ঈদে মুক্তির পর থেকে ক্রমশ দর্শকপ্রিয় হয়ে ওঠে এম রাহিম নির্মিত, সিয়াম আহমেদ এবং শবনম বুবলী অভিনীত ‘জংলি’। সব শো হাউসফুল যাচ্ছিল। শো কম থাকায় অনেকে টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছিলেন প্রথমদিকে। দর্শকদের চাহিদা পূরণ করতে দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে আরও বাড়ানো হয় প্রদর্শনীর সংখ্যা। এমনকি এখনও অনেকে ‘জংলি’ দেখতে প্রেক্ষাগৃহে যাচ্ছেন। দেশের সিনেমাপ্রেমীদের মন জয় করে এবার কানাডা, আমেরিকা ও ইউকের ৪০টি থিয়েটারে মুক্তি পাচ্ছে সিনেমা ‘জংলি’। ২৫ এপ্রিল থেকে স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায়, ঈদের সিনেমাগুলোর মধ্যে দেশের বাইরে সবচেয়ে বেশি থিয়েটারে একযোগে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। প্রথম সপ্তাহে কানাডার ৫টি, আমেরিকার ২৮টি ও ইউকের ৭টি থিয়েটারে চলবে ‘জংলি’। ইউকেতে স্বপ্ন স্কেয়ারক্রোর সাথে যৌথভাবে পরিবেশনা করছে রিভেরি ফিল্মস।
মূলত তিন দেশের মোট চল্লিশটি শহরের চল্লিশটি বিশ্বখ্যাত চেইন থিয়েটারে ‘জংলি’ মুক্তি পাচ্ছে। প্রথম সপ্তাহে প্রধান যেসব শহরে চলবে ‘জংলি’- কানাডা, টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, ভ্যানকুভার ও উইন্ডসর। আমেরিকা- নিউইয়র্ক সিটি, বাফেলো, ডেট্রয়েট, শিকাগো, ফিলাডেলফিয়া, আটলান্টা, ডালাস, হিউস্টন, লস এঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি, আটলান্টিক সিটি ও ক্যানসাস সিটি। ইংল্যান্ড-লন্ডন, বার্মিংহাম, ওয়েম্বলি, লুটন ও ফেলথাম। এ বিষয়ে পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, ‘বছরের এই সময়ে হলিউড এবং বলিউডের সিনেমার প্রেসার থাকে ওয়ার্ল্ড মার্কেটে।
তবে ভালো শুরু পেলে, পরের সপ্তাহে এখান থেকে অনেক স্ক্রিন ধরে রাখতে পারবে ‘জংলি’। সেই সাথে থাকছে আরেক বড় চেইন ঈরহবসধৎশ (টঝঅ)-এ নতুন কিছু হল পাবার সুযোগ।’
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
ঈদে মুক্তির পর থেকে ক্রমশ দর্শকপ্রিয় হয়ে ওঠে এম রাহিম নির্মিত, সিয়াম আহমেদ এবং শবনম বুবলী অভিনীত ‘জংলি’। সব শো হাউসফুল যাচ্ছিল। শো কম থাকায় অনেকে টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছিলেন প্রথমদিকে। দর্শকদের চাহিদা পূরণ করতে দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে আরও বাড়ানো হয় প্রদর্শনীর সংখ্যা। এমনকি এখনও অনেকে ‘জংলি’ দেখতে প্রেক্ষাগৃহে যাচ্ছেন। দেশের সিনেমাপ্রেমীদের মন জয় করে এবার কানাডা, আমেরিকা ও ইউকের ৪০টি থিয়েটারে মুক্তি পাচ্ছে সিনেমা ‘জংলি’। ২৫ এপ্রিল থেকে স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায়, ঈদের সিনেমাগুলোর মধ্যে দেশের বাইরে সবচেয়ে বেশি থিয়েটারে একযোগে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। প্রথম সপ্তাহে কানাডার ৫টি, আমেরিকার ২৮টি ও ইউকের ৭টি থিয়েটারে চলবে ‘জংলি’। ইউকেতে স্বপ্ন স্কেয়ারক্রোর সাথে যৌথভাবে পরিবেশনা করছে রিভেরি ফিল্মস।
মূলত তিন দেশের মোট চল্লিশটি শহরের চল্লিশটি বিশ্বখ্যাত চেইন থিয়েটারে ‘জংলি’ মুক্তি পাচ্ছে। প্রথম সপ্তাহে প্রধান যেসব শহরে চলবে ‘জংলি’- কানাডা, টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, ভ্যানকুভার ও উইন্ডসর। আমেরিকা- নিউইয়র্ক সিটি, বাফেলো, ডেট্রয়েট, শিকাগো, ফিলাডেলফিয়া, আটলান্টা, ডালাস, হিউস্টন, লস এঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি, আটলান্টিক সিটি ও ক্যানসাস সিটি। ইংল্যান্ড-লন্ডন, বার্মিংহাম, ওয়েম্বলি, লুটন ও ফেলথাম। এ বিষয়ে পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, ‘বছরের এই সময়ে হলিউড এবং বলিউডের সিনেমার প্রেসার থাকে ওয়ার্ল্ড মার্কেটে।
তবে ভালো শুরু পেলে, পরের সপ্তাহে এখান থেকে অনেক স্ক্রিন ধরে রাখতে পারবে ‘জংলি’। সেই সাথে থাকছে আরেক বড় চেইন ঈরহবসধৎশ (টঝঅ)-এ নতুন কিছু হল পাবার সুযোগ।’