বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর। আগামী ১১ মে বিশ^ মা দিবস উপলক্ষে আয়োজিত ‘মা পদক ২০২৫’ এ ভূষিত হতে যাচ্ছেন তিনি। বাংলাদেশের বহু নাটকে ও চলচ্চিত্রে মায়ের ভূমিকায় অভিনয় করে তিনি এদেশের কোটি কোটি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। এখন চলচ্চিত্রে তাকে না দেখা গেলেও নাটকে মাঝে মাঝে তাকে দেখা যায়। ২০২২ সাল থেকে নিয়মিতভাবে প্রতি বছর ‘মা পদক’ প্রদান করা হয়ে আসছে। এই ‘মা পদক’র প্রধান উদ্যোক্তা সাংবাদিক অভি মঈনুদ্দীন। ‘আলী-রূপা ফাউন্ডেশন’র উদ্যোগে ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’ এর আয়োজনে ‘মা পদক ২০২৫’ এ ভূষিত হওয়া প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাসহ বাংলাদেশের বহু সংগঠন থেকে আমি বহুবার পুরস্কৃত হয়েছি। কিন্তু চলচ্চিত্রে কিংবা নাটকে মায়ের চরিত্রে অভিনয়ের জন্য কখনও এমন পুরস্কারে ভূষিত হইনি। যে কারণে এই পুরস্কারটি আমার কাছে বিশেষ গুরুত্বের সঙ্গেই বিবেচিত হচ্ছে। যারা আমাকে এই আয়োজনে পুরস্কার তুলে দেয়ার জন্য চূড়ান্ত করেছেন তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। সারাটা জীবন আমি অভিনয়ই করে গেছি। যখন যে কাজটি করেছি মন দিয়েই করার চেষ্টা করেছি। কোনো কাজ করে কী সম্মানী পাব সেটা নিয়ে কখনও ভাবিনি। আজীবন অভিনয়ই করে যেতে চাই। সবার দোয়া চাই যেন আরও কিছু ভালো ভালো গল্পের নাটকে, সিনেমায় কাজ করে যেতে পারি।’ উল্লেখ্য, এর আগে শুধু মা চরিত্রে অভিনয়ের জন্যই মা পদক ২০২২, ২০২৩ ও ২০২৪-এ ভূষিত হয়েছিলেন শবনম, দিলারা জামান ও আনোয়ারা। ২০২১ সালে ডলি জহুরকে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে। ‘শঙ্খঝনীল কারাগার’ ও ‘ঘানি’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি।
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর। আগামী ১১ মে বিশ^ মা দিবস উপলক্ষে আয়োজিত ‘মা পদক ২০২৫’ এ ভূষিত হতে যাচ্ছেন তিনি। বাংলাদেশের বহু নাটকে ও চলচ্চিত্রে মায়ের ভূমিকায় অভিনয় করে তিনি এদেশের কোটি কোটি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। এখন চলচ্চিত্রে তাকে না দেখা গেলেও নাটকে মাঝে মাঝে তাকে দেখা যায়। ২০২২ সাল থেকে নিয়মিতভাবে প্রতি বছর ‘মা পদক’ প্রদান করা হয়ে আসছে। এই ‘মা পদক’র প্রধান উদ্যোক্তা সাংবাদিক অভি মঈনুদ্দীন। ‘আলী-রূপা ফাউন্ডেশন’র উদ্যোগে ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’ এর আয়োজনে ‘মা পদক ২০২৫’ এ ভূষিত হওয়া প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাসহ বাংলাদেশের বহু সংগঠন থেকে আমি বহুবার পুরস্কৃত হয়েছি। কিন্তু চলচ্চিত্রে কিংবা নাটকে মায়ের চরিত্রে অভিনয়ের জন্য কখনও এমন পুরস্কারে ভূষিত হইনি। যে কারণে এই পুরস্কারটি আমার কাছে বিশেষ গুরুত্বের সঙ্গেই বিবেচিত হচ্ছে। যারা আমাকে এই আয়োজনে পুরস্কার তুলে দেয়ার জন্য চূড়ান্ত করেছেন তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। সারাটা জীবন আমি অভিনয়ই করে গেছি। যখন যে কাজটি করেছি মন দিয়েই করার চেষ্টা করেছি। কোনো কাজ করে কী সম্মানী পাব সেটা নিয়ে কখনও ভাবিনি। আজীবন অভিনয়ই করে যেতে চাই। সবার দোয়া চাই যেন আরও কিছু ভালো ভালো গল্পের নাটকে, সিনেমায় কাজ করে যেতে পারি।’ উল্লেখ্য, এর আগে শুধু মা চরিত্রে অভিনয়ের জন্যই মা পদক ২০২২, ২০২৩ ও ২০২৪-এ ভূষিত হয়েছিলেন শবনম, দিলারা জামান ও আনোয়ারা। ২০২১ সালে ডলি জহুরকে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে। ‘শঙ্খঝনীল কারাগার’ ও ‘ঘানি’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি।