image

ধারাবাহিক নাটকে ফিরলেন আজিজুল হাকিম

বিনোদন প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কয়েক মাস চিকিৎসকের পরামর্শে বিশ্রাম নিয়ে অভিনয়ে ফেরেন আজিজুল হাকিম।শুরুতে হাতেগোনা কয়েকটি কাজ করলেও সময় যতই গড়াচ্ছে এ অভিনেতা ততই কাজের গতি বৃদ্ধি করছেন। গত ঈদের আগে একখ-ের নাটকে অভিনয় শুরু করেন তিনি। ঈদের পর ধারাবাহিক নাটকের শুটিংও শুরু করেছেন দীর্ঘ বিরতির পর। বর্তমানে তিনি দীপ্ত টিভির ধারাবাহিক ‘দেনা পাওনা’, আরটিভির ‘গোলমাল’ নাটকের শুটিং করছেন।

এ ছাড়া তুষার খানের পরিচালনায় ‘কমলাপুরের বিজলী’ নামের আরেকটি ধারাবাহিক নাটকেও কাজ করবেন শিগ্গির। এসব নাটক প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, ‘অভিনয় ছাড়া আর কিছুকে কখনোই গুরুত্ব দেইনি। এখন একখ-ের পাশাপাশি ধারাবাহিক নাটকেও স্বাভাবিক ছন্দে অভিনয়ের চেষ্টা করছি। আশা করছি আগের মতোই দর্শকের ভালোবাসা পাব।’

সম্প্রতি