অ্যালবাম প্রকাশের ঘোষণা দিলেন বিটিএস তারকা জিন। দ্বিতীয় একক অ্যালবাম ‘ইকো’ নিয়ে আসছেন তিনি। জিনের এজেন্সি বিগহিট মিউজিক জানিয়েছে, আগামী ১৬ মে বেলা ১টায় অ্যালবামটি প্রকাশিত হবে। মাঝখানে ছয় মাসের বিরতির পর কোনো অ্যালবামে ফিরলেন জিন। এই অ্যালবামে মোট সাতটি গান থাকবে। এতে একান্ত অনুভূতিগুলোকে তুলে ধরেছেন জিন। গত বছরের ১৫ নভেম্বর প্রথম একক ইপি ‘হ্যাপি’ প্রকাশ করেন জিন। অ্যালবামে ‘রানিং ওয়াইল্ড’, ‘আই উইল বি দেয়ার’সহ বেশ কয়েকটি গান সাড়া ফেলেছিল। এর মধ্যে বিলবোর্ডের ‘ওয়ার্ল্ড ডিজিটাল সং সেলস’ তালিকায় জায়গা করে নিয়েছিল ‘আই উইল বি দেয়ার’। এর পাশাপাশি গানটি ‘গ্লোবাল ২০০’সহ আরও দুটি তালিকায়ও রয়েছে। ৩২ বছর বয়সি জিনের পুরো নাম কিম সিওক জিন। তিনি গায়কের পাশাপাশি গীতিকার হিসেবেও পরিচিত। তিনি ‘মুন’, ‘টুনাইট’, ‘দ্য অ্যাস্ট্রোনাট’সহ বেশ কয়েকটি আলোচিত গানে কণ্ঠ দিয়েছেন। গানের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি সংগীতবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন জিন। বিটিএসের প্রথম সদস্য হিসেবে গত বছরের জুন মাসে সামরিক প্রশিক্ষণ শেষ করে বাড়ি ফিরেছেন তিনি। গত বছরের জুলাইয়ে প্যারিস অলিম্পিকে মশাল বহন করেছেন জিন।
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
অ্যালবাম প্রকাশের ঘোষণা দিলেন বিটিএস তারকা জিন। দ্বিতীয় একক অ্যালবাম ‘ইকো’ নিয়ে আসছেন তিনি। জিনের এজেন্সি বিগহিট মিউজিক জানিয়েছে, আগামী ১৬ মে বেলা ১টায় অ্যালবামটি প্রকাশিত হবে। মাঝখানে ছয় মাসের বিরতির পর কোনো অ্যালবামে ফিরলেন জিন। এই অ্যালবামে মোট সাতটি গান থাকবে। এতে একান্ত অনুভূতিগুলোকে তুলে ধরেছেন জিন। গত বছরের ১৫ নভেম্বর প্রথম একক ইপি ‘হ্যাপি’ প্রকাশ করেন জিন। অ্যালবামে ‘রানিং ওয়াইল্ড’, ‘আই উইল বি দেয়ার’সহ বেশ কয়েকটি গান সাড়া ফেলেছিল। এর মধ্যে বিলবোর্ডের ‘ওয়ার্ল্ড ডিজিটাল সং সেলস’ তালিকায় জায়গা করে নিয়েছিল ‘আই উইল বি দেয়ার’। এর পাশাপাশি গানটি ‘গ্লোবাল ২০০’সহ আরও দুটি তালিকায়ও রয়েছে। ৩২ বছর বয়সি জিনের পুরো নাম কিম সিওক জিন। তিনি গায়কের পাশাপাশি গীতিকার হিসেবেও পরিচিত। তিনি ‘মুন’, ‘টুনাইট’, ‘দ্য অ্যাস্ট্রোনাট’সহ বেশ কয়েকটি আলোচিত গানে কণ্ঠ দিয়েছেন। গানের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি সংগীতবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন জিন। বিটিএসের প্রথম সদস্য হিসেবে গত বছরের জুন মাসে সামরিক প্রশিক্ষণ শেষ করে বাড়ি ফিরেছেন তিনি। গত বছরের জুলাইয়ে প্যারিস অলিম্পিকে মশাল বহন করেছেন জিন।