মাজেদ চৌধুরী পেশায় একজন ফটোগ্রাফার। শখের বশে মাঝে মাঝে গানও লিখেন। মাকে নিয়ে লেখা তার এক গান ‘আল্লাহ তুমি বাবা মাকে রেখো যতনে’। এবার মাজেদ চৌধুরীর লেখা ‘মনে পড়ে যায়’ গানে কন্ঠ দিয়েছেন পুতুল ও ইউসুফ। গানটির সুর করেছেন ইউসুফ। মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করেছে সাউন্ডহ্যাকার। ইউসুফিয়ানা চ্যানেলে প্রকাশিত এই গানে পুতুলের সঙ্গে মডেল হয়েছেন তার স্বামী সৈয়দ রেজা আলী।
পুতুল বলেন, মাজেদ ভাইয়ের লেখা এই গানটি ইউসুফ দারুণ সুর করেছে। ধন্যবাদ মাজেদ ভাই ও ইউসুফকে। মাজেদ চৌধুরী বলেন, পুতুল ও ইউসুফ যে আন্তরিকতা নিয়ে গানটি গেয়েছে তাদের কাছে আমি ঋনী। ভালোবাসা রইলো পুতুল রেজা ও ইউসুফের প্রতি।’
ইউসুফ বলেন, ‘মাজেদ ভাইয়ের কথার মধ্যে একটা আলাদা ভালোলাগা আছে। তার কথা আমার সুর শ্রোতা দর্শকের মধ্যে একটা অন্যরকম দ্যোতনার সৃষ্টি যে করছে সেটা উপলদ্ধি করতে পারছি। ধন্যবাদ শ্রোতা দর্শককে।’
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
মাজেদ চৌধুরী পেশায় একজন ফটোগ্রাফার। শখের বশে মাঝে মাঝে গানও লিখেন। মাকে নিয়ে লেখা তার এক গান ‘আল্লাহ তুমি বাবা মাকে রেখো যতনে’। এবার মাজেদ চৌধুরীর লেখা ‘মনে পড়ে যায়’ গানে কন্ঠ দিয়েছেন পুতুল ও ইউসুফ। গানটির সুর করেছেন ইউসুফ। মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করেছে সাউন্ডহ্যাকার। ইউসুফিয়ানা চ্যানেলে প্রকাশিত এই গানে পুতুলের সঙ্গে মডেল হয়েছেন তার স্বামী সৈয়দ রেজা আলী।
পুতুল বলেন, মাজেদ ভাইয়ের লেখা এই গানটি ইউসুফ দারুণ সুর করেছে। ধন্যবাদ মাজেদ ভাই ও ইউসুফকে। মাজেদ চৌধুরী বলেন, পুতুল ও ইউসুফ যে আন্তরিকতা নিয়ে গানটি গেয়েছে তাদের কাছে আমি ঋনী। ভালোবাসা রইলো পুতুল রেজা ও ইউসুফের প্রতি।’
ইউসুফ বলেন, ‘মাজেদ ভাইয়ের কথার মধ্যে একটা আলাদা ভালোলাগা আছে। তার কথা আমার সুর শ্রোতা দর্শকের মধ্যে একটা অন্যরকম দ্যোতনার সৃষ্টি যে করছে সেটা উপলদ্ধি করতে পারছি। ধন্যবাদ শ্রোতা দর্শককে।’