বাংলাদেশের সংগীতশিল্পী ড. প্রিয়াংকা গোপ। তিনি জানান এরইমধ্যে তার কণ্ঠে একটি মৌলিক গান প্রকাশিত হয়েছে। গানের শিরোনাম ‘এখনো কোয়েলিয়া’। গানটি লিখেছেন সঞ্জয় রাজ। সুর সংগীত ও তবলায় ছিলেন বাংলাদেশের প্রখ্যাত মিউজিসিয়ান (তবলা শিল্পী) ও সুরকার, সংগিত পরিচালক পল্লব সান্যাল। গানটি এরই মধ্যে প্রকাশিত হয়েছে। পল্লব সান্যাল বলেন, ‘প্রিয়াংকার কথা চিন্তা করেই এই গানের সুর করা। আমার কাছে মনে হয়েছে এই গানের জন্য এই প্রজন্মের শিল্পীদের মধ্যে প্রিয়াংকাই পারফেক্ট। তাই তাকে দিয়েই গানটি করিয়েছি। প্রিয়াংকা গেয়েছেও অসাধারণ। অনেক অনেক আশীর্বাদ রইলো প্রিায়াংকার জন্য।’ প্রিয়াংকা গোপ বলেন, ‘চমৎকার এই সৃষ্টিতে আমাকে যুক্ত করার জন্য পল্লব দাদাকে অশেষ ধন্যবাদ। কারণ গানটির কথা ও সুর আমার নিজের কাছেই ভীষণ ভালো লেগেছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে। ধন্যবাদ গীতিকারকেও। ভালো বাংলা গান শোনার ও গাওয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। শুভ কামনা ও ভালোবাসা আমার শ্রোতাদের জন্য।’ এদিকে এরই মধ্যে ঢাকা বিশ^বিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গণে ড. প্রিয়াংকা গোপের সার্বিক তত্ত্বাধানে সংগীত বিভাগের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বেশ সফলভাবে। প্রিয়াংকা গোপ জানান, এবারের বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমানসহ আরও অনেকে। এদিকে আগামী ১ মে বর্ষার একটি গানের মিউজিক ভিডিওর কাজ করবেন প্রিয়াংকা গোপ। গানের শিরোনাম ‘আজই নেমেছে আঁধার’। গানটি লিখেছেন রাজীব রাজীবুল হাসান, সুর করেছেন সোনলী রায়, সংগিতায়োজন করেছেন বিনোদ রায়।
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
বাংলাদেশের সংগীতশিল্পী ড. প্রিয়াংকা গোপ। তিনি জানান এরইমধ্যে তার কণ্ঠে একটি মৌলিক গান প্রকাশিত হয়েছে। গানের শিরোনাম ‘এখনো কোয়েলিয়া’। গানটি লিখেছেন সঞ্জয় রাজ। সুর সংগীত ও তবলায় ছিলেন বাংলাদেশের প্রখ্যাত মিউজিসিয়ান (তবলা শিল্পী) ও সুরকার, সংগিত পরিচালক পল্লব সান্যাল। গানটি এরই মধ্যে প্রকাশিত হয়েছে। পল্লব সান্যাল বলেন, ‘প্রিয়াংকার কথা চিন্তা করেই এই গানের সুর করা। আমার কাছে মনে হয়েছে এই গানের জন্য এই প্রজন্মের শিল্পীদের মধ্যে প্রিয়াংকাই পারফেক্ট। তাই তাকে দিয়েই গানটি করিয়েছি। প্রিয়াংকা গেয়েছেও অসাধারণ। অনেক অনেক আশীর্বাদ রইলো প্রিায়াংকার জন্য।’ প্রিয়াংকা গোপ বলেন, ‘চমৎকার এই সৃষ্টিতে আমাকে যুক্ত করার জন্য পল্লব দাদাকে অশেষ ধন্যবাদ। কারণ গানটির কথা ও সুর আমার নিজের কাছেই ভীষণ ভালো লেগেছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে। ধন্যবাদ গীতিকারকেও। ভালো বাংলা গান শোনার ও গাওয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। শুভ কামনা ও ভালোবাসা আমার শ্রোতাদের জন্য।’ এদিকে এরই মধ্যে ঢাকা বিশ^বিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গণে ড. প্রিয়াংকা গোপের সার্বিক তত্ত্বাধানে সংগীত বিভাগের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বেশ সফলভাবে। প্রিয়াংকা গোপ জানান, এবারের বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমানসহ আরও অনেকে। এদিকে আগামী ১ মে বর্ষার একটি গানের মিউজিক ভিডিওর কাজ করবেন প্রিয়াংকা গোপ। গানের শিরোনাম ‘আজই নেমেছে আঁধার’। গানটি লিখেছেন রাজীব রাজীবুল হাসান, সুর করেছেন সোনলী রায়, সংগিতায়োজন করেছেন বিনোদ রায়।