ছোট পর্দার বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেতা নির্মাতা তৌসিফ মাহবুব। নতুন নতুন কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে তার। এবার এ অভিনেতা কাজ করছেন নির্মাতা ভিকি জাহেদের নির্দেশনায়। ‘খোয়াবনামা’ শিরোনামের নাটকে দেখা যাবে তাকে। নাটকটির সদ্য প্রকাশিত পোস্টারে দেখা গেছে কবরে শুয়ে থাকা লাশ এবং চারপাশে সাপের উপস্থিতি। ভয় ধরানো পোস্টারটি প্রকাশের পর থেকেই আলোচনায়। অস্বস্তিকর, ধাঁধাময় এবং কৌতূহল জাগানিয়া এই পোস্টার ছোটবেলার দেখানো ‘কবরের আজাব’ ধাঁচের আতঙ্কের স্মৃতিও উসকে দিচ্ছে দর্শকদের মনে। নির্মাতা হিসেবে ভিকি জাহেদ বরাবরই হরর-মিস্ট্রি ও সাইকোলজিক্যাল ঘরানার কাজের জন্য পরিচিত। যার ফলে তার আসন্ন নাটকের পোস্টার দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। এই নাটকে তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তানজিন তিশা। এতে কাজ করা কঠিন ছিল বলেই জানিয়েছেন তৌসিফ মাহবুব। তিনি জানান, কবরে রাত ৩টার সময় শুতে হয়েছে তাকে। এমনকি জলজ্যান্ত সাপকে ছেড়ে দেয়া হয়েছে তার ওপরে। তৌসিফ বলেন, ছয়টি জলজ্যান্ত সাপ আমার ওপরে ছেড়ে দিয়েছে এবং সবচেয়ে ভয়ংকর জিনিস হচ্ছে যে, একসঙ্গে অনেকগুলো ভয় জয় করতে হয়েছে। মানুষের সবচেয়ে বড় ভয় মরে যাওয়া, মৃত্যুর ভয়। তিনি আরও বলেন, শুটিংয়ে তো আমাকে মাটি দেয়া হলো না। আমার ওপরে ৬টি সাপ ছেড়ে দেয়া হয়েছে। কোনোটা মুখের ওপর দিয়ে যাচ্ছিল, কোনটা বুকের ওপর দিয়ে, কোনোটা ঘাড়ের ওপরে। আমার চরিত্রটা ছিল লাশের। তাই আমি যদি ভয় পেয়ে যাই ওদের সরাতেও পারব না। যদি কেউ আক্রমণও করে ফেলে তাহলেও আমাকে রক্ষা করার উপায় নেই। কারণ ইউনিটের সবাই দূরে ছিল। শুধু সাপের বেদিনি আমার কাছে ছিল সাপ নিয়ে। সেভাবেই আর কি শুটিংটা করেছি। আমি একসঙ্গে কবর, সাপ এবং কবরের আজাব- যা-ই বলেন, সেটার ভয় পার করতে পেরেছি। তৌসিফ বলেন, অনেকেই বলছে এটা গ্রাফিকস। কোনো সাপ নেই। তবে সত্যিকারের সাপ দিয়েই আমাদের শুটিং হয়েছে। আমার কাছে ভিডিও আছে। আপনারা চাইলে আপ দিয়ে দেব সেটা।
শনিবার, ১৬ আগস্ট ২০২৫
ছোট পর্দার বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেতা নির্মাতা তৌসিফ মাহবুব। নতুন নতুন কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে তার। এবার এ অভিনেতা কাজ করছেন নির্মাতা ভিকি জাহেদের নির্দেশনায়। ‘খোয়াবনামা’ শিরোনামের নাটকে দেখা যাবে তাকে। নাটকটির সদ্য প্রকাশিত পোস্টারে দেখা গেছে কবরে শুয়ে থাকা লাশ এবং চারপাশে সাপের উপস্থিতি। ভয় ধরানো পোস্টারটি প্রকাশের পর থেকেই আলোচনায়। অস্বস্তিকর, ধাঁধাময় এবং কৌতূহল জাগানিয়া এই পোস্টার ছোটবেলার দেখানো ‘কবরের আজাব’ ধাঁচের আতঙ্কের স্মৃতিও উসকে দিচ্ছে দর্শকদের মনে। নির্মাতা হিসেবে ভিকি জাহেদ বরাবরই হরর-মিস্ট্রি ও সাইকোলজিক্যাল ঘরানার কাজের জন্য পরিচিত। যার ফলে তার আসন্ন নাটকের পোস্টার দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। এই নাটকে তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তানজিন তিশা। এতে কাজ করা কঠিন ছিল বলেই জানিয়েছেন তৌসিফ মাহবুব। তিনি জানান, কবরে রাত ৩টার সময় শুতে হয়েছে তাকে। এমনকি জলজ্যান্ত সাপকে ছেড়ে দেয়া হয়েছে তার ওপরে। তৌসিফ বলেন, ছয়টি জলজ্যান্ত সাপ আমার ওপরে ছেড়ে দিয়েছে এবং সবচেয়ে ভয়ংকর জিনিস হচ্ছে যে, একসঙ্গে অনেকগুলো ভয় জয় করতে হয়েছে। মানুষের সবচেয়ে বড় ভয় মরে যাওয়া, মৃত্যুর ভয়। তিনি আরও বলেন, শুটিংয়ে তো আমাকে মাটি দেয়া হলো না। আমার ওপরে ৬টি সাপ ছেড়ে দেয়া হয়েছে। কোনোটা মুখের ওপর দিয়ে যাচ্ছিল, কোনটা বুকের ওপর দিয়ে, কোনোটা ঘাড়ের ওপরে। আমার চরিত্রটা ছিল লাশের। তাই আমি যদি ভয় পেয়ে যাই ওদের সরাতেও পারব না। যদি কেউ আক্রমণও করে ফেলে তাহলেও আমাকে রক্ষা করার উপায় নেই। কারণ ইউনিটের সবাই দূরে ছিল। শুধু সাপের বেদিনি আমার কাছে ছিল সাপ নিয়ে। সেভাবেই আর কি শুটিংটা করেছি। আমি একসঙ্গে কবর, সাপ এবং কবরের আজাব- যা-ই বলেন, সেটার ভয় পার করতে পেরেছি। তৌসিফ বলেন, অনেকেই বলছে এটা গ্রাফিকস। কোনো সাপ নেই। তবে সত্যিকারের সাপ দিয়েই আমাদের শুটিং হয়েছে। আমার কাছে ভিডিও আছে। আপনারা চাইলে আপ দিয়ে দেব সেটা।