প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ তহবিল থেকে এককালীন পাঁচ লাখ টাকার অনুদান পেলেন দেশে প্রখ্যাত কবি, গীতিকার ও লোকশিল্পী সৈয়দ নূরুল আউয়াল (তারা মিয়া)। সম্প্রতি সুচিকিৎসা ও ভবিষ্যৎ সুরক্ষা হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অনুদান দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এমনিতে শারীরিকভাবে অসুস্থ এ শিল্পী। গত বছর তার হার্টে ব্লক ধরা পড়ে এবং পরবর্তী সময়ে অস্ত্রোপচার করে রিং পরানো হয়। এ লোকশিল্পীর শারীরিক অবস্থার কথা প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের মাধ্যমে অবগত হন। এরপর তাকে আর্থিক সহযোগিতা করেন।
এ প্রসঙ্গে শিল্পীর একমাত্র ছেলে সৈয়দ ইয়াছিন বলেন, ‘রাষ্ট্রীয় এ সহযোগিতা পেয়ে আমরা আনন্দিত। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেইসঙ্গে যেসব গণমাধ্যমে বাবার অসুস্থতার কথা তুলে ধরা হয়েছে তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ। এক সময় আমার বাবা দেশকে দিয়েছেন, আজ সরকার আমাদের পাশে দাঁড়িয়েছে।’
উল্লেখ্য, সৈয়দ নূরুল আউয়াল কৃষিভিত্তিক গান, কবিতা লেখা ও প্রচারের জন্য চারবার বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার পেয়েছেন। বিষয়ভিত্তিক ও সুফিবাদ ঘরানার তার সাতটি বই ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। তিনি কৃষি, মৎস্য, প্রাণী, পরিবেশ, সামাজিক সমস্যা, জীববৈচিত্র্য নিয়ে প্রায় পাঁচ হাজারেরও বেশি গান-কবিতা লিখেছেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
মঙ্গলবার, ০৮ জুন ২০২১
প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ তহবিল থেকে এককালীন পাঁচ লাখ টাকার অনুদান পেলেন দেশে প্রখ্যাত কবি, গীতিকার ও লোকশিল্পী সৈয়দ নূরুল আউয়াল (তারা মিয়া)। সম্প্রতি সুচিকিৎসা ও ভবিষ্যৎ সুরক্ষা হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যক্তিগত ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অনুদান দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এমনিতে শারীরিকভাবে অসুস্থ এ শিল্পী। গত বছর তার হার্টে ব্লক ধরা পড়ে এবং পরবর্তী সময়ে অস্ত্রোপচার করে রিং পরানো হয়। এ লোকশিল্পীর শারীরিক অবস্থার কথা প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের মাধ্যমে অবগত হন। এরপর তাকে আর্থিক সহযোগিতা করেন।
এ প্রসঙ্গে শিল্পীর একমাত্র ছেলে সৈয়দ ইয়াছিন বলেন, ‘রাষ্ট্রীয় এ সহযোগিতা পেয়ে আমরা আনন্দিত। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেইসঙ্গে যেসব গণমাধ্যমে বাবার অসুস্থতার কথা তুলে ধরা হয়েছে তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ। এক সময় আমার বাবা দেশকে দিয়েছেন, আজ সরকার আমাদের পাশে দাঁড়িয়েছে।’
উল্লেখ্য, সৈয়দ নূরুল আউয়াল কৃষিভিত্তিক গান, কবিতা লেখা ও প্রচারের জন্য চারবার বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার পেয়েছেন। বিষয়ভিত্তিক ও সুফিবাদ ঘরানার তার সাতটি বই ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। তিনি কৃষি, মৎস্য, প্রাণী, পরিবেশ, সামাজিক সমস্যা, জীববৈচিত্র্য নিয়ে প্রায় পাঁচ হাজারেরও বেশি গান-কবিতা লিখেছেন।