এবারই প্রথম একসঙ্গে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন সাঞ্জু জন ও সামিরা খান মাহি। রাজধানীর গুলশানের নতুন যাত্রা শুরু হওয়া একটি কফি শপের বিজ্ঞাপনে তারা মডেল হিসেবে কাজ করেছেন। বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়েছে। সাঞ্জু জন বলেন, ‘মাহির সঙ্গে এটা আমার প্রথম কোনো কাজ। তাছাড়া বিজ্ঞাপনের পুরো টিমটাই আসলে খুব ভালো ছিলো। যে কারণে কাজটাও ভালো হয়েছে। আমার মিডিয়া জীবন শুরু হয়েছিলো ২০০৬ সাল থেকে। এরপর থেকে আজ অবধি আমি ২০/২৫টি বিজ্ঞাপনেই মডেল হিসেবে কাজ করেছি। বিজ্ঞাপনে কাজ করার পাশাপাশি আমি সিনেমাতেও অভিনয় করেছি। তবে নাটকে অভিনয় করা হয়নি। তবে এখন ভাবছি নাটকে যেহেতু ব্যাপক পরিবর্তন এসেছে, তাই নাটকেও অভিনয় করা যেতে পারে। দেখি ভালো গল্প এবং চরিত্র পেলে নাটকে কাজ করা শুরু করবো।’
সামিরা খান মাহি বলেন, ‘নাটকে অভিনয় করা নিয়েই আমাকে বেশি ব্যস্ত থাকতে হয়। তবে নাটকে কাজ করার ফাঁকে ফাঁকে বিজ্ঞাপনে কাজ করার সুযোগ এলে ব্যাটে বলে মিলে গেলে কাজ করি। এই কফি শপের বিজ্ঞাপনটির গল্প, নির্মাতা, সহশিল্পী সবমিলিয়ে আমার কাছে ভালোলেগেছে। যে কারণে এতে মডেল হিসেবে কাজ করেছি। এর মধ্যে রোজাও শুরু হয়ে যাচ্ছে। বিজ্ঞাপনের গল্পটাও রোজা ও ইফতারকে ঘিরে। যে কারণে আরো বেশি ভালো লেগেছে। আর এরমধ্যে প্রচারে আসার পরেও বেশ ভালো সাড়া পাচ্ছি। আশা করছি যে উদ্দেশ্য নিয়ে বিজ্ঞাপনটি নির্মাণ করা সে উদ্দেশ্য সফল হবে।’
উল্লেখ্য, বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন এসএম ফাহিম হোসেন।
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫
এবারই প্রথম একসঙ্গে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন সাঞ্জু জন ও সামিরা খান মাহি। রাজধানীর গুলশানের নতুন যাত্রা শুরু হওয়া একটি কফি শপের বিজ্ঞাপনে তারা মডেল হিসেবে কাজ করেছেন। বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়েছে। সাঞ্জু জন বলেন, ‘মাহির সঙ্গে এটা আমার প্রথম কোনো কাজ। তাছাড়া বিজ্ঞাপনের পুরো টিমটাই আসলে খুব ভালো ছিলো। যে কারণে কাজটাও ভালো হয়েছে। আমার মিডিয়া জীবন শুরু হয়েছিলো ২০০৬ সাল থেকে। এরপর থেকে আজ অবধি আমি ২০/২৫টি বিজ্ঞাপনেই মডেল হিসেবে কাজ করেছি। বিজ্ঞাপনে কাজ করার পাশাপাশি আমি সিনেমাতেও অভিনয় করেছি। তবে নাটকে অভিনয় করা হয়নি। তবে এখন ভাবছি নাটকে যেহেতু ব্যাপক পরিবর্তন এসেছে, তাই নাটকেও অভিনয় করা যেতে পারে। দেখি ভালো গল্প এবং চরিত্র পেলে নাটকে কাজ করা শুরু করবো।’
সামিরা খান মাহি বলেন, ‘নাটকে অভিনয় করা নিয়েই আমাকে বেশি ব্যস্ত থাকতে হয়। তবে নাটকে কাজ করার ফাঁকে ফাঁকে বিজ্ঞাপনে কাজ করার সুযোগ এলে ব্যাটে বলে মিলে গেলে কাজ করি। এই কফি শপের বিজ্ঞাপনটির গল্প, নির্মাতা, সহশিল্পী সবমিলিয়ে আমার কাছে ভালোলেগেছে। যে কারণে এতে মডেল হিসেবে কাজ করেছি। এর মধ্যে রোজাও শুরু হয়ে যাচ্ছে। বিজ্ঞাপনের গল্পটাও রোজা ও ইফতারকে ঘিরে। যে কারণে আরো বেশি ভালো লেগেছে। আর এরমধ্যে প্রচারে আসার পরেও বেশ ভালো সাড়া পাচ্ছি। আশা করছি যে উদ্দেশ্য নিয়ে বিজ্ঞাপনটি নির্মাণ করা সে উদ্দেশ্য সফল হবে।’
উল্লেখ্য, বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন এসএম ফাহিম হোসেন।