সেলিম আল দীনের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক ‘দেয়াল’ নাটকের মঞ্চায়নের মধ্য দিয়ে শুক্রবার থেকে ঢাকার মহিলা সমিতি মিলনায়তনে শুরু হয়েছে নাট্যোৎসব। নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা থিয়েটার আয়োজন করেছে চার দিনের এই উৎসব; চলবে ১৮ অগাস্ট পর্যন্ত। ঢাকা থিয়েটার এক বিবৃতিতে বলেছে, ‘দেয়াল- শুধু একটি ইট-পাথরের কাঠামো নয়, বরং স্বাধীনতার জন্য আমাদের জাতির অটল প্রতিরোধের এক শক্তিশালী প্রতীক।’ ‘দেয়াল’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- অভিজিৎ বিশ্বাস, নায়ার সুলতানা, অনিক ইসলাম, মাহমুদুর রহমান, তরিকুল ইসলাম, এহসানুর রহমান, সালসাবিল চৌধুরী, তাহমীদা মাহমুদ, ফারজানা চুমকি, মাহিয়া নকীব, মিলু চৌধুরী, হাবিবা আজিজ হ্যাপী। ১৫ থেকে ১৭ আগস্ট সন্ধ্যা ৭টায়
প্রদর্শিত হবে ‘দেয়াল’। নাটকটি নির্দেশনা দিয়েছেন অনিক ইসলাম। উৎসবের শেষ দিন ১৮ অগাস্ট মঞ্চস্থ হবে সেলিম আল দীনের ‘নিমজ্জন’ নাটকটি। এদিন নাটকটির ৯০তম মঞ্চায়ন হবে। নিমজ্জনের নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। ঢাকা থিয়েটারের পরিচালক নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘সেলিম আল দীনের ৭৬তম জন্মদিন ১৮ অগাস্ট। এ উপলক্ষে চার দিনের উৎসব হচ্ছে।’ ফেনী জেলার সোনাগাজীর সেনেরখিল গ্রামে ১৯৪৯ সালের ১৮ অগাস্ট জন্মগ্রহণ করেন সেলিম আল দীন। নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘এ বছর তিনটি নতুন নাটক মঞ্চে আনতে চলেছে ঢাকা থিয়েটার। এই তিনটি নাটক হলো- ‘পেন্ডুলাম’, ‘রঙমহাল’ এবং ‘দেয়াল’। ‘রঙমহাল’ ও ‘পেন্ডুলাম’ মঞ্চে আসবে অক্টোবর এবং নভেম্বর মাসে। আর সেলিম আল দীন নাট্যেৎসবে ‘দেয়াল’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয়েছে।
শনিবার, ১৬ আগস্ট ২০২৫
সেলিম আল দীনের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক ‘দেয়াল’ নাটকের মঞ্চায়নের মধ্য দিয়ে শুক্রবার থেকে ঢাকার মহিলা সমিতি মিলনায়তনে শুরু হয়েছে নাট্যোৎসব। নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা থিয়েটার আয়োজন করেছে চার দিনের এই উৎসব; চলবে ১৮ অগাস্ট পর্যন্ত। ঢাকা থিয়েটার এক বিবৃতিতে বলেছে, ‘দেয়াল- শুধু একটি ইট-পাথরের কাঠামো নয়, বরং স্বাধীনতার জন্য আমাদের জাতির অটল প্রতিরোধের এক শক্তিশালী প্রতীক।’ ‘দেয়াল’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- অভিজিৎ বিশ্বাস, নায়ার সুলতানা, অনিক ইসলাম, মাহমুদুর রহমান, তরিকুল ইসলাম, এহসানুর রহমান, সালসাবিল চৌধুরী, তাহমীদা মাহমুদ, ফারজানা চুমকি, মাহিয়া নকীব, মিলু চৌধুরী, হাবিবা আজিজ হ্যাপী। ১৫ থেকে ১৭ আগস্ট সন্ধ্যা ৭টায়
প্রদর্শিত হবে ‘দেয়াল’। নাটকটি নির্দেশনা দিয়েছেন অনিক ইসলাম। উৎসবের শেষ দিন ১৮ অগাস্ট মঞ্চস্থ হবে সেলিম আল দীনের ‘নিমজ্জন’ নাটকটি। এদিন নাটকটির ৯০তম মঞ্চায়ন হবে। নিমজ্জনের নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। ঢাকা থিয়েটারের পরিচালক নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘সেলিম আল দীনের ৭৬তম জন্মদিন ১৮ অগাস্ট। এ উপলক্ষে চার দিনের উৎসব হচ্ছে।’ ফেনী জেলার সোনাগাজীর সেনেরখিল গ্রামে ১৯৪৯ সালের ১৮ অগাস্ট জন্মগ্রহণ করেন সেলিম আল দীন। নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘এ বছর তিনটি নতুন নাটক মঞ্চে আনতে চলেছে ঢাকা থিয়েটার। এই তিনটি নাটক হলো- ‘পেন্ডুলাম’, ‘রঙমহাল’ এবং ‘দেয়াল’। ‘রঙমহাল’ ও ‘পেন্ডুলাম’ মঞ্চে আসবে অক্টোবর এবং নভেম্বর মাসে। আর সেলিম আল দীন নাট্যেৎসবে ‘দেয়াল’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয়েছে।