এই প্রজন্মের অভিনেতা-অভিনেত্রী নিলয় ও হিমি। এই জুটির সর্বশেষ প্রকাশিত নাটক হচ্ছে ‘ছেলেটা পাগল পাগল’। নাট্যনির্মাতা ইমরাউল রাফাতের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় ‘ছেলেটা পাগল পাগল’ প্রযোজনা করেছেন জামাল হোসেন। গত ১১ এপ্রিল ‘রঙ্গন এন্টারটেইনম্যান্ট’র ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশিত হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নিলয় বলেন, ‘রাফাত ভাইয়ের লেখা এই নাটকটির গল্পটা খুব ভালো। রাফাত ভাই নির্মাতা হিসেবেও খুব ভালো। বেশ যত্ন নিয়ে কাজটি করেছেন। আশা করছি নাটকটির ভালো সাড়া পাবো।’ হিমি বলেন, ‘এবারের ঈদে আমার এবং নিলয় ভাইয়ের বেশকিছু ভালো ভালো গল্পের নাটক প্রচারিত হয়েছে. তারমধ্যে ছেলেটা পাগল পাগল নাটকের প্রতিও দর্শকের বেশ আগ্রহ বাড়ছে। ধন্যবাদ রাফাত ভাইকে ভীষণ যত্ন নিয়ে নাটকটি নির্মাণের জন্য।’ নাটকটির প্রযোজক জামাল হোসেন বলেন, ‘নিলয় হিমি জুটি এই সময়ে নাটকের অন্যতম আলোচিত জুটি। তাদের অভিনীত নাটকের প্রতি দর্শকের ভীষণ ভালোলাগা রয়েছে। যে কারণেই ঈদে আমার ইউটিউব চ্যানেলে এই জুটির একটি নাটক প্রচারের সিদ্ধান্ত নেই। নির্মাতা হিসেবে ইমরাউল রাফাত নিঃসন্দেহে খুব ভালো নির্মাতা। ধন্যবাদ ইমরাউল রাফাত, নিলয়, হিমিসহ এই নাটকের পুরো টিমকে।’ উল্লেখ্য, এবারের ঈদে নিলয় হিমি অভিনীত মহিন খান পরিচালিত ‘একান্নবর্তী’ নাটকটি ‘নাফ এন্টারটেইনম্যান্ট’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। নাটকটিতে নিলয় হিমি ছাড়া আরো অভিনয় করেছেন দিলারা জামান, তারিক আনাম খান, চিত্রলেখা গুহ, মাসুম বাশার, সাবেরী আলম, মনিরা মিঠু।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
রোববার, ১৩ এপ্রিল ২০২৫
এই প্রজন্মের অভিনেতা-অভিনেত্রী নিলয় ও হিমি। এই জুটির সর্বশেষ প্রকাশিত নাটক হচ্ছে ‘ছেলেটা পাগল পাগল’। নাট্যনির্মাতা ইমরাউল রাফাতের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় ‘ছেলেটা পাগল পাগল’ প্রযোজনা করেছেন জামাল হোসেন। গত ১১ এপ্রিল ‘রঙ্গন এন্টারটেইনম্যান্ট’র ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশিত হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নিলয় বলেন, ‘রাফাত ভাইয়ের লেখা এই নাটকটির গল্পটা খুব ভালো। রাফাত ভাই নির্মাতা হিসেবেও খুব ভালো। বেশ যত্ন নিয়ে কাজটি করেছেন। আশা করছি নাটকটির ভালো সাড়া পাবো।’ হিমি বলেন, ‘এবারের ঈদে আমার এবং নিলয় ভাইয়ের বেশকিছু ভালো ভালো গল্পের নাটক প্রচারিত হয়েছে. তারমধ্যে ছেলেটা পাগল পাগল নাটকের প্রতিও দর্শকের বেশ আগ্রহ বাড়ছে। ধন্যবাদ রাফাত ভাইকে ভীষণ যত্ন নিয়ে নাটকটি নির্মাণের জন্য।’ নাটকটির প্রযোজক জামাল হোসেন বলেন, ‘নিলয় হিমি জুটি এই সময়ে নাটকের অন্যতম আলোচিত জুটি। তাদের অভিনীত নাটকের প্রতি দর্শকের ভীষণ ভালোলাগা রয়েছে। যে কারণেই ঈদে আমার ইউটিউব চ্যানেলে এই জুটির একটি নাটক প্রচারের সিদ্ধান্ত নেই। নির্মাতা হিসেবে ইমরাউল রাফাত নিঃসন্দেহে খুব ভালো নির্মাতা। ধন্যবাদ ইমরাউল রাফাত, নিলয়, হিমিসহ এই নাটকের পুরো টিমকে।’ উল্লেখ্য, এবারের ঈদে নিলয় হিমি অভিনীত মহিন খান পরিচালিত ‘একান্নবর্তী’ নাটকটি ‘নাফ এন্টারটেইনম্যান্ট’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। নাটকটিতে নিলয় হিমি ছাড়া আরো অভিনয় করেছেন দিলারা জামান, তারিক আনাম খান, চিত্রলেখা গুহ, মাসুম বাশার, সাবেরী আলম, মনিরা মিঠু।