এ প্রজন্মের অভিনেত্রী অহনা রহমান। আগের চেয়ে অভিনয়ের প্রতি আরও অধিক মনোযোগী হয়ে উঠেছেন তিনি। এরই মধ্যে অহনা অভিনীত একটি নাটকের ট্রেইলার ইউটিউবে প্রকাশিত হয়েছে। নাটকের নাম ‘বউ নিখোঁজ’। নাটকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন এবং নির্মাণ করেছেন রুমান রুনি। ট্রেইলার-এ অহনার অভিনয় দেখেই দর্শকের মধ্যে নাটকটি দেখার প্রতি প্রবল আগ্রহ জন্মেছে। আবার অহনা জানান, শুধু ‘বউ নিখোঁজ’ই নয়, সামনে জাকিউল ইসলাম রিপনের ‘আমার পরাণ পাখি’, ‘বউ শ্বাশুড়ি’, মহিন খানের ‘মিশন নোয়াখালী’সহ জিয়া উদ্দিন আলমেরও কয়েকটি নাটক প্রচারে আসছে। অহনা রহমান বলেন, ‘বউ নিখোঁজ নাটকটি বেশ কয়েক মাস আগে করেছিলাম। যতোদূর মনে পড়ে রুমান রুনির পরিচালনায় এর আগে একটি নাটকে অভিনয় করেছিলাম। তবে এই নাটকের গল্পটা দারুণ ভালো লেগেছে। কারণ গল্পটাই মূলত আমাকে কেন্দ্র করে। বউয়ের চরিত্রে অভিনয় করেছি। অহনা যেন দর্শকের মনে আরও ঠাঁই করে নিতে পারে, একজন অভিনেত্রী হিসেবে আরও ভালোবাসা পেতে পারে সেই চেষ্টাটাই থাকবে আমার।’
বুধবার, ১৬ জুলাই ২০২৫
এ প্রজন্মের অভিনেত্রী অহনা রহমান। আগের চেয়ে অভিনয়ের প্রতি আরও অধিক মনোযোগী হয়ে উঠেছেন তিনি। এরই মধ্যে অহনা অভিনীত একটি নাটকের ট্রেইলার ইউটিউবে প্রকাশিত হয়েছে। নাটকের নাম ‘বউ নিখোঁজ’। নাটকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন এবং নির্মাণ করেছেন রুমান রুনি। ট্রেইলার-এ অহনার অভিনয় দেখেই দর্শকের মধ্যে নাটকটি দেখার প্রতি প্রবল আগ্রহ জন্মেছে। আবার অহনা জানান, শুধু ‘বউ নিখোঁজ’ই নয়, সামনে জাকিউল ইসলাম রিপনের ‘আমার পরাণ পাখি’, ‘বউ শ্বাশুড়ি’, মহিন খানের ‘মিশন নোয়াখালী’সহ জিয়া উদ্দিন আলমেরও কয়েকটি নাটক প্রচারে আসছে। অহনা রহমান বলেন, ‘বউ নিখোঁজ নাটকটি বেশ কয়েক মাস আগে করেছিলাম। যতোদূর মনে পড়ে রুমান রুনির পরিচালনায় এর আগে একটি নাটকে অভিনয় করেছিলাম। তবে এই নাটকের গল্পটা দারুণ ভালো লেগেছে। কারণ গল্পটাই মূলত আমাকে কেন্দ্র করে। বউয়ের চরিত্রে অভিনয় করেছি। অহনা যেন দর্শকের মনে আরও ঠাঁই করে নিতে পারে, একজন অভিনেত্রী হিসেবে আরও ভালোবাসা পেতে পারে সেই চেষ্টাটাই থাকবে আমার।’