গ্রামীণ পটভূমির গল্পে নাটক নির্মাণে সালাহউদ্দিন লাভলু অদ্বিতীয়। গ্রামীণ জীবনের গল্পের নাটক নির্মাণ করেই তিনি এই দেশের কোটি কোটি মানুষের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। একজন নির্মাতা হিসেবেই সালাহউদ্দিন লাভলু জনপ্রিয়। অভিনেতা হিসেবেও তিনি তার অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন। এরই মধ্যে তিনি চ্যানেল আইতে প্রচারের জন্য মাসুম রেজা রচিত ‘ফুলগাঁও’ নামের নতুন একটি ধারাবাহিক নাটক নিয়ে নাটক নির্মাণ করছেন। ফুলের গাঁওয়ের গল্প নিয়েই নির্মিত হচ্ছে ‘ফুলগাঁও’ ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, আ খ ম হাসান, আরফান আহমেদ, রওনক হাসান, সিনথিয়া ইয়াসমিন, তাসদিক নমিরা আহম্মেদসহ আরও অনেকে। এরই মধ্যে কয়েক লটের কাজ শেষ করেছেন সালাহ্উদ্দিন লাভলু, এমনটাই জানালেন তিনি। নাটকে যাকাত আলী চরিত্রে অভিনয় করছেন আরফান আহমেদ, রাকাত আলী চরিত্রে অভিনয় করছেন আ খ ম হাসান, মালা চরিত্রে অভিনয় করছেন নমিরা ও হেপী চরিত্রে অভিনয় করছেন সিনথিয়া। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আ খ ম হাসান বলেন, ‘শ্রদ্ধেয় লাভলু ভাইয়ের নির্দেশনায় আমি নাটকে অভিনয় করছি প্রায় দুই দশক ধরেই। যার কারণে লাভলু ভাইয়ের টিউনের সঙ্গে আমি পরিচিত। লাভলু ভাই যে টোনে সাধারণত কাজ করে থাকেন সেই টোনেই তিনি ফুলগাঁও নির্মাণ করছেন। কোথাও তিনি কোনো ধরনেরই ছাড় দিচ্ছেন না। সত্যি বলতে কী লাভলু ভাইয়ের সেট এ কাজ করলে মনে হয় না যে শুটিং করতে এসেছি।
মনে হয় যেন পারিবারিক কোনো আড্ডা দিতে এ এসেছি। তো ফুলগাঁও করতে এসে আমার ঠিক তেমনই মনে হয়েছে। ফুলগাঁও আসলে আমাদের সবার মিলন মেলাও বলা চলে। পারিবারিক একটা বন্ধনের সৃষ্টি হয় বলেই লাভলু ভাইয়ের নাটক প্রাণবন্ত হয় এবং দর্শকের হৃদয় ছুঁয়ে যায়।’ আরফান আহমেদ বলেন, ‘লাভলু ভাইয়ের কাজ মানেই আনন্দ, একটা গুড মুডে থাকা সবসময়। লাভলু ভাইয়ের নির্দেশনায় কাজ করতে আসা মানেই হলো এখানে নতুন কিছু শিখব। লাভলু ভাই মানেই হলো একজন শিক্ষক, লাভলু ভাইয়ের নির্দেশনায় মানেই হলো প্রতিটি দৃশ্য নিজেকে বুঝতে হবে-নিজের ভেতর লালন করে তারপরই অভিনয় করতে হবে। এখানে তাড়াহুড়ার কিছু নাই। লাভলু ভাইয়ের কাজ মানেই অপেক্ষায় থাকা একটি ভালো কাজ প্রচারের।’
সোমবার, ১৮ আগস্ট ২০২৫
গ্রামীণ পটভূমির গল্পে নাটক নির্মাণে সালাহউদ্দিন লাভলু অদ্বিতীয়। গ্রামীণ জীবনের গল্পের নাটক নির্মাণ করেই তিনি এই দেশের কোটি কোটি মানুষের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। একজন নির্মাতা হিসেবেই সালাহউদ্দিন লাভলু জনপ্রিয়। অভিনেতা হিসেবেও তিনি তার অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন। এরই মধ্যে তিনি চ্যানেল আইতে প্রচারের জন্য মাসুম রেজা রচিত ‘ফুলগাঁও’ নামের নতুন একটি ধারাবাহিক নাটক নিয়ে নাটক নির্মাণ করছেন। ফুলের গাঁওয়ের গল্প নিয়েই নির্মিত হচ্ছে ‘ফুলগাঁও’ ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, আ খ ম হাসান, আরফান আহমেদ, রওনক হাসান, সিনথিয়া ইয়াসমিন, তাসদিক নমিরা আহম্মেদসহ আরও অনেকে। এরই মধ্যে কয়েক লটের কাজ শেষ করেছেন সালাহ্উদ্দিন লাভলু, এমনটাই জানালেন তিনি। নাটকে যাকাত আলী চরিত্রে অভিনয় করছেন আরফান আহমেদ, রাকাত আলী চরিত্রে অভিনয় করছেন আ খ ম হাসান, মালা চরিত্রে অভিনয় করছেন নমিরা ও হেপী চরিত্রে অভিনয় করছেন সিনথিয়া। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আ খ ম হাসান বলেন, ‘শ্রদ্ধেয় লাভলু ভাইয়ের নির্দেশনায় আমি নাটকে অভিনয় করছি প্রায় দুই দশক ধরেই। যার কারণে লাভলু ভাইয়ের টিউনের সঙ্গে আমি পরিচিত। লাভলু ভাই যে টোনে সাধারণত কাজ করে থাকেন সেই টোনেই তিনি ফুলগাঁও নির্মাণ করছেন। কোথাও তিনি কোনো ধরনেরই ছাড় দিচ্ছেন না। সত্যি বলতে কী লাভলু ভাইয়ের সেট এ কাজ করলে মনে হয় না যে শুটিং করতে এসেছি।
মনে হয় যেন পারিবারিক কোনো আড্ডা দিতে এ এসেছি। তো ফুলগাঁও করতে এসে আমার ঠিক তেমনই মনে হয়েছে। ফুলগাঁও আসলে আমাদের সবার মিলন মেলাও বলা চলে। পারিবারিক একটা বন্ধনের সৃষ্টি হয় বলেই লাভলু ভাইয়ের নাটক প্রাণবন্ত হয় এবং দর্শকের হৃদয় ছুঁয়ে যায়।’ আরফান আহমেদ বলেন, ‘লাভলু ভাইয়ের কাজ মানেই আনন্দ, একটা গুড মুডে থাকা সবসময়। লাভলু ভাইয়ের নির্দেশনায় কাজ করতে আসা মানেই হলো এখানে নতুন কিছু শিখব। লাভলু ভাই মানেই হলো একজন শিক্ষক, লাভলু ভাইয়ের নির্দেশনায় মানেই হলো প্রতিটি দৃশ্য নিজেকে বুঝতে হবে-নিজের ভেতর লালন করে তারপরই অভিনয় করতে হবে। এখানে তাড়াহুড়ার কিছু নাই। লাভলু ভাইয়ের কাজ মানেই অপেক্ষায় থাকা একটি ভালো কাজ প্রচারের।’