দেশীয় লোকগানের গায়িকা লাভলী দেব নিয়মিত বিটিভিসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে গান করেণ। নিয়মিতই লাভলী দেব নতুন নতুন গান ইউটিউবে প্রকাশ করেণ। লাভলী দেব এবার আরও একটি নতুন গান প্রকাশ করলেন। ‘আমার বন্ধু মহা যাদু জানে’ শীর্ষক এই গানটি ৩ জুন মিউজিক ভিডিও আকারে প্রোটিউন এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। শিল্পী লাভলী দেব জানান, গানটির গীতিকার ও সুরকার সিলেটের জনপ্রিয় গীতিকার খোয়াজ মিয়া। এটির সংগীতায়োজন করেছেন শোভন রায়।
নতুন এই গানটি প্রসঙ্গে লাভলী দেব বলেন, ‘দারুন হয়েছে গানটি। এটি সিলেট অঞ্চলের জনপ্রিয় একটি লোকগান। আমার খুব পছন্দের এমন সুন্দর একটি গান করার বিষয়ে এগিয়ে আসার জন্যে আমি প্রসেনজিৎ ওঝার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করছি গানটি দর্শকদের প্রশংসা অর্জন করতে সক্ষম হবে।
লাভলী দেব জানান, সম্প্রতি একসঙ্গে ছয়টি সিলেট অঞ্চলের গানের কাজ শুরু করেছেন। গানগুলোর সংগীত পরিচালনা করছেন বিনোদ রায়। এই প্রসঙ্গে লাভলী দেব বলেন, ‘আগে পাঁচটি গান করেছিলাম। এবার আরও ছয়টি গান করছি। এক্ষেত্রে আমি বলবো-যথারীতি সিলেটের জনপ্রিয় গানগুলো, যেগুলো আমার কমিটমেন্ট ছিল আবার নতুন করে জাতীয়ভাবে তুলে আনা। আমি সেই গানগুলোই করছি আবার।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শনিবার, ০৫ জুন ২০২১
দেশীয় লোকগানের গায়িকা লাভলী দেব নিয়মিত বিটিভিসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে গান করেণ। নিয়মিতই লাভলী দেব নতুন নতুন গান ইউটিউবে প্রকাশ করেণ। লাভলী দেব এবার আরও একটি নতুন গান প্রকাশ করলেন। ‘আমার বন্ধু মহা যাদু জানে’ শীর্ষক এই গানটি ৩ জুন মিউজিক ভিডিও আকারে প্রোটিউন এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। শিল্পী লাভলী দেব জানান, গানটির গীতিকার ও সুরকার সিলেটের জনপ্রিয় গীতিকার খোয়াজ মিয়া। এটির সংগীতায়োজন করেছেন শোভন রায়।
নতুন এই গানটি প্রসঙ্গে লাভলী দেব বলেন, ‘দারুন হয়েছে গানটি। এটি সিলেট অঞ্চলের জনপ্রিয় একটি লোকগান। আমার খুব পছন্দের এমন সুন্দর একটি গান করার বিষয়ে এগিয়ে আসার জন্যে আমি প্রসেনজিৎ ওঝার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করছি গানটি দর্শকদের প্রশংসা অর্জন করতে সক্ষম হবে।
লাভলী দেব জানান, সম্প্রতি একসঙ্গে ছয়টি সিলেট অঞ্চলের গানের কাজ শুরু করেছেন। গানগুলোর সংগীত পরিচালনা করছেন বিনোদ রায়। এই প্রসঙ্গে লাভলী দেব বলেন, ‘আগে পাঁচটি গান করেছিলাম। এবার আরও ছয়টি গান করছি। এক্ষেত্রে আমি বলবো-যথারীতি সিলেটের জনপ্রিয় গানগুলো, যেগুলো আমার কমিটমেন্ট ছিল আবার নতুন করে জাতীয়ভাবে তুলে আনা। আমি সেই গানগুলোই করছি আবার।