কথায় আছে, মানুষ যত ওপরে ওঠে, তত সে একা হয়ে যায়। জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের অসংখ্য ভক্ত, শুভাকাক্সক্ষী আছে সত্যি, তবে একদিকে তৌসিফের জনপ্রিয়তা বা পুরস্কারের সংখ্যা যত বাড়ছে, তত তিনি অনেক কাছের মানুষ হারাচ্ছেন। বিশেষ করে বেশ কয়েক মাস আগে একটি আরাধ্য পুরস্কার পাওয়ার পর কে আপন আর কে পর চিনতে পেরেছেন তিনি। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৪র্থ পর্বে অতিথি হয়ে এসেছেন এই অভিনেতা। শোতে তিনি বলেছেন, ‘মাঝে মধ্যে অনেক ঘটনা আমাদের চোখ খুলে দেয়। আমার যে কোনো অর্জনে আমার পরিবার, সত্যিকারের বন্ধু এবং ভক্তরা যেমন খুশি হয়, নিজেদের অর্জন মনে করে, অন্যদিকে তথাকথিত বন্ধু নামের অনেকে ঈর্ষান্বিত হয়। এটাই হয়তো স্বাভাবিক। যদিও আমি নিজেকে অত বড় মনে করি না যে, মানুষ আমাকে নিয়ে জেলাস হবে। তারপরও এসব ঘটনা আমাকে আরও বেশি উদ্যমী করে, আরও বেশি ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করে।’
তৌসিফ মাহবুব তার অনুপ্রেরণা হিসেবে বন্ধু চিত্রনায়ক সিয়াম আহমেদের নামটিও উচ্চারণ করতে ভোলেননি। ‘সিয়ামের কাজের প্রতি একাগ্রতা, নিষ্ঠা আমাকে রীতিমত মুগ্ধ করে, অনুপ্রাণিত করে। ও এমনি এমনি সফলতা পায়নি। পরিশ্রম, সততাই ওকে আজকের পর্যায়ে নিয়ে এসেছে। আমি আমার বন্ধুকে নিয়ে রীতিমত গর্বিত’- বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকেতে জানিয়েছেন তৌসিফ। এই পডকাস্ট শোতেই তৌসিফ মাহবুব বিয়ের আগের প্রেম নিয়ে খোলামেলা সবকিছু জানিয়েছেন। জানিয়েছেন, একজন অভিনেত্রীর সঙ্গে তার প্রণয় এবং সে সম্পর্ক ভাঙনের পর কি হয়েছিল সে কথা।
তৌসিফের ভাষায়, ‘ছ্যাঁকা খেয়ে ব্যাঁকা হয়ে গিয়েছিলাম’। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সঞ্চালনায় বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকের ৪র্থ পর্ব প্রচার হবে আজ ২৩ আগস্ট শনিবার রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
কথায় আছে, মানুষ যত ওপরে ওঠে, তত সে একা হয়ে যায়। জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের অসংখ্য ভক্ত, শুভাকাক্সক্ষী আছে সত্যি, তবে একদিকে তৌসিফের জনপ্রিয়তা বা পুরস্কারের সংখ্যা যত বাড়ছে, তত তিনি অনেক কাছের মানুষ হারাচ্ছেন। বিশেষ করে বেশ কয়েক মাস আগে একটি আরাধ্য পুরস্কার পাওয়ার পর কে আপন আর কে পর চিনতে পেরেছেন তিনি। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৪র্থ পর্বে অতিথি হয়ে এসেছেন এই অভিনেতা। শোতে তিনি বলেছেন, ‘মাঝে মধ্যে অনেক ঘটনা আমাদের চোখ খুলে দেয়। আমার যে কোনো অর্জনে আমার পরিবার, সত্যিকারের বন্ধু এবং ভক্তরা যেমন খুশি হয়, নিজেদের অর্জন মনে করে, অন্যদিকে তথাকথিত বন্ধু নামের অনেকে ঈর্ষান্বিত হয়। এটাই হয়তো স্বাভাবিক। যদিও আমি নিজেকে অত বড় মনে করি না যে, মানুষ আমাকে নিয়ে জেলাস হবে। তারপরও এসব ঘটনা আমাকে আরও বেশি উদ্যমী করে, আরও বেশি ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করে।’
তৌসিফ মাহবুব তার অনুপ্রেরণা হিসেবে বন্ধু চিত্রনায়ক সিয়াম আহমেদের নামটিও উচ্চারণ করতে ভোলেননি। ‘সিয়ামের কাজের প্রতি একাগ্রতা, নিষ্ঠা আমাকে রীতিমত মুগ্ধ করে, অনুপ্রাণিত করে। ও এমনি এমনি সফলতা পায়নি। পরিশ্রম, সততাই ওকে আজকের পর্যায়ে নিয়ে এসেছে। আমি আমার বন্ধুকে নিয়ে রীতিমত গর্বিত’- বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকেতে জানিয়েছেন তৌসিফ। এই পডকাস্ট শোতেই তৌসিফ মাহবুব বিয়ের আগের প্রেম নিয়ে খোলামেলা সবকিছু জানিয়েছেন। জানিয়েছেন, একজন অভিনেত্রীর সঙ্গে তার প্রণয় এবং সে সম্পর্ক ভাঙনের পর কি হয়েছিল সে কথা।
তৌসিফের ভাষায়, ‘ছ্যাঁকা খেয়ে ব্যাঁকা হয়ে গিয়েছিলাম’। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সঞ্চালনায় বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকের ৪র্থ পর্ব প্রচার হবে আজ ২৩ আগস্ট শনিবার রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।