গান ও সংসার একসঙ্গে চলছে ক্লোজআপ ওয়ান তারকা সাজিয়া সুলতানা পুতুল ও তার স্বামী শিল্পী-সংগীত পরিচালক সৈয়দ রেজা আলীর। গত এপ্রিলেই বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এর আগে রেজার সুর ও সংগীতে বেশকিছু গান গেয়েছেন পুতুল। এবার একসঙ্গে নতুন আরো কিছু কাজ করছেন তারা। শুধু তাই নয়, এরইমধ্যে এই দম্পতি মিলে একটি স্টুডিও গড়েছেন। নাম দিয়েছেন ‘স্টুডিও গায়েনবাড়ি’। এখন থেকে পুতুল ও রেজা এখানেই নিয়মিত গানের কাজ করবেন। এদিকে পুতুল দীর্ঘ বিরতির পর কাজ করছেন এখন।
এ বিষয়ে পুতুল বলেন, ‘বেশকিছু গানের নতুন কাজ করেছি। এরমধ্যে কিছু মৌলিক গান রেকর্ড করলাম। আশিষ দেব রায়ের কথা ও সুরে, রেজার কম্পোজিশনে গাইলাম ‘সাদা কাগজে’ একটি গান। এর ভিডিওর কাজ করেছেন ইয়ামিন এলান। এ মাসেই গানটি প্রকাশ হবে। এছাড়া রেজার ব্যান্ড জ্যাকফ্রুট স্টল আমাকে তাদের একটি গানে ফিচার করল। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছি আমি ও রেজা। এ গানটিরও ভিডিও হবে সামনে। অতি সম্প্রতি গাইলাম ‘আস্থা’ শিরোনামের একটি গান।
মিজান মালিকের কথায় এর সুর ও সংগীত করেছেন জাহিদ বাশার পঙ্কজ। সামনে গান নিয়ে পরিকল্পনা কি? পুতুল বলেন, ‘রেজা ও আমি দুজনই গানের মানুষ। তাই সুবিধে হয়েছে আমাদের। গান ও সংসার একইসঙ্গে চলছে। আমরা ‘স্টুডিও গায়েনবাড়ি’ নামের যে রেকর্ডিং স্টুডিও দিয়েছি এখানেই এখন থেকে কাজ করব।’
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শনিবার, ০৫ জুন ২০২১
গান ও সংসার একসঙ্গে চলছে ক্লোজআপ ওয়ান তারকা সাজিয়া সুলতানা পুতুল ও তার স্বামী শিল্পী-সংগীত পরিচালক সৈয়দ রেজা আলীর। গত এপ্রিলেই বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এর আগে রেজার সুর ও সংগীতে বেশকিছু গান গেয়েছেন পুতুল। এবার একসঙ্গে নতুন আরো কিছু কাজ করছেন তারা। শুধু তাই নয়, এরইমধ্যে এই দম্পতি মিলে একটি স্টুডিও গড়েছেন। নাম দিয়েছেন ‘স্টুডিও গায়েনবাড়ি’। এখন থেকে পুতুল ও রেজা এখানেই নিয়মিত গানের কাজ করবেন। এদিকে পুতুল দীর্ঘ বিরতির পর কাজ করছেন এখন।
এ বিষয়ে পুতুল বলেন, ‘বেশকিছু গানের নতুন কাজ করেছি। এরমধ্যে কিছু মৌলিক গান রেকর্ড করলাম। আশিষ দেব রায়ের কথা ও সুরে, রেজার কম্পোজিশনে গাইলাম ‘সাদা কাগজে’ একটি গান। এর ভিডিওর কাজ করেছেন ইয়ামিন এলান। এ মাসেই গানটি প্রকাশ হবে। এছাড়া রেজার ব্যান্ড জ্যাকফ্রুট স্টল আমাকে তাদের একটি গানে ফিচার করল। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছি আমি ও রেজা। এ গানটিরও ভিডিও হবে সামনে। অতি সম্প্রতি গাইলাম ‘আস্থা’ শিরোনামের একটি গান।
মিজান মালিকের কথায় এর সুর ও সংগীত করেছেন জাহিদ বাশার পঙ্কজ। সামনে গান নিয়ে পরিকল্পনা কি? পুতুল বলেন, ‘রেজা ও আমি দুজনই গানের মানুষ। তাই সুবিধে হয়েছে আমাদের। গান ও সংসার একইসঙ্গে চলছে। আমরা ‘স্টুডিও গায়েনবাড়ি’ নামের যে রেকর্ডিং স্টুডিও দিয়েছি এখানেই এখন থেকে কাজ করব।’