ঈদের ছুটি শেষে আবারও কাজে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনত্রেী কেয়া পায়েল। এবারের ঈদে তার ২০টির মতো নাটক প্রকাশিত হয়েছে। বৈশাখেও তার অভিনীত নাটক প্রকাশিত হবে। ইউটিউব চ্যানেল টিওটি এন্টারটেইনমেন্টে প্রকাশিত হয় নতুন আরেকটি নাটক ‘টিউবলাইট’। এটি পরিচালনা করেছেন মেহেদি হৃদয়। নাটকে কেয়ার বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। নাটকটি নিয়ে কেয়া জানান, এটি একটি দুষ্ট-মিষ্টি প্রেমের গল্পে নির্মিত। এ ছাড়া ভিন্ন ভিন্ন ধরনের গল্পে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। তেমনই একটি গল্পে অভিনয় করেছেন এই অভিনেত্রী। কাজটি নিয়ে বেশ আশাবাদী পায়েল। ঈদের পর প্রকাশ পাওয়া কেয়ার এটি দ্বিতীয় নাটক। এর আগে ‘বান্টির বিয়ে’ শিরোনামে তার আরও একটি নাটক প্রকাশ পায়। যেখানেও তার বিপরীতে অভিনয় করেন জোভান। এছাড়া ‘বিয়ের ফুল’ শিরোনামে তার আরও একটি নাটক আছে প্রকাশের অপেক্ষায়। এতে তার বিপরীতে অভিনয় করছেন তৌসিফ মাহবুব।
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
ঈদের ছুটি শেষে আবারও কাজে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনত্রেী কেয়া পায়েল। এবারের ঈদে তার ২০টির মতো নাটক প্রকাশিত হয়েছে। বৈশাখেও তার অভিনীত নাটক প্রকাশিত হবে। ইউটিউব চ্যানেল টিওটি এন্টারটেইনমেন্টে প্রকাশিত হয় নতুন আরেকটি নাটক ‘টিউবলাইট’। এটি পরিচালনা করেছেন মেহেদি হৃদয়। নাটকে কেয়ার বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। নাটকটি নিয়ে কেয়া জানান, এটি একটি দুষ্ট-মিষ্টি প্রেমের গল্পে নির্মিত। এ ছাড়া ভিন্ন ভিন্ন ধরনের গল্পে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। তেমনই একটি গল্পে অভিনয় করেছেন এই অভিনেত্রী। কাজটি নিয়ে বেশ আশাবাদী পায়েল। ঈদের পর প্রকাশ পাওয়া কেয়ার এটি দ্বিতীয় নাটক। এর আগে ‘বান্টির বিয়ে’ শিরোনামে তার আরও একটি নাটক প্রকাশ পায়। যেখানেও তার বিপরীতে অভিনয় করেন জোভান। এছাড়া ‘বিয়ের ফুল’ শিরোনামে তার আরও একটি নাটক আছে প্রকাশের অপেক্ষায়। এতে তার বিপরীতে অভিনয় করছেন তৌসিফ মাহবুব।