দেশসেরা রকস্টার মাহফুজ আনাম জেমস বয়সকে জয় করে মাতিয়ে চলেছেন ব্যান্ড গানের শ্রোতাদের। নিয়মিতই তাকে কনসার্টে পাওয়া যাচ্ছে। দেশ-বিদেশে ঘুরছেন তিনি দল নিয়ে। সেই ধারাবাহিকতায় আসছে জুনে পাড়ি জমাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে টেক্সাসের ডালাসে এক ঐতিহাসিক কনসার্টে গাইবেন জেমস। আগামী ১৪ জুন ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে মুনলাইট ইভেন্টের আয়োজনে অনুষ্ঠিত হবে এই কনসার্টটি। আয়োজকদের পক্ষ থেকে সাজ্জাদ এবং হাসিনা জানান, এটি ডালাসে বাংলাদেশের কোনো ব্যান্ডের জন্য সবচেয়ে বড় এবং ঐতিহাসিক কনসার্ট হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত ভক্তদের জন্য নাগরবাউল জেমসের সাথে দেখা করার এটি একটি অসাধারণ সুযোগ। আয়োজকরা আরও জানান, মূলত কোরবানি পরবর্তী কনসার্টটি হবে সারা দিনব্যাপী। আরেক আয়োজক শারমিন হোসেইন জানান, ইভেন্ট সেন্টারের কনসার্টে শিশুদের জন্য আলাদা রুমের ব্যবস্থা থাকবে। এই কনসার্টের টিকিট মিলবে ৮টি ক্যাটাগরিতে। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ ডলার থেকে ১৫০ ডলার পর্যন্ত। শিক্ষার্থীদের জন্য থাকবে ২০ শতাংশ ছাড় এবং ১০+ গ্রুপের জন্য মিলবে ১৫ শতাংশ ছাড় !
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
দেশসেরা রকস্টার মাহফুজ আনাম জেমস বয়সকে জয় করে মাতিয়ে চলেছেন ব্যান্ড গানের শ্রোতাদের। নিয়মিতই তাকে কনসার্টে পাওয়া যাচ্ছে। দেশ-বিদেশে ঘুরছেন তিনি দল নিয়ে। সেই ধারাবাহিকতায় আসছে জুনে পাড়ি জমাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে টেক্সাসের ডালাসে এক ঐতিহাসিক কনসার্টে গাইবেন জেমস। আগামী ১৪ জুন ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে মুনলাইট ইভেন্টের আয়োজনে অনুষ্ঠিত হবে এই কনসার্টটি। আয়োজকদের পক্ষ থেকে সাজ্জাদ এবং হাসিনা জানান, এটি ডালাসে বাংলাদেশের কোনো ব্যান্ডের জন্য সবচেয়ে বড় এবং ঐতিহাসিক কনসার্ট হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত ভক্তদের জন্য নাগরবাউল জেমসের সাথে দেখা করার এটি একটি অসাধারণ সুযোগ। আয়োজকরা আরও জানান, মূলত কোরবানি পরবর্তী কনসার্টটি হবে সারা দিনব্যাপী। আরেক আয়োজক শারমিন হোসেইন জানান, ইভেন্ট সেন্টারের কনসার্টে শিশুদের জন্য আলাদা রুমের ব্যবস্থা থাকবে। এই কনসার্টের টিকিট মিলবে ৮টি ক্যাটাগরিতে। যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ ডলার থেকে ১৫০ ডলার পর্যন্ত। শিক্ষার্থীদের জন্য থাকবে ২০ শতাংশ ছাড় এবং ১০+ গ্রুপের জন্য মিলবে ১৫ শতাংশ ছাড় !