এই প্রজন্মের সঙ্গীতশিল্পী মির্জা নিশাত মূলত ফোক ঘরানার গানেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। স্টেজ শোতেও তিনি ফোক গান পরিবেশন করে থাকেন। কর্মজীবনের পাশাপাশি নিয়মিত গানচর্চা ও মৌলিক ফোক গানের কাজ করছেন তিনি।
সম্প্রতি অপু আমানের কথা ও সুরে নিশাতের কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন ফোক গান ‘বিদেশে যাইওনা রে বন্ধু’। গানটির মিউজিক ও মিক্স মাস্টারও করেছেন অপু আমান। গানটি প্রকাশিত হয়েছে নিশাত মিউজিক জোন-এ। নিশাত বর্তমানে স্পেকট্রাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কলেজে ম্যানেজার হিসেবে কর্মরত। এর আগে তিনি রাজধানীর লিংকন ইউনিভার্সিটিতে দীর্ঘদিন চাকরি করেছেন। ছোটবেলা থেকেই বাবার উৎসাহে গানের হাতেখড়ি হয় তার। গাজীপুর জেলা শিল্পকলায় কিছুদিন গান শিখেছিলেন নিশাত। শিগগিরই নিশাতের আরেকটি ফোক গান ‘রসিক চান’ প্রকাশ পাবে। গানটির কথা লিখেছেন রাসেল কবির, সুর করেছেন স্বপ্নীল রাজ।
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
এই প্রজন্মের সঙ্গীতশিল্পী মির্জা নিশাত মূলত ফোক ঘরানার গানেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। স্টেজ শোতেও তিনি ফোক গান পরিবেশন করে থাকেন। কর্মজীবনের পাশাপাশি নিয়মিত গানচর্চা ও মৌলিক ফোক গানের কাজ করছেন তিনি।
সম্প্রতি অপু আমানের কথা ও সুরে নিশাতের কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন ফোক গান ‘বিদেশে যাইওনা রে বন্ধু’। গানটির মিউজিক ও মিক্স মাস্টারও করেছেন অপু আমান। গানটি প্রকাশিত হয়েছে নিশাত মিউজিক জোন-এ। নিশাত বর্তমানে স্পেকট্রাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কলেজে ম্যানেজার হিসেবে কর্মরত। এর আগে তিনি রাজধানীর লিংকন ইউনিভার্সিটিতে দীর্ঘদিন চাকরি করেছেন। ছোটবেলা থেকেই বাবার উৎসাহে গানের হাতেখড়ি হয় তার। গাজীপুর জেলা শিল্পকলায় কিছুদিন গান শিখেছিলেন নিশাত। শিগগিরই নিশাতের আরেকটি ফোক গান ‘রসিক চান’ প্রকাশ পাবে। গানটির কথা লিখেছেন রাসেল কবির, সুর করেছেন স্বপ্নীল রাজ।