বাংলাদেশের সংগীতশিল্পী তানজিনা রুমা। বিটিভির ‘মালঞ্চ’ অনুষ্ঠানে প্রচারের জন্য নতুন একটি মৌলিক গানে কণ্ঠে দিয়েছেন। গানটি লিখেছেন ফরিদা ফারহানা। গানটির সুর সংগীত করেছেন দেবেন্দ্রনাথ চ্যাটার্জি। এরই মধ্যে বিটিভিতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। তানজিনা রুমা এর আগেও বিটিভিতে বহু মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন। তবে ‘মালঞ্চ’ অনুষ্ঠানে এবারই তিনি ফরিদা ফারহানার লেখা কোনো গানে কণ্ঠ দিয়েছেন। তানজিনা রুমা বলেন, ‘ফরিদা ফারহানার লেখা গানটির কথা আমার খুউব ভালো লেগেছে। আর শ্রদ্ধেয় দেবেন্দ্রনাথ চ্যাটার্জি দাদা বাংলাদেশের একজন কিংবদন্তী সুরকার সংগীত পরিচালক। তিনি মনকাড়া সুর করেছেন। আমি চেষ্টা করেছি গীতিকার সুরকারের যে চাওয়া সেই চাওয়াকে প্রাধান্য দিয়ে গানটি মনের মতো করে গাইতে। জানি না কতটা ভালো গাইতে পেরেছি। তবে আশা করছি গানটি শ্রোতা দর্শকের ভালো লাগবে।’ ফরিদা ফারহানা জানান, তানজিনা রুমার গাওয়া এই গানটির ‘মালঞ্চ’ পর্বটি শিগগিরই বিটিভিতে প্রচার হবে। ফরিদা ফারহানা বলেন, ‘কিছুদিন আগে বেতারে আমার গাওয়া গান লুইপা গেয়েছে। আরও বেশ কয়েকজন শিল্পী এরই মধ্যে আমার লেখা গান গেয়েছেন। রুমা আপাও গাইলেন। তিনি খুব মিষ্টি করে গানটি গাইলেন। গানটি নিয়ে আশাবাদী।
বিটিভি কর্তৃপক্ষের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইলো আমার গীতি কবিতাকে গুরুত্ব দেয়ার জন্য।’
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
বাংলাদেশের সংগীতশিল্পী তানজিনা রুমা। বিটিভির ‘মালঞ্চ’ অনুষ্ঠানে প্রচারের জন্য নতুন একটি মৌলিক গানে কণ্ঠে দিয়েছেন। গানটি লিখেছেন ফরিদা ফারহানা। গানটির সুর সংগীত করেছেন দেবেন্দ্রনাথ চ্যাটার্জি। এরই মধ্যে বিটিভিতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। তানজিনা রুমা এর আগেও বিটিভিতে বহু মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন। তবে ‘মালঞ্চ’ অনুষ্ঠানে এবারই তিনি ফরিদা ফারহানার লেখা কোনো গানে কণ্ঠ দিয়েছেন। তানজিনা রুমা বলেন, ‘ফরিদা ফারহানার লেখা গানটির কথা আমার খুউব ভালো লেগেছে। আর শ্রদ্ধেয় দেবেন্দ্রনাথ চ্যাটার্জি দাদা বাংলাদেশের একজন কিংবদন্তী সুরকার সংগীত পরিচালক। তিনি মনকাড়া সুর করেছেন। আমি চেষ্টা করেছি গীতিকার সুরকারের যে চাওয়া সেই চাওয়াকে প্রাধান্য দিয়ে গানটি মনের মতো করে গাইতে। জানি না কতটা ভালো গাইতে পেরেছি। তবে আশা করছি গানটি শ্রোতা দর্শকের ভালো লাগবে।’ ফরিদা ফারহানা জানান, তানজিনা রুমার গাওয়া এই গানটির ‘মালঞ্চ’ পর্বটি শিগগিরই বিটিভিতে প্রচার হবে। ফরিদা ফারহানা বলেন, ‘কিছুদিন আগে বেতারে আমার গাওয়া গান লুইপা গেয়েছে। আরও বেশ কয়েকজন শিল্পী এরই মধ্যে আমার লেখা গান গেয়েছেন। রুমা আপাও গাইলেন। তিনি খুব মিষ্টি করে গানটি গাইলেন। গানটি নিয়ে আশাবাদী।
বিটিভি কর্তৃপক্ষের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইলো আমার গীতি কবিতাকে গুরুত্ব দেয়ার জন্য।’