বাংলাদেশের গীতিকার ও প্রযোজক জামাল হোসেনের ইউটিউব চ্যানেল ‘রঙ্গন’-এ এবার প্রকাশ পেলো ঈদের নাটক ‘আবীর ছোঁয়া’। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা করেছেন এই প্রজন্মের মেধাবী নাট্যনির্মাতা রুবেল হাসান। নাটকটির মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন নাটকে এই সময়ের জুটি ইয়াশ ও তটিনী।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘এর আগেও ইয়াশ ও তটিনী’কে নিয়ে নাটক নির্মাণ করেছিলাম। কিছুদিন আগেই প্রকাশিত হলো ইয়াশ তটিনী’র বউয়ের বিয়ে নাটকটি। এই নাটকটিও রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। আমার বিশ্বাস রঙ্গন-এ প্রকাশিত আবীর ছোঁয়া’ নাটকটিও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলবে।’
জামাল হোসেন বলেন, ‘ইয়াশ ও তটিনী এরইমধ্যে জুটি হিসেবে প্রতিষ্ঠিত। তাদের নাটক দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করেন। আমার প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক থেকে আবীর ছোঁয়া নির্মাণের প্রধান কারণ গল্প, দ্বিতীয় কারণ ইয়াশ তটিনী জুটি, তৃতীয় কারণ রুবেল হাসান। আশা করছি আবীর ছোঁয়া দর্শকের মধ্যে আরো সাড়া ফেলবে।’ এরই মধ্যে ইয়াশ তটিনী অভিনীত ‘হৃদয়ে রেখেছি গোপনে’, ‘তোমায় ছুঁয়ে’, ‘কী মায়ায় জড়ালে’, ‘কাছে আসার সময়’ নাটকগুলোও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এবারের ঈদে রঙ্গন’-এ আরো প্রকাশিত হয়েছে ডলি সায়ন্তনীর গান ‘এই জামানার মেয়ে’, রাফাত মজুমদার রিংকর নাটক ‘স্বপ্নের শেষ ঠিকানা’, ‘ডাকাতিয়া প্রেম’, ‘হতাহতের ঘটনা ঘটেনি’, সালমার গড়ান ‘দিল দিওয়ানা’ ইত্যাদি।
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
বাংলাদেশের গীতিকার ও প্রযোজক জামাল হোসেনের ইউটিউব চ্যানেল ‘রঙ্গন’-এ এবার প্রকাশ পেলো ঈদের নাটক ‘আবীর ছোঁয়া’। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন, পরিচালনা করেছেন এই প্রজন্মের মেধাবী নাট্যনির্মাতা রুবেল হাসান। নাটকটির মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন নাটকে এই সময়ের জুটি ইয়াশ ও তটিনী।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘এর আগেও ইয়াশ ও তটিনী’কে নিয়ে নাটক নির্মাণ করেছিলাম। কিছুদিন আগেই প্রকাশিত হলো ইয়াশ তটিনী’র বউয়ের বিয়ে নাটকটি। এই নাটকটিও রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। আমার বিশ্বাস রঙ্গন-এ প্রকাশিত আবীর ছোঁয়া’ নাটকটিও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলবে।’
জামাল হোসেন বলেন, ‘ইয়াশ ও তটিনী এরইমধ্যে জুটি হিসেবে প্রতিষ্ঠিত। তাদের নাটক দেখার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করেন। আমার প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক থেকে আবীর ছোঁয়া নির্মাণের প্রধান কারণ গল্প, দ্বিতীয় কারণ ইয়াশ তটিনী জুটি, তৃতীয় কারণ রুবেল হাসান। আশা করছি আবীর ছোঁয়া দর্শকের মধ্যে আরো সাড়া ফেলবে।’ এরই মধ্যে ইয়াশ তটিনী অভিনীত ‘হৃদয়ে রেখেছি গোপনে’, ‘তোমায় ছুঁয়ে’, ‘কী মায়ায় জড়ালে’, ‘কাছে আসার সময়’ নাটকগুলোও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এবারের ঈদে রঙ্গন’-এ আরো প্রকাশিত হয়েছে ডলি সায়ন্তনীর গান ‘এই জামানার মেয়ে’, রাফাত মজুমদার রিংকর নাটক ‘স্বপ্নের শেষ ঠিকানা’, ‘ডাকাতিয়া প্রেম’, ‘হতাহতের ঘটনা ঘটেনি’, সালমার গড়ান ‘দিল দিওয়ানা’ ইত্যাদি।