image

প্রাচ্যনাটের ‘আগুনযাত্রা’ ফের মঞ্চে

বিনোদন প্রতিবেদক

আবারও মঞ্চে আসছে প্রাচ্যনাট প্রযোজিত নাটক ‘আগুনযাত্রা’। আজ সন্ধ্যায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটির ১৭তম প্রদর্শনী হবে বলে জানিয়েছেন নাট্যদলটির সদস্য শারমিন আক্তার শর্মী।

ভারতের নাট্যকার মহেশ দাত্তানির লেখা ‘সেভেন স্টেপ অ্যারাউন্ড দ্য ফায়ার’ থেকে নাটকটি অনুবাদ করেছেন শহীদুল মামুন। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।

‘আগুনযাত্রা’ প্রাচ্যনাটের ৪১তম প্রযোজনা। মঞ্চ ও আলো পরিকল্পনা করেছেন সাইফুল ইসলাম। সংগীত পরিকল্পনা করেছেন রাহুল আনন্দ।

কোরিওগ্রাফি করেছেন স্নাতা শাহরিন। প্রপস পরিকল্পনা করেছেন তানজি কুন; পোশাক পরিকল্পনা করেছেন আফসান আনোয়ার। ভিডিও নির্মাণ ও প্রক্ষেপণে রয়েছেন শাহরিয়ার শাওন ও রিপন কুমার দাস ধ্রুব।

‘আগুনযাত্রা নাটকের চরিত্র উমা’র গবেষণার বিষয় হিজড়া বা রূপান্তরকামী মানুষ অথবা তৃতীয় লিঙ্গ। এ গবেষণার সূত্র ধরে তিনি কমলা হিজড়ার হত্যাকাণ্ডের সূত্র খুঁজে পান। কমলাকে পুড়িয়ে মারা হয়েছে এবং এ হত্যাকাণ্ডের জন্য আনারকলি নামে আরেক হিজড়া হাজতবাস করছে।

ঘটনার রহস্য উদঘাটন করতে গিয়ে উমা অনেক অজানা অচেনা জগত আবিষ্কার করে; সেই সঙ্গে কমলার হত্যাকাণ্ডের রহস্যও উদঘাটিত হয়।

নাটকে অভিনয় করছেন শাহেদ আলী, ফরহাদ হামিদ, সানজিদা প্রীতি, শারমিন আক্তার শর্মী, প্রদ্যুৎ কুমার ঘোষ, মো. আব্দুর রহিম খান, রকি খান, তানজি কুন, ডায়ানা ম্যারলিন, ফয়সাল সাদী, আহমেদ সাকি, এ কে এম ইতমাম, তমাল, রানা নাভেদ, উচ্ছাস তালুকদার।

সম্প্রতি