বিক্রান্ত ম্যাসি বলিউডের গুণী অভিনেতাদের মধ্যে একজন। শেষ কয়েকটি সিনেমায় অভিনেতার অনবদ্য অভিনয় তার ক্যারিয়ারকে আরও সুদৃঢ় করে তুলেছে। বিশেষ করে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য সাবরমতি রিপোর্ট’-এ সাংবাদিক চরিত্রে ম্যাসি দর্শকদের মুগ্ধ করেছেন। আবারও এই অভিনেতা চমক নিয়ে আসছেন। খুব শিগগিরই ‘হোয়াইট-এ ভারতীয় আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবি শঙ্করের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। আরও জানা গেছে যে, সিদ্ধার্থ আনন্দ এবং মহাবীর জৈন, শ্রী শ্রী রবি শঙ্করের জীবনকে পর্দায় জীবন্ত করে তুলতে এক হচ্ছেন। জানা গেছে, এরই মধ্যে সিনেমার প্রি-প্রোডাকশন বেশ এগিয়ে চলেছে। জুলাই মাসে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। বর্তমানে কলম্বিয়ায় সিনেমাটির প্রস্তুতিমূলক কাজ পুরোদমে চলছে এবং নির্মাতারা শ্রী শ্রী রবি
শঙ্করের জীবনের সত্য ঘটনা চিত্রিত করার জন্য লস অ্যাঞ্জেলেসের আন্তর্জাতিক অভিনেতা এবং কলাকুশলীদের যুক্ত করার পরিকল্পনা করছেন। ইতিহাসের দীর্ঘতম চলমান সংঘাতগুলোর একটি সমাধানে প্রাচীন ভারতীয় জ্ঞান কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তা তুলে ধরার চেষ্টা করবেন সিদ্ধার্থ আনন্দ এবং মহাবীর জৈন। সূত্র বলছে, ‘হোয়াইট’ সিনেমার চরিত্রের জন্য একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসবে ম্যাসির এবং এরই মধ্যে তিনি এর জন্য প্রস্তুতি নেয়া শুরু করেছেন। তিনি শ্রী শ্রী রবি শঙ্করের সঙ্গেও দেখা করেছেন এবং তার শারীরিক ভাষা আত্মস্থ করছেন। বলা প্রয়োজন, বিশ্বব্যাপী সিনেমাপ্রেমী দর্শকদের লক্ষ্য করে সিনেমাটি হিন্দি, ইংরেজি এবং স্প্যানিশ ভাষায় নির্মিত হবে। এ ছাড়া এটিকে আরও কয়েকটি আন্তর্জাতিক ভাষায় ডাব করার পরিকল্পনা চলছে।
নগর-মহানগর: রাজধানীতে বাসে চড়তে হলে কাটতে হবে ই-টিকেট
নগর-মহানগর: সাভারে ৬ হত্যাকাণ্ডের নেপথ্যে ভবঘুরে সম্রাট