সদ্য অনুষ্ঠিত হওয়া মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অ্যাওয়ার্ডস নাইট ২০২৫-এ সেরা অভিনেতার (পুরুষ) সম্মাননা পেলেন অভিষেক বচ্চন। ‘আই ওয়ান্ট টু টক’ ছবির জন্য এ পুরস্কার পান তিনি। অভিষেকের এমন প্রাপ্তিতে গর্বিত ও উচ্ছ্বসিত তার বাবা অমিতাভ বচ্চন। এক পোস্টে তাকে অভিনন্দন জানান। নিজেকে ‘ভীষণ গর্বিত বাবা’ আখ্যা দিয়ে অমিতাভ বলেছেন যে, ‘জয়ের আনন্দ যেমন বড়, তেমনই পুরস্কার জয়ের আনন্দও।’ ম্যাগাজিনের কাভারে অভিষেক বচ্চনের ছবি শেয়ার করে তিনি জানান, নিজেকে ‘পৃথিবীর সবচেয়ে সুখী বাবা’ মনে হচ্ছে। অমিতাভ লিখেছেন, ‘পুরো বিশ্বের সবচেয়ে সুখী বাবা আমি... অভিষেক, তুমি আমাদের পরিবারের গর্ব ও
সম্মান।’ ‘দাদাজি যে পতাকা প্রতিষ্ঠা করেছে, তা তুমিই নিজের কঠোর পরিশ্রম ও বীরত্ব দিয়ে বহন করে নিয়ে গিয়েছ। ধারাবাহিকতা, কখনও হার না মানার মনোভাব : আপনি আমাকে যত নিচে টানবেন, আমি আমার কঠোর পরিশ্রম দিয়ে আবার দাঁড়াব এবং আরও লম্বা হয়ে দাঁড়াব। সময় লেগেছে, কিন্তু তুমি হাল ছাড়োনি। তুমি নিজের যোগ্যতায় বিশ্বকে দেখিয়েছ। মেলবোর্নে সেরা শিল্পী হিসেবে তোমাকে ঘোষণা করা হয়েছে। একজন বাবার জন্য এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না।’ অভিষেককে সব শেষ দেখা গিয়েছিল ‘কালিধর লাপাতা’ সিনেমাতে, যেখানে তিনি কালীধরের চরিত্রে অভিনয় করেছিলেন—একজন মধ্যবয়সী ব্যক্তি যার স্মৃতিশক্তি হ্রাস পেয়েছে। আজীবন অনেক ধরনের ঘাত-প্রতিঘাত ও নীরব বিশ্বাসঘাতকতার সঙ্গে লড়াই করছেন।
মধুমিতা পরিচালিত এ সিনেমাটি স্ট্রিমিং হচ্ছে জি ফাইভে। এতে আরো অভিনয় করেছেন দাইভিক ভাগেলা। অন্যদিকে অমিতাভ বচ্চন বর্তমানে কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) ১৭-র সঞ্চালনায় ব্যস্ত। তাকে শেষ দেখা গিয়েছিল টিজে জ্ঞানভেল পরিচালিত ‘ভেট্টাইয়াঁ’ ছবিতে। এতে আরো অভিনয় করেছেন রজনীকান্ত, ফাহাদ ফাসিল, রানা দাগ্গুবাতি এবং মঞ্জু ওয়ারিয়র।
সোমবার, ১৮ আগস্ট ২০২৫
সদ্য অনুষ্ঠিত হওয়া মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অ্যাওয়ার্ডস নাইট ২০২৫-এ সেরা অভিনেতার (পুরুষ) সম্মাননা পেলেন অভিষেক বচ্চন। ‘আই ওয়ান্ট টু টক’ ছবির জন্য এ পুরস্কার পান তিনি। অভিষেকের এমন প্রাপ্তিতে গর্বিত ও উচ্ছ্বসিত তার বাবা অমিতাভ বচ্চন। এক পোস্টে তাকে অভিনন্দন জানান। নিজেকে ‘ভীষণ গর্বিত বাবা’ আখ্যা দিয়ে অমিতাভ বলেছেন যে, ‘জয়ের আনন্দ যেমন বড়, তেমনই পুরস্কার জয়ের আনন্দও।’ ম্যাগাজিনের কাভারে অভিষেক বচ্চনের ছবি শেয়ার করে তিনি জানান, নিজেকে ‘পৃথিবীর সবচেয়ে সুখী বাবা’ মনে হচ্ছে। অমিতাভ লিখেছেন, ‘পুরো বিশ্বের সবচেয়ে সুখী বাবা আমি... অভিষেক, তুমি আমাদের পরিবারের গর্ব ও
সম্মান।’ ‘দাদাজি যে পতাকা প্রতিষ্ঠা করেছে, তা তুমিই নিজের কঠোর পরিশ্রম ও বীরত্ব দিয়ে বহন করে নিয়ে গিয়েছ। ধারাবাহিকতা, কখনও হার না মানার মনোভাব : আপনি আমাকে যত নিচে টানবেন, আমি আমার কঠোর পরিশ্রম দিয়ে আবার দাঁড়াব এবং আরও লম্বা হয়ে দাঁড়াব। সময় লেগেছে, কিন্তু তুমি হাল ছাড়োনি। তুমি নিজের যোগ্যতায় বিশ্বকে দেখিয়েছ। মেলবোর্নে সেরা শিল্পী হিসেবে তোমাকে ঘোষণা করা হয়েছে। একজন বাবার জন্য এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না।’ অভিষেককে সব শেষ দেখা গিয়েছিল ‘কালিধর লাপাতা’ সিনেমাতে, যেখানে তিনি কালীধরের চরিত্রে অভিনয় করেছিলেন—একজন মধ্যবয়সী ব্যক্তি যার স্মৃতিশক্তি হ্রাস পেয়েছে। আজীবন অনেক ধরনের ঘাত-প্রতিঘাত ও নীরব বিশ্বাসঘাতকতার সঙ্গে লড়াই করছেন।
মধুমিতা পরিচালিত এ সিনেমাটি স্ট্রিমিং হচ্ছে জি ফাইভে। এতে আরো অভিনয় করেছেন দাইভিক ভাগেলা। অন্যদিকে অমিতাভ বচ্চন বর্তমানে কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) ১৭-র সঞ্চালনায় ব্যস্ত। তাকে শেষ দেখা গিয়েছিল টিজে জ্ঞানভেল পরিচালিত ‘ভেট্টাইয়াঁ’ ছবিতে। এতে আরো অভিনয় করেছেন রজনীকান্ত, ফাহাদ ফাসিল, রানা দাগ্গুবাতি এবং মঞ্জু ওয়ারিয়র।