এই প্রজন্মের সঙ্গীতশিল্পী শারমিন কেয়ার বেশকিছু মৌলিক গান প্রকাশিত হয়েছে। শারমিন কেয়ার নিজের লেখা ও সুর করা প্রথম গানটি যেন প্রকাশই পাচ্ছিলো না। ১৭ বছর আগে লেখা ও সুর করা গান অবশেষে গত শুক্রবার ইউটিউবে প্রকাশ পেলো। শারিমন কেয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘শারমিন কেয়া’তেই তার প্রথম গান ‘নিঃসঙ্গ পাহাড়ে’ প্রকাশ পেয়েছে। গানটি প্রসঙ্গে শারমিন কেয়া বলেন, ‘যেহেতু এই গান আমার লেখা ও সুর করা প্রথম গান তাই এই গানটি একটু বেশিই বিশেষ। গানটি লেখা শুরু করেছিলাম ২০০৮ সালে। এর মাঝে অনেকগুলো নতুন গান করা হলেও এই গানটি আর প্রকাশ করা হয়নি। এবার রোজার ঈদেই গানটি প্রকাশ করার ইচ্ছে ছিল। গেল বছর আগস্টে সিলেটের সাদা পাথরে ঘুরতে গিয়ে হঠাৎ গানটির ভিডিও ধারণ করা হয়। আশা করছি আমার সবগুলো গানের মত এই গানটিও সকল শ্রোতার ভালোবাসায় জায়গা করে নেবে।’ শারমিন কেয়া’র কণ্ঠে সর্বশেষ প্রকাশিত গান হচ্ছে ‘ছুঁইওনা’। গানটি লিখেছেন লুৎফর হাসান। সুর করেছেন এহসান রাহী। সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন।
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
এই প্রজন্মের সঙ্গীতশিল্পী শারমিন কেয়ার বেশকিছু মৌলিক গান প্রকাশিত হয়েছে। শারমিন কেয়ার নিজের লেখা ও সুর করা প্রথম গানটি যেন প্রকাশই পাচ্ছিলো না। ১৭ বছর আগে লেখা ও সুর করা গান অবশেষে গত শুক্রবার ইউটিউবে প্রকাশ পেলো। শারিমন কেয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘শারমিন কেয়া’তেই তার প্রথম গান ‘নিঃসঙ্গ পাহাড়ে’ প্রকাশ পেয়েছে। গানটি প্রসঙ্গে শারমিন কেয়া বলেন, ‘যেহেতু এই গান আমার লেখা ও সুর করা প্রথম গান তাই এই গানটি একটু বেশিই বিশেষ। গানটি লেখা শুরু করেছিলাম ২০০৮ সালে। এর মাঝে অনেকগুলো নতুন গান করা হলেও এই গানটি আর প্রকাশ করা হয়নি। এবার রোজার ঈদেই গানটি প্রকাশ করার ইচ্ছে ছিল। গেল বছর আগস্টে সিলেটের সাদা পাথরে ঘুরতে গিয়ে হঠাৎ গানটির ভিডিও ধারণ করা হয়। আশা করছি আমার সবগুলো গানের মত এই গানটিও সকল শ্রোতার ভালোবাসায় জায়গা করে নেবে।’ শারমিন কেয়া’র কণ্ঠে সর্বশেষ প্রকাশিত গান হচ্ছে ‘ছুঁইওনা’। গানটি লিখেছেন লুৎফর হাসান। সুর করেছেন এহসান রাহী। সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন।