লেখক ও গীতিকবি মিজান মালিকের লেখা আরও একটি গানে কন্ঠ দিলেন এই প্রজন্মের সংগীত শিল্পী কামরুজ্জামান রাব্বী। গানটির শিরোনাম ‘বাহান্ন বাজার’।
‘বাহান্ন বাজার তিপ্পান্ন গলি/মোকাম তোমার দেহঘড়ি... বেলা শেষে এক ঠিকানায় যেতে হবে সবার বাড়ি’ এভাবেই শুরু এই গানের মিউজিকের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া শুক্রবার বাংলাদেশ রেলওয়েসহ কয়েকটি লোকেশনে মিউজিক ভিডিওর জন্য সুট্যিংয়ের কাজও করা হয়েছে। গানটির সুর করেছেন খালেদ মুন্না। গানের মিউজিক করেছেন সবার পরিচিত সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ।
গানটির বিষয়ে লেখক মিজান মালিক বলেন, ‘মানুষের যাত্রা শুরু এবং শেষের মাঝখানের যে অংশটুকু তার নাম জীবন। এ যেন এক স্টেশন থেকে উঠে আরেক স্টেশনে নামা পর্যন্ত কিছু সময়ের যাত্রী। যাত্রীদের এই তালিকায় আমাদের পূর্বপুরুষরাও ছিলেন এবং বেলা শেষে আমাদের সবার ঠিকানা একই জায়গায়। এই বিষয়বস্তুকে উপজীব্য করে আমি গানটি লিখেছি। এটি ভাবনার গান। আশা করি সবার ভালো লাগবে।’
গানটির শিল্পী কামরুজ্জামান রাব্বী বলেন, ‘আমি মিজান মালিক ভাইয়ের একাধিক গান গেয়েছি। বরাবরই তিনি ব্যতিক্রম গান লেখেন। তারই ধারাবাহিকতায় বাহান্ন বাজার গানটিও সবাই আপন করে নিবেন বলে আমার বিশ্বাস।’ গানটির মিউজিক ভিডিওর কাজ করছেন আল মাসুদ।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
মঙ্গলবার, ১৫ জুন ২০২১
লেখক ও গীতিকবি মিজান মালিকের লেখা আরও একটি গানে কন্ঠ দিলেন এই প্রজন্মের সংগীত শিল্পী কামরুজ্জামান রাব্বী। গানটির শিরোনাম ‘বাহান্ন বাজার’।
‘বাহান্ন বাজার তিপ্পান্ন গলি/মোকাম তোমার দেহঘড়ি... বেলা শেষে এক ঠিকানায় যেতে হবে সবার বাড়ি’ এভাবেই শুরু এই গানের মিউজিকের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া শুক্রবার বাংলাদেশ রেলওয়েসহ কয়েকটি লোকেশনে মিউজিক ভিডিওর জন্য সুট্যিংয়ের কাজও করা হয়েছে। গানটির সুর করেছেন খালেদ মুন্না। গানের মিউজিক করেছেন সবার পরিচিত সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ।
গানটির বিষয়ে লেখক মিজান মালিক বলেন, ‘মানুষের যাত্রা শুরু এবং শেষের মাঝখানের যে অংশটুকু তার নাম জীবন। এ যেন এক স্টেশন থেকে উঠে আরেক স্টেশনে নামা পর্যন্ত কিছু সময়ের যাত্রী। যাত্রীদের এই তালিকায় আমাদের পূর্বপুরুষরাও ছিলেন এবং বেলা শেষে আমাদের সবার ঠিকানা একই জায়গায়। এই বিষয়বস্তুকে উপজীব্য করে আমি গানটি লিখেছি। এটি ভাবনার গান। আশা করি সবার ভালো লাগবে।’
গানটির শিল্পী কামরুজ্জামান রাব্বী বলেন, ‘আমি মিজান মালিক ভাইয়ের একাধিক গান গেয়েছি। বরাবরই তিনি ব্যতিক্রম গান লেখেন। তারই ধারাবাহিকতায় বাহান্ন বাজার গানটিও সবাই আপন করে নিবেন বলে আমার বিশ্বাস।’ গানটির মিউজিক ভিডিওর কাজ করছেন আল মাসুদ।