দেশের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন শুরু হতে যাচ্ছে। প্রায় আড়াই বছর পর আলোচিত এই ধারাবাহিকের নতুন সিজন শুরু হওয়ায় দর্শকরা ভীষণ খুশি। এরইমধ্যে ধারাবাহিকটির শূটিং শুরু হয়েছে। শীঘ্রই মুক্তি পাবে নতুন সিজন। বুধবার প্রকাশিত হয় এই ধারাবাহিকের প্রথম লুক, পোস্টার। দীর্ঘ অপেক্ষার পর ‘ব্যাচেলর পয়েন্ট’ শুরু হচ্ছে। নিয়মিত অভিনয়শিল্পীরা রয়েছেন এতে। ফার্স্ট লুকে যথারীতি শিমুল, পলাশ ওরফে কাবিলা, মারজুক রাসেল ওরফে পাশা ভাই, চাষী আলম ওরফে হাবু ভাইকে দেখা গেল। তবে এদের সঙ্গে পেছনে একজন ভূতকেও দেখা গেল। এই ভূত কেন বা কে? এটা এখন প্রশ্ন। আর চাষী ভাইকে দেখা গেল শেফ হিসেবে। কাজল আরেফিন অমি বলেন, ‘দেখেন, আমি একটা সিজন শেষ করার পর সাথে সাথেই চাইলে নতুন সিজন শুরু করতে পারি। কিন্তু তাতে কোনো বৈচিত্র্যতা থাকবে না। প্রতিটি সিজনে আমি নতুন স্বাদ দেওয়ার চেষ্টা করি দর্শকদের। এ জন্য পড়াশোনা, ভাবনা ও বিশ্লেষণ করি। সিজন-৫ করার জন্য আমার এই সময়টুকু লেগেছে, যদিও এর মাঝে অন্যান্য কাজও আমি করেছি।’ এরই মধ্যে প্রডাকশন হাউস বুব ফিল্মসের ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। যেখানে ‘ব্যাচেলর পয়েন্ট’সংক্রান্ত সব কিছুই পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্মাতা অমি। এছাড়াও সিজন ৫ প্রচারিত হবে চ্যানেল আইয়ে।
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
দেশের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন শুরু হতে যাচ্ছে। প্রায় আড়াই বছর পর আলোচিত এই ধারাবাহিকের নতুন সিজন শুরু হওয়ায় দর্শকরা ভীষণ খুশি। এরইমধ্যে ধারাবাহিকটির শূটিং শুরু হয়েছে। শীঘ্রই মুক্তি পাবে নতুন সিজন। বুধবার প্রকাশিত হয় এই ধারাবাহিকের প্রথম লুক, পোস্টার। দীর্ঘ অপেক্ষার পর ‘ব্যাচেলর পয়েন্ট’ শুরু হচ্ছে। নিয়মিত অভিনয়শিল্পীরা রয়েছেন এতে। ফার্স্ট লুকে যথারীতি শিমুল, পলাশ ওরফে কাবিলা, মারজুক রাসেল ওরফে পাশা ভাই, চাষী আলম ওরফে হাবু ভাইকে দেখা গেল। তবে এদের সঙ্গে পেছনে একজন ভূতকেও দেখা গেল। এই ভূত কেন বা কে? এটা এখন প্রশ্ন। আর চাষী ভাইকে দেখা গেল শেফ হিসেবে। কাজল আরেফিন অমি বলেন, ‘দেখেন, আমি একটা সিজন শেষ করার পর সাথে সাথেই চাইলে নতুন সিজন শুরু করতে পারি। কিন্তু তাতে কোনো বৈচিত্র্যতা থাকবে না। প্রতিটি সিজনে আমি নতুন স্বাদ দেওয়ার চেষ্টা করি দর্শকদের। এ জন্য পড়াশোনা, ভাবনা ও বিশ্লেষণ করি। সিজন-৫ করার জন্য আমার এই সময়টুকু লেগেছে, যদিও এর মাঝে অন্যান্য কাজও আমি করেছি।’ এরই মধ্যে প্রডাকশন হাউস বুব ফিল্মসের ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। যেখানে ‘ব্যাচেলর পয়েন্ট’সংক্রান্ত সব কিছুই পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্মাতা অমি। এছাড়াও সিজন ৫ প্রচারিত হবে চ্যানেল আইয়ে।