বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর উপলক্ষে ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলস’ (বাফলা) আয়োজিত ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফ্যাস্টিভ্যালে’ একই মঞ্চে (লস অ্যাঞ্জেলসে) পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রের নায়িকা মৌসুমী, গায়ক সেলিম চৌধুরী ও দিনাত জাহান মুন্নী। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ও মডেল অভিনেত্রী নোভা এ অনুষ্ঠানের উপস্থাপনা করবেন। ২০০৬ সাল থেকে নিয়মিতভাবে ‘বাফলা’ বাংলাদেশের স্বাধীনতা উদযাপনের জন্য বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফ্যাস্টিভ্যালের আয়োজন করে থাকে। ‘বাফলা’ এমন একটি ফেডারেশন যার সাথে ২৯টি সংগঠন যুক্ত। বাফলার এই আয়োজনে নির্ধারিত দিনে শত শত বাংলাদেশি বর্ণাঢ্য প্যারেডে তিন ঘন্টাব্যাপী অংশগ্রহন করে। দুইদিন ব্যাপী এই আয়োজন হয়ে থাকে।
আগামী ২৬ ও ২৭ এপ্রিল আমেরিকার মাটিতে দুদিনের এই উৎসবে একটি ছোট্ট বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়। সবার আন্তরিক অংশগ্রহনেই তা সম্ভব হয়ে উঠে। ‘বাফলা’র বাইরে আর কোনো ফেডারেশন এভাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে প্রতিবছর উদযাপন করে না। সেদিক দিয়ে ‘বাফলা’ ভীষণভাবে সফল। বর্ণাঢ্য র্যালি শেষে দেশের গান দিয়ে আগামী ২৬ অনুষ্ঠান সাংস্কৃতিক পর্বের শুরু হবে। থাকবে দেশের গান, দেশের কবিতা ও নাচ। সেখানকার স্থানীয় শিল্পীরা এতে অংশগ্রহন করবেন।
এছাড়াও দিনাত জাহান মুন্নীসহ বেশ কয়েকজন সঙ্গীত পরিবেশন করবেন। আগামী ২৭ এপ্রিল প্রিয়দর্শিনী মৌসুমী গান গাওয়ার পাশাপাশি একটি নৃত্য পরিবেশনেও অংশগ্রহণ করবেন। একইমঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন গুনী সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী। প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, ‘বাফলা’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সুন্দর ও বর্ণাঢ্য এই আয়োজনে আমাকে সম্পৃক্ত রাখার জন্য। দেশের বাইরে থেকেও দেশের প্রতি, দেশের মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পারবো আমরা-এটাই যেন অনেক অনেক ভালোলাগার একটি বিষয়।’ উল্লেখ্য, এই আয়োজনে আরো গান গাইবেন শফি মণ্ডল, অংকন ইয়াসমিন।
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর উপলক্ষে ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলস’ (বাফলা) আয়োজিত ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফ্যাস্টিভ্যালে’ একই মঞ্চে (লস অ্যাঞ্জেলসে) পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রের নায়িকা মৌসুমী, গায়ক সেলিম চৌধুরী ও দিনাত জাহান মুন্নী। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ও মডেল অভিনেত্রী নোভা এ অনুষ্ঠানের উপস্থাপনা করবেন। ২০০৬ সাল থেকে নিয়মিতভাবে ‘বাফলা’ বাংলাদেশের স্বাধীনতা উদযাপনের জন্য বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফ্যাস্টিভ্যালের আয়োজন করে থাকে। ‘বাফলা’ এমন একটি ফেডারেশন যার সাথে ২৯টি সংগঠন যুক্ত। বাফলার এই আয়োজনে নির্ধারিত দিনে শত শত বাংলাদেশি বর্ণাঢ্য প্যারেডে তিন ঘন্টাব্যাপী অংশগ্রহন করে। দুইদিন ব্যাপী এই আয়োজন হয়ে থাকে।
আগামী ২৬ ও ২৭ এপ্রিল আমেরিকার মাটিতে দুদিনের এই উৎসবে একটি ছোট্ট বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়। সবার আন্তরিক অংশগ্রহনেই তা সম্ভব হয়ে উঠে। ‘বাফলা’র বাইরে আর কোনো ফেডারেশন এভাবে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে প্রতিবছর উদযাপন করে না। সেদিক দিয়ে ‘বাফলা’ ভীষণভাবে সফল। বর্ণাঢ্য র্যালি শেষে দেশের গান দিয়ে আগামী ২৬ অনুষ্ঠান সাংস্কৃতিক পর্বের শুরু হবে। থাকবে দেশের গান, দেশের কবিতা ও নাচ। সেখানকার স্থানীয় শিল্পীরা এতে অংশগ্রহন করবেন।
এছাড়াও দিনাত জাহান মুন্নীসহ বেশ কয়েকজন সঙ্গীত পরিবেশন করবেন। আগামী ২৭ এপ্রিল প্রিয়দর্শিনী মৌসুমী গান গাওয়ার পাশাপাশি একটি নৃত্য পরিবেশনেও অংশগ্রহণ করবেন। একইমঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন গুনী সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী। প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, ‘বাফলা’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সুন্দর ও বর্ণাঢ্য এই আয়োজনে আমাকে সম্পৃক্ত রাখার জন্য। দেশের বাইরে থেকেও দেশের প্রতি, দেশের মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে পারবো আমরা-এটাই যেন অনেক অনেক ভালোলাগার একটি বিষয়।’ উল্লেখ্য, এই আয়োজনে আরো গান গাইবেন শফি মণ্ডল, অংকন ইয়াসমিন।