এবার চিত্রনায়ক শরিফুল রাজ নতুন লুকে হাজির হলেন। ফিরলেন বিরতির পর। সঞ্জয় সমাদ্দার নির্মাণ করছেন সিনেমা ‘ইনসাফ’। ২৫ এপ্রিল নির্মাতা এই সিনেমার প্রথম পোস্টার শেয়ার করেছেন সামাজিকমাধ্যমে। পোস্টারের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ইনসাফ’ শুধু একটি শব্দ নয়! এটি একটি জীবনবোধ! আর সেই পোস্টারেই দেখা মিললো নতুন রাজের। ভয়ংকর হাসি ছড়িয়ে, কেমন শীতল দৃষ্টিতে তাকিয়ে আছেন সামনের দিকে। হাতে রক্তমাখা কুঠার আর ঠোঁটে এক চিলতে ক্রর হাসি, একেবারে চমকে দিয়ে এই লুকেই হাজির হলেন রাজ। পোস্টারের বিষয়ে সঞ্জয় সমাদ্দার জানান, সিনেমার প্রথম পোস্টারে বেশ সাড়া পাচ্ছেন। অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমাটি দর্শকের ভালো লাগবে বলেই বিশ্বাস তার। বলা প্রয়োজন, এর আগে বড় পর্দায় সঞ্জয় সমদ্দার সিনেমা নির্মাণ করলেও সেটি ছিল কলকাতার সিনেমা। সেখানে অভিনয় করেছিলেন জিৎ। দেশের ছোট পর্দায় কাজ করেছেন বহুবার। এবার পালা দেশের বড় পর্দায় নিজেকে প্রমাণের। অন্যদিকে শরিফুল রাজ দীর্ঘ নীরবতা ভেঙে ইঙ্গিত দিয়েছেন, তিনি ফিরছেন আবারও। ‘ইনসাফ’ সিনেমায় রাজের বিপরীতে অভিনয় করবেন তাসনিয়া ফারিণ। এ ছাড়া খবর মিলেছে, এই সিনেমায় ভিলেন চরিত্রে হাজির হচ্ছেন ‘চক্কর’ নায়ক মোশাররফ করিম। উল্লেখ্য, ‘ইনসাফ’ মুক্তি পাবে আসছে ঈদুল আজহায়।
বলা দরকার, ঢাকাই নির্মাতা সঞ্জয় সমদ্দারের সিনেমায় অভিষেক ঘটে টলিউডের ‘মানুষ’ বানিয়ে। সিনেমাটির নায়ক ও প্রযোজক ছিলেন জিৎ। এটি বাণিজ্যিক সফলতা সে অর্থে না পেলেও, নির্মাতা হিসেবে সঞ্জয় ভালোই প্রশংসা কুড়িয়েছেন।
রোববার, ২৭ এপ্রিল ২০২৫
এবার চিত্রনায়ক শরিফুল রাজ নতুন লুকে হাজির হলেন। ফিরলেন বিরতির পর। সঞ্জয় সমাদ্দার নির্মাণ করছেন সিনেমা ‘ইনসাফ’। ২৫ এপ্রিল নির্মাতা এই সিনেমার প্রথম পোস্টার শেয়ার করেছেন সামাজিকমাধ্যমে। পোস্টারের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ইনসাফ’ শুধু একটি শব্দ নয়! এটি একটি জীবনবোধ! আর সেই পোস্টারেই দেখা মিললো নতুন রাজের। ভয়ংকর হাসি ছড়িয়ে, কেমন শীতল দৃষ্টিতে তাকিয়ে আছেন সামনের দিকে। হাতে রক্তমাখা কুঠার আর ঠোঁটে এক চিলতে ক্রর হাসি, একেবারে চমকে দিয়ে এই লুকেই হাজির হলেন রাজ। পোস্টারের বিষয়ে সঞ্জয় সমাদ্দার জানান, সিনেমার প্রথম পোস্টারে বেশ সাড়া পাচ্ছেন। অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমাটি দর্শকের ভালো লাগবে বলেই বিশ্বাস তার। বলা প্রয়োজন, এর আগে বড় পর্দায় সঞ্জয় সমদ্দার সিনেমা নির্মাণ করলেও সেটি ছিল কলকাতার সিনেমা। সেখানে অভিনয় করেছিলেন জিৎ। দেশের ছোট পর্দায় কাজ করেছেন বহুবার। এবার পালা দেশের বড় পর্দায় নিজেকে প্রমাণের। অন্যদিকে শরিফুল রাজ দীর্ঘ নীরবতা ভেঙে ইঙ্গিত দিয়েছেন, তিনি ফিরছেন আবারও। ‘ইনসাফ’ সিনেমায় রাজের বিপরীতে অভিনয় করবেন তাসনিয়া ফারিণ। এ ছাড়া খবর মিলেছে, এই সিনেমায় ভিলেন চরিত্রে হাজির হচ্ছেন ‘চক্কর’ নায়ক মোশাররফ করিম। উল্লেখ্য, ‘ইনসাফ’ মুক্তি পাবে আসছে ঈদুল আজহায়।
বলা দরকার, ঢাকাই নির্মাতা সঞ্জয় সমদ্দারের সিনেমায় অভিষেক ঘটে টলিউডের ‘মানুষ’ বানিয়ে। সিনেমাটির নায়ক ও প্রযোজক ছিলেন জিৎ। এটি বাণিজ্যিক সফলতা সে অর্থে না পেলেও, নির্মাতা হিসেবে সঞ্জয় ভালোই প্রশংসা কুড়িয়েছেন।