই কাজলকে দেখতে মন চায় তার।
কিন্তু রাতের বেলায় কাজল বাড়িতে গেলে তার পরিবারের কেউ দেখে ফেললে আর রক্ষা নেই। কিভাবে কি করবে কোনো কিছু ভেবে পায় না। কথায় আছেন ‘প্রেম মানে না শাসন-বারণ’।
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
নাট্যকার ফরিদুল ইসলাম রুবেলের রচনা এবং ফাহাদের পরিচালনায় নির্মাণ হলো ঈদের বিশেষ নাটক ‘জ্বালাও প্রেমের বাত্তি’। অভিনয়েÑ আখম হাসান, মৌসুমী হামিদ, কাজী রাজু, রেশমা আহমেদ, জামাল রাজা, জুলফিকার চঞ্চল, ফরিদ হোসাইন, ঋকি প্রমুখ ।
নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি দর্শককে নতুন কিছু না কিছু দিতে। প্রেমের বাত্তি কি আদৌতে জ্বালাতে পারবেন কিনা, সেইটা দেখতে হলে অপেক্ষা করতে হবে কবে নাগাদ ছুটি দেয় তার ওপর।’ ফাহাদ বলেন- ‘প্রেম করতে গিয়ে যদি বাধাগ্রস্থ হয়, তখন অনিচ্ছাকৃত হলেও তা ভালো লাগবে না কারই। নিজ প্রেমিকের সঙ্গে নিরিবিলি প্রেম করতে গিয়ে গ্রামের বিদ্যুত লাইনও কেটে দেয় আখম হাসান। প্রেমের জন্য জীবনে কত কিছুই না করে সে। কিন্তু সে প্রেম কয়জনের কপালেই বা টিকে।’
গল্পে দেখা যায়- বীরতুল গ্রামের বাসিন্দা শাহরুখ খান পেশায় একজন দক্ষ ইলেকট্রিশিয়ান। গ্রামের কোনো বাড়িতে বিদ্যুৎ নিয়ে কোনো সমস্যা হলে সর্ব প্রথম শাহরুখ খানের ডাক আসে। শাহরুখ খান ভালোবাসে গ্রামের মেয়ে কাজলকে। সারাদিন কাজে থাকার কারণে রাত হলেই কাজলকে দেখতে মন চায় তার।
কিন্তু রাতের বেলায় কাজল বাড়িতে গেলে তার পরিবারের কেউ দেখে ফেললে আর রক্ষা নেই। কিভাবে কি করবে কোনো কিছু ভেবে পায় না। কথায় আছেন ‘প্রেম মানে না শাসন-বারণ’।