এ সময়ের অভিনেতা রাশেদ সীমান্ত। সম্প্রতি তিনি অভিনয় করেন নতুন এক নাটকে। নাটকটির নাম ‘বউ নিখোঁজ’। সুবাতা রাহিক জারিফার গল্পে, ইউসুফ আলী খোকনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি। প্রযোজনায় আকবর হায়দার মুন্না। ওটিটি প্ল্যাটফর্ম ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের জন্য নির্মিত নাটকটিতে আরও অভিনয় করেছেন, অহনা রহমান, সোহাগসহ অনেকেই। নাটক নিয়ে রাশেদ সীমান্ত বলেন, বৈবাহিক জীবনে আমরা অনেকেই মনে করি বিয়ে করে কি ঠিক কাজটিই করলাম ? কিন্তু সঠিক জীবনসঙ্গীকে কি আমরা পাই ? যদি জীবন থেকে জীবনসঙ্গী হারিয়ে যায় তাহলে একটা মানুষের জীবনে কি কি প্রভাব পড়ে তাই দেখানো হয়েছে এই নাটকে। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। গল্পে দেখা যায়,রাশেদ সীমান্তর বউ হঠাৎ করেই নিখোঁজ হয়েছেন। থানায় জিডি, রাস্তায় রাস্তায় মাইকিং এমনকি বউয়ের ছবিসহ পোস্টার লাগিয়েও কোনো কাজ হচ্ছে না। তিনি কোথাও খুঁজে পাচ্ছেন না তার বউকে। পুলিশ একে ধরছে, ওকে ধরছে আর জিজ্ঞাসা করছে কিন্তু কোনো ক্লু পাচ্ছে না। সন্দেহের তালিকায় মুদি দোকানদার, লন্ড্রি দোকানদার, ড্রাইভারসহ আশপাশের নানা পেশার মানুষ। বউয়ের খোঁজে রাশেদ সীমান্ত এক রকম পাগল হয়ে গেছেন। পাগলপ্রায় তিনি বউয়ের পোস্টার নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন।
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
এ সময়ের অভিনেতা রাশেদ সীমান্ত। সম্প্রতি তিনি অভিনয় করেন নতুন এক নাটকে। নাটকটির নাম ‘বউ নিখোঁজ’। সুবাতা রাহিক জারিফার গল্পে, ইউসুফ আলী খোকনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি। প্রযোজনায় আকবর হায়দার মুন্না। ওটিটি প্ল্যাটফর্ম ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের জন্য নির্মিত নাটকটিতে আরও অভিনয় করেছেন, অহনা রহমান, সোহাগসহ অনেকেই। নাটক নিয়ে রাশেদ সীমান্ত বলেন, বৈবাহিক জীবনে আমরা অনেকেই মনে করি বিয়ে করে কি ঠিক কাজটিই করলাম ? কিন্তু সঠিক জীবনসঙ্গীকে কি আমরা পাই ? যদি জীবন থেকে জীবনসঙ্গী হারিয়ে যায় তাহলে একটা মানুষের জীবনে কি কি প্রভাব পড়ে তাই দেখানো হয়েছে এই নাটকে। নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। গল্পে দেখা যায়,রাশেদ সীমান্তর বউ হঠাৎ করেই নিখোঁজ হয়েছেন। থানায় জিডি, রাস্তায় রাস্তায় মাইকিং এমনকি বউয়ের ছবিসহ পোস্টার লাগিয়েও কোনো কাজ হচ্ছে না। তিনি কোথাও খুঁজে পাচ্ছেন না তার বউকে। পুলিশ একে ধরছে, ওকে ধরছে আর জিজ্ঞাসা করছে কিন্তু কোনো ক্লু পাচ্ছে না। সন্দেহের তালিকায় মুদি দোকানদার, লন্ড্রি দোকানদার, ড্রাইভারসহ আশপাশের নানা পেশার মানুষ। বউয়ের খোঁজে রাশেদ সীমান্ত এক রকম পাগল হয়ে গেছেন। পাগলপ্রায় তিনি বউয়ের পোস্টার নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন।