image

সোনালিকা ট্রাক্টরের বিজ্ঞাপনে সানি-দোলন

রোববার, ০৯ মে ২০২১
বিনোদন প্রতিবেদক

সনি রহমান ও দোলন দে জুঁটিবদ্ধ হয়ে একটি বিজ্ঞাপনে কাজ করলেন। আরবিডট প্রডাকশন হাউজের ব্যানারে আতিকুর রহমান বেলাল ও মাকসুদুল হক ইমোর পরিচালনায় ময়মনসিংহ বিভাগের নেত্রকোনায় এর শুটি শেষ হলো। এসিআই’র সোনালিকা ট্রাক্টরের এই বিজ্ঞাপনটি ঈদ উপলক্ষে তরুণ কৃষি উদ্যাক্তাদের মাথায় রেখে নির্মাণ করা হয়েছে। বিজ্ঞাপনটিে চিত্র গ্রাহক হিসেবে কাজ করেছেন মিঠু মনির।

সম্প্রতি