বাংলাদেশের টেলিভিশন নাটক ও টেলিফিল্মের জগতে আবারও নতুন সংযোজন হতে যাচ্ছে একটি হৃদয়ছোঁয়া কাহিনি। শুক্রবার ২২ আগস্ট বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘ফেরারী প্রেম’। টেলিফিল্মটির রচনা করেছেন লেখক ইউসুফ আলী খোকন, আর নির্মাণে আছেন খ্যাতিমান নির্মাতা সকাল আহমেদ। বরাবরের মতোই তিনি দর্শকের জন্য ভিন্ন আঙ্গিক ও আকর্ষণীয় গল্প বেছে নিয়েছেন।
‘ফেরারী প্রেম’-এ অভিনয় করেছেন বর্তমান সময়ের কয়েকজন শিল্পী। তাদের মধ্যে আছেন জোনায়েদ বোগদাদী, রিয়া মনি, বর্দা মিঠু, শফিক দিলু, রাখি ও জাভেদ গাজী। চরিত্রের ভিন্নতা, গল্পের গভীরতা এবং অভিনেতাদের প্রাণবন্ত অভিনয় এই টেলিফিল্মকে করবে ব্যতিক্রমী। নির্মাতার ভাষ্যে, ‘ফেরারী প্রেম’ মূলত এক আবেগঘন প্রেমকাহিনী, যেখানে ভালোবাসা, ভুল বোঝাবুঝি, সংগ্রাম ও সম্পর্কের টানাপোড়েনকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এতে প্রেমের বাস্তব রূপ ও তার নানা দিক দর্শকরা খুঁজে পাবেন। চ্যানেল আইয়ের দর্শকদের জন্য এটি হবে এক বিশেষ আয়োজন। টেলিফিল্মটি শুধু বিনোদন নয়, ভালোবাসার জটিলতা ও সামাজিক প্রেক্ষাপটের এক চিত্রও তুলে ধরবে। তাই আগামী ২২ আগস্ট বিকেল ৩টা ০৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় বিশেষ টেলিফিল্ম ‘ফেরারী প্রেম’।
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
বাংলাদেশের টেলিভিশন নাটক ও টেলিফিল্মের জগতে আবারও নতুন সংযোজন হতে যাচ্ছে একটি হৃদয়ছোঁয়া কাহিনি। শুক্রবার ২২ আগস্ট বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘ফেরারী প্রেম’। টেলিফিল্মটির রচনা করেছেন লেখক ইউসুফ আলী খোকন, আর নির্মাণে আছেন খ্যাতিমান নির্মাতা সকাল আহমেদ। বরাবরের মতোই তিনি দর্শকের জন্য ভিন্ন আঙ্গিক ও আকর্ষণীয় গল্প বেছে নিয়েছেন।
‘ফেরারী প্রেম’-এ অভিনয় করেছেন বর্তমান সময়ের কয়েকজন শিল্পী। তাদের মধ্যে আছেন জোনায়েদ বোগদাদী, রিয়া মনি, বর্দা মিঠু, শফিক দিলু, রাখি ও জাভেদ গাজী। চরিত্রের ভিন্নতা, গল্পের গভীরতা এবং অভিনেতাদের প্রাণবন্ত অভিনয় এই টেলিফিল্মকে করবে ব্যতিক্রমী। নির্মাতার ভাষ্যে, ‘ফেরারী প্রেম’ মূলত এক আবেগঘন প্রেমকাহিনী, যেখানে ভালোবাসা, ভুল বোঝাবুঝি, সংগ্রাম ও সম্পর্কের টানাপোড়েনকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এতে প্রেমের বাস্তব রূপ ও তার নানা দিক দর্শকরা খুঁজে পাবেন। চ্যানেল আইয়ের দর্শকদের জন্য এটি হবে এক বিশেষ আয়োজন। টেলিফিল্মটি শুধু বিনোদন নয়, ভালোবাসার জটিলতা ও সামাজিক প্রেক্ষাপটের এক চিত্রও তুলে ধরবে। তাই আগামী ২২ আগস্ট বিকেল ৩টা ০৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় বিশেষ টেলিফিল্ম ‘ফেরারী প্রেম’।