নির্মাতা এস কে নিলয়ের ‘বউ’ ছবিতে অভিনয় করছেন ইয়ামিন হক ববি। ছবিটির গানের শুটিং বাকি আছে। এ নির্মাতার নতুন সিনেমাটির নাম ‘দিওয়ানা’। ববির সঙ্গে এই সিনেমা নিয়ে প্রাথমিক আলাপ সেরেছেন নির্মাতা। এর কাহিনি লিখছেন দেলোয়ার হোসেন দিল। ববির বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। নিলয় বলেন, ‘ববিকে নিয়ে বউ সিনেমার কাজ করছি। তার সঙ্গে প্রথম কাজ ছিল এটি। সহযোগিতাপরায়ণ একজন শিল্পী। পরবর্তী ‘দিওয়ানা’ সিনেমার জন্য তাকেই মানানসই মনে হয়েছে। এ কারণে তাকে নিয়ে কাজ করতে যাচ্ছি। এখন নায়ক ঠিক করেনি। তবে কাজটা নিয়ে কিছুদিন মধ্যে জানব সবাইকে। নতুন কাজ নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘দিওয়ানা’ সিনেমার বিষয়ে কথা হয়েছে। সবকিছু ঠিক থাকলে কাজ করব। বেশ কিছুদিন আগেই ‘বেইমান’ সিনেমার শুটিং করেছি।
‘বউ’ সিনেমার শুটিংয়ে অংশ নেব। এরপর বদিউল আলম খোকনের পরিচালনায় ‘তছনছ’ সিনেমার শুটিং শুরু করব। দেশের বাইরে আরও একটি সিনেমার কথা হচ্ছে। বলা চলে কাজের মধ্যেই আছি। অভিনয় নিয়েই থাকতে চাই।
শনিবার, ১২ এপ্রিল ২০২৫
নির্মাতা এস কে নিলয়ের ‘বউ’ ছবিতে অভিনয় করছেন ইয়ামিন হক ববি। ছবিটির গানের শুটিং বাকি আছে। এ নির্মাতার নতুন সিনেমাটির নাম ‘দিওয়ানা’। ববির সঙ্গে এই সিনেমা নিয়ে প্রাথমিক আলাপ সেরেছেন নির্মাতা। এর কাহিনি লিখছেন দেলোয়ার হোসেন দিল। ববির বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। নিলয় বলেন, ‘ববিকে নিয়ে বউ সিনেমার কাজ করছি। তার সঙ্গে প্রথম কাজ ছিল এটি। সহযোগিতাপরায়ণ একজন শিল্পী। পরবর্তী ‘দিওয়ানা’ সিনেমার জন্য তাকেই মানানসই মনে হয়েছে। এ কারণে তাকে নিয়ে কাজ করতে যাচ্ছি। এখন নায়ক ঠিক করেনি। তবে কাজটা নিয়ে কিছুদিন মধ্যে জানব সবাইকে। নতুন কাজ নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘দিওয়ানা’ সিনেমার বিষয়ে কথা হয়েছে। সবকিছু ঠিক থাকলে কাজ করব। বেশ কিছুদিন আগেই ‘বেইমান’ সিনেমার শুটিং করেছি।
‘বউ’ সিনেমার শুটিংয়ে অংশ নেব। এরপর বদিউল আলম খোকনের পরিচালনায় ‘তছনছ’ সিনেমার শুটিং শুরু করব। দেশের বাইরে আরও একটি সিনেমার কথা হচ্ছে। বলা চলে কাজের মধ্যেই আছি। অভিনয় নিয়েই থাকতে চাই।