বাংলাদেশের এই প্রজন্মের সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা । তিনি সাধারনত স্টেজ শোতে নিজের মৌলিক গানই গেয়ে থাকেন। তবে এর পাশাপাশি তিনি দর্শকের অনুরোধে মাঝে মাঝে ফোক গানও করে থাকেন। এবার কনার কণ্ঠে ‘বাউলা কে বানাইলোরে হাছন রাজারে বাউলা কে বানাইলো’ গানটি ‘আরটিভি ফোক স্টেশন সিজন সিক্স’র আয়োজনে প্রকাশিত হয়েছে। হাছন রাজার লেখা ও সুর করা গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন জিকো ঘোষ। নির্দেশনা দিয়েছেন নূর হোসাইন হীরা। এই গান প্রকাশের পরপরই কনার কণ্ঠে আরও একটি ফোক গান প্রকাশিত হয়েছে। বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের ‘সখি তোরা প্রেম করিসনা’ শিরোনামের এই গানটি আব্দুল করিমের লেখা ও সুর করা। সংগীতায়োজন করেছেন আদিব কবির। এই প্রজেক্টের প্রধান হিসেবে আছেন জুয়েল মোরশেদ। এই গানটি কনার কণ্ঠে প্রকাশিত হয়েছে গত পহেলা বৈশাখের দিন। এই গানটি স্বাধীন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। দুটি ফোক গান ও জন্মদিনের ব্যস্ততা প্রসঙ্গে কনা বলেন, ‘আমার যারা মিউজিসিয়ান তারা শ্রদ্ধেয় মরমী কবি হাছন রাজার বাউলা কে বাইলো গানটি বেশ ভালোভাবেই মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করে নিয়েছেন। যে কারণে আমি যে কোনো শোতে ফোক গানের প্রসঙ্গে আসলে এই গানটি পরিবেশন করে থাকি।
এই গানটি জিকো ঘোষ নতুন করে মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করার পর আমার কাছে ভালোলেগে যায়। যে কারণে গানটি আরটিভির জন্য গাইলাম। আর সখি তোরা প্রেম করিসনা গানটি অনেক আগেই করা ছিল। গত ১২ এপ্রিল হঠাৎ করেই ভিডিওর কাজটি সম্পন্ন হয়। পরপর দুটি ফোক গান প্রকাশ পাওয়ায় ভালো লাগছে। আর এবারের জন্মদিনটা আব্বু-আম্মুকে বেশি সময় দিয়েছি। কারণ আমার কাছে মনে হয় যাদের জন্য পৃথিবীর আলো দেখা, যাদের জন্য জীবনের এই সফলতার মুখ দেখছি তাদের একটু বেশি বেশি সময় দেয়ার চেষ্টা করি।’
রোববার, ২০ এপ্রিল ২০২৫
বাংলাদেশের এই প্রজন্মের সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা । তিনি সাধারনত স্টেজ শোতে নিজের মৌলিক গানই গেয়ে থাকেন। তবে এর পাশাপাশি তিনি দর্শকের অনুরোধে মাঝে মাঝে ফোক গানও করে থাকেন। এবার কনার কণ্ঠে ‘বাউলা কে বানাইলোরে হাছন রাজারে বাউলা কে বানাইলো’ গানটি ‘আরটিভি ফোক স্টেশন সিজন সিক্স’র আয়োজনে প্রকাশিত হয়েছে। হাছন রাজার লেখা ও সুর করা গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন জিকো ঘোষ। নির্দেশনা দিয়েছেন নূর হোসাইন হীরা। এই গান প্রকাশের পরপরই কনার কণ্ঠে আরও একটি ফোক গান প্রকাশিত হয়েছে। বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের ‘সখি তোরা প্রেম করিসনা’ শিরোনামের এই গানটি আব্দুল করিমের লেখা ও সুর করা। সংগীতায়োজন করেছেন আদিব কবির। এই প্রজেক্টের প্রধান হিসেবে আছেন জুয়েল মোরশেদ। এই গানটি কনার কণ্ঠে প্রকাশিত হয়েছে গত পহেলা বৈশাখের দিন। এই গানটি স্বাধীন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। দুটি ফোক গান ও জন্মদিনের ব্যস্ততা প্রসঙ্গে কনা বলেন, ‘আমার যারা মিউজিসিয়ান তারা শ্রদ্ধেয় মরমী কবি হাছন রাজার বাউলা কে বাইলো গানটি বেশ ভালোভাবেই মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করে নিয়েছেন। যে কারণে আমি যে কোনো শোতে ফোক গানের প্রসঙ্গে আসলে এই গানটি পরিবেশন করে থাকি।
এই গানটি জিকো ঘোষ নতুন করে মিউজিক অ্যারেঞ্জম্যান্ট করার পর আমার কাছে ভালোলেগে যায়। যে কারণে গানটি আরটিভির জন্য গাইলাম। আর সখি তোরা প্রেম করিসনা গানটি অনেক আগেই করা ছিল। গত ১২ এপ্রিল হঠাৎ করেই ভিডিওর কাজটি সম্পন্ন হয়। পরপর দুটি ফোক গান প্রকাশ পাওয়ায় ভালো লাগছে। আর এবারের জন্মদিনটা আব্বু-আম্মুকে বেশি সময় দিয়েছি। কারণ আমার কাছে মনে হয় যাদের জন্য পৃথিবীর আলো দেখা, যাদের জন্য জীবনের এই সফলতার মুখ দেখছি তাদের একটু বেশি বেশি সময় দেয়ার চেষ্টা করি।’