অভিনেত্রী হিসাবেই পরিচিত রোজিনা। তবে অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনায়ও রয়েছে তার অভিজ্ঞতা। এ অভিনেত্রী সম্প্রতি ছবি পরিচালনার কাজ শুরু করেছেন। ‘ফিরে দেখা’ নামের সরকারি অনুদানের এ ছবির শুটিংও শেষ হয়েছে কিছুদিন আগে। রাজবাড়ী জেলার বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়। এখন চলছে কারিগরি অংশের কাজ।
এগুলো শেষ করে আগামী কোরবানির ঈদেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার ইচ্ছা পোষণ করেছেন রোজিনা। এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এটি আমার স্বপ্নের একটি প্রজেক্ট। দীর্ঘদিন এ ছবিটি বানানোর ইচ্ছা বুকের মধ্যে লালন করেছি। তাই বেশ গুছিয়েই কাজ করছি। এটি মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিত হচ্ছে। এর আগেও মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ছবি নির্মিত হয়েছে। তবে গল্পের কারণেই এ ছবিটি দর্শক বেশ আগ্রহ নিয়েই দেখবেন বলে আমার বিশ্বাস। এ ছবিতে প্রত্যেক অভিনয়শিল্পী বেশ আন্তরিকতা নিয়ে কাজ করেছেন। বিশেষ করে এর মাধ্যমে ইলিয়াস কাঞ্চন অনেকদিন পর ছবিতে অভিনয় করেছেন। তার অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। একটি বিশেষ চরিত্রে আমাকেও দেখা যাবে। আশা করছি, আমার পরিশ্রম সার্থক হবে।’ প্রসঙ্গত এ ছবিতে রোজিনা একজন বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি একজন প্রযোজক হিসাবেও তিনি কাজ করার প্রস্তুতি নিচ্ছেন। এ ছাড়া খ-নাটক পরিচালনা নিয়ে পরিকল্পনা আছে বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
অর্থ-বাণিজ্য: সাড়ে ৩ বিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: রপ্তানির নথি জমা দেয়া যাবে অনলাইনে
অর্থ-বাণিজ্য: সরাসরি করদাতার ব্যাংক হিসাবে যাবে ভ্যাট রিফান্ডের টাকা
অর্থ-বাণিজ্য: আবাসনে সর্বোচ্চ চার কোটি টাকা ঋণ দিতে পারবে ব্যাংক
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে উত্থান, বাড়লো সূচক ও লেনদেন
বিজ্ঞান ও প্রযুক্তি: ‘রেসপন্সিবল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি: ১৪ জানুয়ারি বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম