এ প্রজন্মেও অভিনেত্রী অহনা রহমান। তিনি নিজেকে পর্দায় বৈচিত্রময় চরিত্রে মেলে ধরেন। এবার আসতে চলেছে তাদের আরও একটি নতুন নাটক। এ নাটকের নাম ‘ভাঙ্গা সংসার’। এজি পাম্প নিবেদিত ?জান্নাতার ফেরদৌস মিলার রচনায় নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। ‘ভাঙ্গা সংসার’ নাটকে আরও অভিনয় করেছেন নবাগত পারিসা জান্নাত, টুটিয়া ইয়াসমিন, মেহজাবিন নূর, নাসির উদ্দিন ভূঁইয়া, তুহিন খান, সেজতি খন্দকার প্রমুখ। নাটকটি ২৩ এপ্রিল বিকেলে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়। জিয়াউদ্দিন আলম জানান, এই নাটকে দেখা যাবে শ্বশুরবাড়ির সীমাহীন
নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে। সমাজের বাস্তব নির্মম চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। নির্মাতা বলেন, ‘নাটকটিতে অহনা অসাধারণ অভিনয় করেছেন। তার অভিনয় দর্শকদের কাঁদাবে বলে আমি বিশ্বাস করি। মূলত গ্রামের পারিবারিক জীবনের নানা কষ্টের কথা এখানে তুলে ধরা হয়েছে। এই নাটকের উদ্দেশ্য সচেতনতা তৈরি করা। যদিও এখন মানুষ আগের চেয়ে সচেতন। আশা করি, এটি একটি শিক্ষণীয় নাটক হবে।’ অহনা বলেন, ‘এই নাটকটি ভিন্ন এক বার্তা দেবে। নাটকটি দর্শকদের দেখার আহ্বান জানাই। অনেক কষ্ট করে কাজটি করেছি, সবার কাজটি ভালো লাগবে বলে বিশ্বাস করি।’
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
এ প্রজন্মেও অভিনেত্রী অহনা রহমান। তিনি নিজেকে পর্দায় বৈচিত্রময় চরিত্রে মেলে ধরেন। এবার আসতে চলেছে তাদের আরও একটি নতুন নাটক। এ নাটকের নাম ‘ভাঙ্গা সংসার’। এজি পাম্প নিবেদিত ?জান্নাতার ফেরদৌস মিলার রচনায় নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। ‘ভাঙ্গা সংসার’ নাটকে আরও অভিনয় করেছেন নবাগত পারিসা জান্নাত, টুটিয়া ইয়াসমিন, মেহজাবিন নূর, নাসির উদ্দিন ভূঁইয়া, তুহিন খান, সেজতি খন্দকার প্রমুখ। নাটকটি ২৩ এপ্রিল বিকেলে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়। জিয়াউদ্দিন আলম জানান, এই নাটকে দেখা যাবে শ্বশুরবাড়ির সীমাহীন
নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে। সমাজের বাস্তব নির্মম চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। নির্মাতা বলেন, ‘নাটকটিতে অহনা অসাধারণ অভিনয় করেছেন। তার অভিনয় দর্শকদের কাঁদাবে বলে আমি বিশ্বাস করি। মূলত গ্রামের পারিবারিক জীবনের নানা কষ্টের কথা এখানে তুলে ধরা হয়েছে। এই নাটকের উদ্দেশ্য সচেতনতা তৈরি করা। যদিও এখন মানুষ আগের চেয়ে সচেতন। আশা করি, এটি একটি শিক্ষণীয় নাটক হবে।’ অহনা বলেন, ‘এই নাটকটি ভিন্ন এক বার্তা দেবে। নাটকটি দর্শকদের দেখার আহ্বান জানাই। অনেক কষ্ট করে কাজটি করেছি, সবার কাজটি ভালো লাগবে বলে বিশ্বাস করি।’