টিভি নাটকের অভিনেতা ও নির্মাতা সোহেল আরমান দীর্ঘ দেড় যুগ পর বাংলাদেশ টেলিভিশনের নাটকে অভিনয়ে ফিরলেন। তিনি নিজ রচনায় নির্মিত ধারাবাহিক নাটক ‘জল জোছনা’-তে ‘রুদ্র’ চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে আছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার ও লেখক শানারেই দেবী শানু। নাটকটি এরই মধ্যে ২৫ পর্বের নির্মাণ শেষ হয়েছে। এর আগে সোহেল আরমান বিটিভির জন্য ‘রূপ না মন’ ও ‘জল পরী’ নাটক নির্মাণ করেছিলেন। অন্যদিকে শানারেই দেবী শানু এবার ‘আনন্দ আলো সাহিত্য সম্মাননা’য় তার উপন্যাস ‘বাঘ মানুষ’-এর জন্য পুরস্কৃত হতে যাচ্ছেন। সোহেল আরমান বলেন, ‘দীর্ঘদিন পর বিটিভির নাটক যখন নির্মাণ করতে যাই তখন ভীষণ আবেগময় মুহূর্তের মুখোমুখি হয়েছি। বিটিভির যারা পুরনো স্টাফ আছেন যারা আমার আব্বাকে ভীষণ সম্মান করতেন, আমাকেও অনেক স্নেহ করতেন তারাই আমাকে বারবার অভিনয় করার জন্যই বিশেষভাবে অনুরোধ করেন। তাদের কথা শুনে চোখে পানি চলে এসেছিল। আমি তাদের কথা দিয়েছিলাম, অভিনয় করব। অবশেষে রুদ্র রূপে ফিরছি বিটিভির নাটকে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যখন আমি ক্যামেরার সামনে অভিনয় করছিলাম তখন পুরো ইউনিটে ছিল পিনপতন নীরবতা। সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। আমার দৃঢ় মনোবল যে পারিবারিক গল্পের এই নাটক দর্শকের মাঝে সাড়া ফেলবে।’ শানারেই দেবী শানু বলেন, ‘সোহেল আরমান ভাই অত্যন্ত গুণী একজন নির্মাতা। সহশিল্পী হিসেবেও তিনি ভীষণ প্রাণোঞ্জল একজন মানুষ। তার নির্দেশনায় আজ থেকে সাত-আট বছর আগে এনটিভির ‘জল রং’ নাটকে অভিনয় করেছিলাম। দীর্ঘদিন পর তার নির্দেশনায় তারই বিপরীতে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে। জল জোছনার গল্পটা মানুষের মাঝে সাড়া ফেলবে। আমি আশাবাদী।’
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
টিভি নাটকের অভিনেতা ও নির্মাতা সোহেল আরমান দীর্ঘ দেড় যুগ পর বাংলাদেশ টেলিভিশনের নাটকে অভিনয়ে ফিরলেন। তিনি নিজ রচনায় নির্মিত ধারাবাহিক নাটক ‘জল জোছনা’-তে ‘রুদ্র’ চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে আছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার ও লেখক শানারেই দেবী শানু। নাটকটি এরই মধ্যে ২৫ পর্বের নির্মাণ শেষ হয়েছে। এর আগে সোহেল আরমান বিটিভির জন্য ‘রূপ না মন’ ও ‘জল পরী’ নাটক নির্মাণ করেছিলেন। অন্যদিকে শানারেই দেবী শানু এবার ‘আনন্দ আলো সাহিত্য সম্মাননা’য় তার উপন্যাস ‘বাঘ মানুষ’-এর জন্য পুরস্কৃত হতে যাচ্ছেন। সোহেল আরমান বলেন, ‘দীর্ঘদিন পর বিটিভির নাটক যখন নির্মাণ করতে যাই তখন ভীষণ আবেগময় মুহূর্তের মুখোমুখি হয়েছি। বিটিভির যারা পুরনো স্টাফ আছেন যারা আমার আব্বাকে ভীষণ সম্মান করতেন, আমাকেও অনেক স্নেহ করতেন তারাই আমাকে বারবার অভিনয় করার জন্যই বিশেষভাবে অনুরোধ করেন। তাদের কথা শুনে চোখে পানি চলে এসেছিল। আমি তাদের কথা দিয়েছিলাম, অভিনয় করব। অবশেষে রুদ্র রূপে ফিরছি বিটিভির নাটকে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যখন আমি ক্যামেরার সামনে অভিনয় করছিলাম তখন পুরো ইউনিটে ছিল পিনপতন নীরবতা। সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। আমার দৃঢ় মনোবল যে পারিবারিক গল্পের এই নাটক দর্শকের মাঝে সাড়া ফেলবে।’ শানারেই দেবী শানু বলেন, ‘সোহেল আরমান ভাই অত্যন্ত গুণী একজন নির্মাতা। সহশিল্পী হিসেবেও তিনি ভীষণ প্রাণোঞ্জল একজন মানুষ। তার নির্দেশনায় আজ থেকে সাত-আট বছর আগে এনটিভির ‘জল রং’ নাটকে অভিনয় করেছিলাম। দীর্ঘদিন পর তার নির্দেশনায় তারই বিপরীতে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে। জল জোছনার গল্পটা মানুষের মাঝে সাড়া ফেলবে। আমি আশাবাদী।’