image

দুই সিনেমায় মীর রাব্বি

বিনোদন প্রতিবেদক

এই প্রজন্মের অভিনেতা মীর রাব্বি। সম্প্রতি তিনি অভিনয় করেন দুটি সিনেমায়। সিনেমা দুটি হলো শাহরিয়ার পলকের ‘বুকলের বুকে রক্ত করবী’ ও নূর ইমরান মিঠুর ‘কুড়কাব’। মীর রাব্বি আশাবাদী তার অভিনীত দুটি সিনেমা নিয়ে। এই দুটি সিনেমায় দুটি ভিন্ন চরিত্রে অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত আর শতভাগ সন্তুষ্ট। মীর রাব্বি বলেন, ‘বকুলের বুকে রক্ত করবীর গল্প বলে যাওয়ার ধরনটা সচরাচর গল্প বলার চেয়ে আলাদা। খুব সরল ভঙ্গিতে একটা জার্নি দেখানোর চেষ্টা করা হয়েছে যা অন্যান্য সিনেমার চেয়ে একেবারেই আলাদা। আর কুড়কাব সিনেমার গল্পটা গল্পের লেখক দীর্ঘ ১৭ বছর ধরে লিখেছেন। শুধু এতটুকু বলতে চাই যে সুন্দরবনের ভেতরে এমন জনপদ আছে যা সম্পর্কে আমরা খুব বেশি অবগত নই। তেমন জনপদের গল্পই তুলে ধরা হয়েছে। যার কারণে আসলে আমি দুটি সিনেমা নিয়েই ভীষণ উচ্ছ্বসিত। কাজও করেও আমি ভীষণ সন্তুষ্ট। আমি খুব আশাবাদী এই দুটি সিনেমা নিয়ে।’

সম্প্রতি