টালিউড ও বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। যেকোনো ধাঁচের গান কণ্ঠে তুলে রীতিমত সাড়া ফেলেন শ্রোতাহৃদয়ে। কিন্তু এবার এক উত্তেজনাকে কেন্দ্র করে অভিযুক্ত হলেন এ তারকা। শান্তিনিকেতনের তালতোড় এলাকায় একটি সিনেমার শুটিংকে কেন্দ্র করে বিপত্তি বেধেছে। গায়ক ও তার দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শান্তিনিকেতনের বাসিন্দা কমলাকান্ত লাহা। জানা গেছে, গত কয়েক মাস ধরে শান্তিনিকেতনে একটি সিনেমার শুটিং করছেন অরিজিৎ সিং। গত ১৩ আগস্ট সেই সিনেমার একটি দৃশ্যের শুটিং চলছিল তালতোড় এলাকায়। শুটিংয়ের জন্য একটি বড় রাস্তা আংশিকভাবে আটকে রাখা হয়। ফলে স্থানীয়দের ভোগান্তি বেড়ে যায়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা কমলাকান্ত লাহা জানিয়েছেন, কাজের জন্য কোপাইয়ের দিকে যাচ্ছিলেন তিনি। তখন রাস্তা অবরুদ্ধ থাকার কারণে থামতে বলা হয় তাকে। তার ভাষ্যমতে- নিরাপত্তারক্ষীরা আমাকে বলেছিল, পাঁচ মিনিট অপেক্ষা করতে। আমি অপেক্ষা করার পরও তারা আবার বলে আরও ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। কিন্তু আমার জরুরি কাজ ছিল।
এজন্য রাস্তা পার হওয়ার চেষ্টা করি আমি। কমলাকান্ত লাহার অভিযোগ, ওই সময় দেহরক্ষীরা আমাকে যেতে বাধা দেয় এবং এতে আমার হাতে চোট লাগে। এমনকি পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করা হয় আমাকে। ঘটনাচক্রে একটি স্বর্ণের আংটিও হারিয়ে যায়। আমি নিজে একজন শিল্পী। আরেকজন শিল্পীর কাছ থেকে এ ধরনের আচরণ কখনও প্রত্যাশা করিনি। এ ঘটনার পর কমলাকান্ত লাহা প্রথমে শান্তিনিকেতন থানায় মৌখিক অভিযোগ জানান এবং পরে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে গায়ক অরিজিৎ সিং এবং তার দেহরক্ষীর নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বীরভূম জেলার পুলিশ সুপার জানিয়েছেন, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। সবদিক থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে এ ঘটনায় এখনও গায়ক বা তার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।
শনিবার, ১৬ আগস্ট ২০২৫
টালিউড ও বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। যেকোনো ধাঁচের গান কণ্ঠে তুলে রীতিমত সাড়া ফেলেন শ্রোতাহৃদয়ে। কিন্তু এবার এক উত্তেজনাকে কেন্দ্র করে অভিযুক্ত হলেন এ তারকা। শান্তিনিকেতনের তালতোড় এলাকায় একটি সিনেমার শুটিংকে কেন্দ্র করে বিপত্তি বেধেছে। গায়ক ও তার দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শান্তিনিকেতনের বাসিন্দা কমলাকান্ত লাহা। জানা গেছে, গত কয়েক মাস ধরে শান্তিনিকেতনে একটি সিনেমার শুটিং করছেন অরিজিৎ সিং। গত ১৩ আগস্ট সেই সিনেমার একটি দৃশ্যের শুটিং চলছিল তালতোড় এলাকায়। শুটিংয়ের জন্য একটি বড় রাস্তা আংশিকভাবে আটকে রাখা হয়। ফলে স্থানীয়দের ভোগান্তি বেড়ে যায়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা কমলাকান্ত লাহা জানিয়েছেন, কাজের জন্য কোপাইয়ের দিকে যাচ্ছিলেন তিনি। তখন রাস্তা অবরুদ্ধ থাকার কারণে থামতে বলা হয় তাকে। তার ভাষ্যমতে- নিরাপত্তারক্ষীরা আমাকে বলেছিল, পাঁচ মিনিট অপেক্ষা করতে। আমি অপেক্ষা করার পরও তারা আবার বলে আরও ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। কিন্তু আমার জরুরি কাজ ছিল।
এজন্য রাস্তা পার হওয়ার চেষ্টা করি আমি। কমলাকান্ত লাহার অভিযোগ, ওই সময় দেহরক্ষীরা আমাকে যেতে বাধা দেয় এবং এতে আমার হাতে চোট লাগে। এমনকি পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করা হয় আমাকে। ঘটনাচক্রে একটি স্বর্ণের আংটিও হারিয়ে যায়। আমি নিজে একজন শিল্পী। আরেকজন শিল্পীর কাছ থেকে এ ধরনের আচরণ কখনও প্রত্যাশা করিনি। এ ঘটনার পর কমলাকান্ত লাহা প্রথমে শান্তিনিকেতন থানায় মৌখিক অভিযোগ জানান এবং পরে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে গায়ক অরিজিৎ সিং এবং তার দেহরক্ষীর নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বীরভূম জেলার পুলিশ সুপার জানিয়েছেন, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। সবদিক থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে এ ঘটনায় এখনও গায়ক বা তার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।