রায়হান রাফি যখন শাকিব খানকে নিয়ে ‘তণ্ডব’ সিনেমার ঘোষণা দেন, তখন আরেকটি বড় কৌতূহল ছিল, কে হবেন নায়িকা। নাম এসেছে অনেকের, কিন্তু চূড়ান্ত নায়িকা কে হবেন, তা নিয়ে নির্মাতা মুখ খোলেননি এখন পর্যন্ত। যদিও এরই মধ্যে পুরোদমে শুরু হয়ে গেছে সিনেমার শুটিং। নির্মাতা নায়িকার নাম প্রকাশ্যে না আনলেও কানাঘুষা চলছিল, শাকিবের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার সাবিলা নূর। বিষয়টি নিয়ে রাফি গণমাধ্যমকে বলেন, ‘নায়িকার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। কদিন পর টিজার আসবে তখন সবাই জানতে পারবেন। কয়েকটি দিন অপেক্ষা করতে হবে।’ তাছাড়া শাকিব খানের সঙ্গে সাবিলা নূরের শুটিংয়ের কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এখন। জানা গেছে, এফডিসির পর এখন উত্তরবঙ্গে শুটিং চলছে সিনেমাটির, যেখানে অংশ নিয়েছেন শাকিব-সাবিল অংশ নিয়েছেন শাকিব-সাবিলা। উল্লেখ্য, আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে ‘তণ্ডব’।
নগর-মহানগর: রাজধানীতে বাসে চড়তে হলে কাটতে হবে ই-টিকেট
নগর-মহানগর: সাভারে ৬ হত্যাকাণ্ডের নেপথ্যে ভবঘুরে সম্রাট